সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের বাগেরহাটের মোংলা উপজেলার বাদামতলা খাল থেকে শনিবার সকালে এক হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ। এ সময় ৫৯ কেজি হরিণের মাংস ও চারটি নৌকা জব্দ করা হয়।
আটক আসাদুর জমাদ্দার (৩৬) মোংলা উপজেলার বৈদ্যমারী গ্রামের জহর জমাদ্দারের জেলে। তিনি পেশাদার হরিণ শিকারি বলে দাবি করেছে বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, গত এক সপ্তাহ আগে একদল হরিণ শিকারি সুন্দরবনে প্রবেশ করেছে বলে তাদের কাছে খবর আসে। এর সূত্র ধরে শনিবার সকালে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাদামতলা খালের মধ্যে চারটি নৌকা দেখতে পায় বন বিভাগের সদস্যরা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে নৌকা রেখে ১০-১২ জন দৌড়ে পালানোর চেষ্টা করে, পরে ধাওয়া করে আসাদুরকে আটক করতে সক্ষম হন তারা।
তিনি জানান, নৌকাগুলো তল্লাশি করে ৫৯ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বন্য প্রাণী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অপর শিকারিদের ধরতে সুন্দরবনে বন বিভাগের টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।