মেহেরপুরে হাসপাতালে অসুস্থ মাকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল হালিম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এঘটনায় আহত হয়েছেন তার ছোট বোন পলি খাতুন (২৫)।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল হালিম।
আরও পড়ুন: গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় সিএনজি যাত্রীর মৃত্যু
নিহত আব্দুল হালিম (৪৫) মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামের শিশিরপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে এবং তিন মেয়ের বাবা।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুরে হাসপাতালে অসুস্থ মাকে দেখে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন হালিম ও তার ছোট বোন পলি। এসময় পশু খাদ্যের বস্তা নিয়ে আরেকটি মোটরসাইকেল তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় বস্তায় আটকে পড়ে যান হালিম ও পলি।
গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয় স্থানীয়রা।
আশঙ্কাজনক অবস্থায় হালিমকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানেই বুধবার সকাল ৮টার দিকে মৃত্যু হয় তার। তার বোন পলি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: রাজশাহীতে বাসচাপায় শিশুর মৃত্যু