আরও পড়ুন: জগন্নাথপুরে তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বুধবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ পুলিশ পরিচালিত 'জাতীয় জরুরি সেবা ৯৯৯' এ একজন কলার শেরপুরের শ্রীবর্দী থানার শিমুল ছড়া থেকে ফোন করে জানায়, তার বাড়ির পাশে এক প্রতিবন্ধী তরুণীকে (২৩) গ্রামের এক লোক বেশ কিছুদিন ধরে ধর্ষণ করে আসছিল। মেয়েটি এতদিন ভয়ে কাউকে কিছু জানায়নি। আজ মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তখন ধর্ষণের ব্যাপারটি জানায়।
আরও পড়ুন:রাজশাহীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ৫ যুবক গ্রেপ্তার
৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সাথে শ্রীবর্দী থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে শ্রীবর্দী থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন:প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পরে শ্রীবর্দী থানার এস আই শফিক ৯৯৯ কে ফোনে জানান, তারা ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। অপরাধীকে ধরার জন্য তারা তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করেন। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ও ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণের অভিযোগে একই গ্রামের বেলালকে (৩২) আটক করে থানায় নিয়ে আসেন তারা।
আরও পড়ুন:সাতক্ষীরায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ধর্ষক পলাতক
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুন:‘স্টেজ প্রোগ্রামের’ কথা বলে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ৫