লালমনিরহাট সদরের কালিবাড়ি খাদ্য গুদামের সামনে থেকে রাস্তায় ফেলে যাওয়া এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে কল পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
সোমবার সকাল সাড়ে ছয়টায় এক ব্যক্তি কালিবাড়ি খাদ্য গুদামের সামনে থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে কল করে জানান, সেখানে রাস্তার ওপর একটি নবজাতক শিশুকে কে বা কারা ফেলে রেখে গেছে। ঠান্ডায় শিশুটির শরীর নীল হয়ে গেলেও শিশুটি বেঁচে আছে।
কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সজীব দাশ । কনস্টেবল সজীব তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে লালমনিরহাট সদর থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: রাজধানীতে বন্ধ ঘরে আটকে পড়া শিশু উদ্ধার
সংবাদ পেয়ে লালমনিরহাট সদর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম ৯৯৯ কে ফোনে জানান, তারা একদিন বয়সী (আনুমানিক) নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম জানান, ক্রিটিকাল কন্ডিশন হওয়ায় বাচ্চাটি সদর হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।