তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন ডাকাতদের নাম পরিচয় জানা যায়নি।
নিহত নৈশপ্রহরী আবদুল মান্নান ওরফে মনু (৫০) স্থানীয় আশ্রাফপুর গ্রামের নুরনবীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে দাগনভূঞা থানার ওসি আসলাম সিকদার জানান, বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মাতুভূঞা ইউপির বেকের বাজারে ডাকাতির জন্য জড়ো হয় ডাকাতরা। এক পর্যায়ে শরিয়ত অ্যান্ড ব্রাদার্সের তালা ভেঙে ট্রাকে মালামাল তুলছিল তারা। নৈশপ্রহরী মনু তাদেরকে বাধা দেয়। ডাকাতরা মনুর গলায় গামছা পেঁচিয়ে খুন করে।
লোকজন টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেয়। এতে পুলিশ ও আশপাশের লোকজন আসতে দেখে ডাকাতরা পালিয়ে যায়।
পুলিশ তাৎক্ষণিক আশপাশে অভিযান চালিয়ে অন্তত চারজনকে আটক করে। এসময় আটকদের ছিনিয়ে নিতে সহযোগিরা পুলিশের সাথে কয়েক রাউন্ড গুলিবিনিময় করে বলে জানান ওসি।
এতে চার ডাকাত গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যায়। অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়। অপরাপর জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।