চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর টানা ৬ দিন বন্ধ থাকার পর ফের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে।
আরও পড়ুন: ৬ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করবে সরকার
সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ বলেন, বৃহস্পতিবার জেলা প্রশাসক আব্দুস সামাদের সঙ্গে পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড এবং সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তনিকারক গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমঝোতা হওয়ায় শনিবার থেকে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিক আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করছে।
এর আগে পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে ১৫ সেপ্টেম্বর থেকে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তনিকারক গ্রুপ।