চট্টগ্রামের হালদা নদীতে আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে নদীর মদুনাঘাট বড়ুয়া পাড়া এলাকা থেকে নৌ-পুলিশ সদস্যরা এই মৃত ডলফিনটি উদ্ধার করেছে।
৫ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির ওজন প্রায় ৪০ কেজি। এসময় হালদা নদী থেকে ৫ হাজার মিটার ঘেরা জালও জব্দ করা হয়েছে বলে জানায় নৌ পুলিশ।
আরও পড়ুন: হাওয়াইয়ের স্পিনার ডলফিনের সাথে সাঁতার কাটা নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র
নগরীর সদরঘাট নৌ-পুলিশের (ওসি) মিজানুর রহমান বলেন, নৌ-পুলিশ নিয়মিত টহল দেয়ার সময় মৃত ডলফিনের বাচ্চাটি উদ্ধার করে। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া স্যারের কাছে হস্তান্তর করা হয়। ডলফিনটির দৈর্ঘ্য আনুমানিক ৯ফুট, ওজন ৩৫-৪০ কেজি।
হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, হালদা থেকে উদ্ধার হওয়া ডলফিনটি ল্যাবরেটরিতে নিয়ে আসা হয়েছে। ডলফিনটি পচে যাওয়ায় দেহে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো মৃত ডলফিন