সীতাকুণ্ডে পৌরসভা মহাদেবপুর চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিশু সাইফুল ইসলাম তানিমের (৭) সৎ পিতা মো সালাউদ্দিনকে (৪৬) সোমবার গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
বর্তমানে শিশু সাইফুল সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
পুলিশ জানায়, সীতাকুণ্ড পৌরসভার মহাদেবপুর চৌধুরীপাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র সালাউদ্দিন গত ৫ বছর পূর্বে ডিভোর্স হওয়া সাতকানিয়ার ইয়াসমিন আক্তারকে (২৮) দ্বিতীয় বিয়ে করেন। তখন ওই মহিলার আগের সংসারে থাকা দুই বছরের শিশু তানিমকে মেনে নিয়ে বিয়ে করেন সালাউদ্দিন। বিয়ে পর থেকে পিতৃহারা শিশুটিকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় গত শনিবার সকালে তার দ্বিতীয় স্ত্রী ইয়াসমিনকে ফোন করে সবজি তোলার জন্য শিশু তানিমকে পাহাড়ে সবজি বাগানে পাঠাতে বলে। সবজি কাটতে ভুল করায় তানিমকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে সালাউদ্দিন।
ওইদিন বিকাল ৪টার দিকে শিশুটি কান্না করতে করতে বাড়িতে এলে তার মা জামা খুলে পুরো শরীরে জখমের দাগ দেখতে পায়। তানিমের পিঠ, বুক, পেট, মাথা, চোখসহ শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে তানিমের মা ইয়াসমিন বলেন, সালাউদ্দিন একজন প্রতারক। সে এ পর্যন্ত তিনটি বিয়ে করেছে। সে আমাকে মিথ্যে বলে বিয়ে করে ঠকিয়েছে। আমার পূর্বের সংসারের ছেলে তানিমকে শুরুতে মেনে নিলেও এখন সে আমার ছেলেকে মেনে নিতে পারছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. নুরুউদ্দিন রাশেদ বলেন, শিশুটির পিতা তাকে পিটিয়ে মারাত্মক জখম করেছে। শিশুটির সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা চলছে তবে সুস্থ হতে বেশ সময় লাগবে।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, ‘আমরা খবর পেয়ে শিশু তানিমের পিতা সালাউদ্দিনকে আটক করি। শিশুটিকে নির্মমভাবে মারা হয়েছে। এ ঘটনায় তার মা মামলা করেছে। দ্রুত মামলার চার্জশিট দেয়ার চেষ্টা করছি।’