সারাদেশ
কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীর চরে কাটা ধান পলিথিন দিয়ে ঢাকতে গিয়ে বজ্রপাতে জহুরুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বু্ধবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের সুলতান গ্রামে নিজ বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দুরে এ দুর্ঘটনা ঘটে। জহুরুল ওই গ্রামের মৃত চয়ন উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,পদ্মা নদী শুকিয়ে চর জমেছে। সেখানে কৃষক জহুরুল ধান চাষ করেছিলেন। বুধবার সকালে পাকা ধান কেটে রেখে এসেছিলেন তিনি। দুপুরে বৃষ্টি শুরু হলে পলিথিন নিয়ে কাটা ধান ঢাকতে যান জহুরুল। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মা নদীর পাড়ে কৃষক জহুরুলের জরাজীর্ণ টিনশেডের ঘর। ঘরের ছোট্ট বারান্দায় রাখা রয়েছে মরদেহ। উৎসুক জনতা শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেছেন। স্বজনরা আহাজারিতে ভেঙে পড়েছেন।
আরও পড়ুন: ঝালকাঠিতে বজ্রপাতে গৃহবধূ নিহত
এ সময় জহুরুলের ভাতিজা মুন্না শেখ বলেন, ‘আমি আর চাচা একসঙ্গে কাজ করছিলাম। হঠাৎ বিশাল শব্দ করে ডাক ( বজ্রপাত) মারে। তখন চাচা এক দিকে আর আমি আরেকদিকে উল্টে পড়ি। পরে ছুটে এসে দেখি তার কান দিয়ে রক্ত বের হচ্ছে। শরীরের এক পাশ পুড়ে গেছে।’
এদিকে ফিরোজ মাহমুদ নামে এক কলেজে ছাত্র জানান, ১৫ বছর আগে জিয়ারুল নামে আরও এক যুবক ফুটবল খেলতে গিয়ে একই স্থানে বজ্রপাতে মারা গিয়েছিলেন। তার ভাষ্য, আকাশে মেঘ হলে সবাইকে সতর্ক হওয়া উচিৎ।
জহিরুলের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে একজন মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
২৪৩ দিন আগে
খুলনায় ট্রেনের ধাক্কায় পথচারী নিহত
খুলনা মহানগরীতে ট্রেনের ধাক্কায় মো. হেলাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ৭টা ৫০ মিনিটে মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলালের (৪৫) বাড়ি খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামে। তিনি পেশায় খালাসী হিসেবে সাহা চন্দ্রপুর ঝুট প্রেসে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলাল রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল সাড়ে আটটার দিকে তাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯ টার দিকে মারা যান তিনি।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে দৌলতপুর থানা পুলিশ।
২৪৩ দিন আগে
নড়াইলে দেশীয় অস্ত্রসহ ১৩ মামলার আসামিকে গ্রেপ্তার
নড়াইলে যৌথবাহিনীর অভিযানে ১৩ মামলার এজহারভুক্ত আসামি সবুজ মোল্ল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সাতটি দেশীয় অস্ত্র (রামদা), দশটি ভল্লম, হকিস্টিক, বহুমুখী হেলমেট ও বিপুল পরিমান ক্যাপসহ মুজিব টি-শার্ট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে নড়াইল সদর থানা পুলিশ ও নড়াইল ডিবি পুলিশ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৫টা ২৫ মিনিটে জেলার কালিয়া থানার চাচুড়ি বাজার সংলগ্ন দাড়িয়াঘাটা পুরুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সবুজ মোল্ল্যা কালিয়া থানার আওয়ামী লীগের পলাতক এমপি কবিরুল হক মুক্তির অন্যতম সহযোগী ও ১৩টি মামলার এজহারভুক্ত আসামি বলে জানায় পুলিশ।
পুলিশের ভাষ্যে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে ৫টা ২৫ পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে দাড়িয়াঘাটা-পুরুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে ১২ কেজি রূপার গয়না জব্দ
এ সময় তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ৭টি দেশীয় অস্ত্র (রামদা), ১০টি ভল্লম, হকিস্টিক, বহুমুখী হেলমেট ও বিপুল পরিমান ক্যাপসহ মুজিব টি-শার্ট জব্দ করে যৌথবাহিনী।
পুলিশ সূত্রে আরও জানা যায়, সবুজ মোল্ল্যা বিভিন্ন সময় অবৈধ পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেল নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।
তাছাড়া, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর সবুজ মোল্ল্যা রাতারাতি নিজের রূপ পাল্টিয়ে বিএনপির নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন বলে জানা যায়। বর্তমানে তিনি বিএনপির নেতা পরিচয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
সবুজ মোল্ল্যা ও জব্দ করা অস্ত্র-সামগ্রী ডিবি হেফাজতে রয়েছে বলে জানিয়েছে নড়াইল ডিবি পুলিশ।
২৪৩ দিন আগে
নাতনিকে ধর্ষণচেষ্টার প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জের সিংগাইরে তৃতীয় শ্রেণির পড়ুয়া একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করার জেরে তার নানা আলী আজগরকে কুপিয়ে হত্যা করেছে আল আমিন নামে এক যুবক। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার আলী আজগর (৬০) রায়দক্ষিণ এলাকার মৃত. আব্দুর রশিদ খানের ছেলে। অভিযুক্ত আল আমিন (৩৮) একই গ্রামের মৃত কালু প্রামাণিকের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন দীর্ঘদিন ধরে ওই শিশুকে উত্ত্যক্ত করত। সোমবার (২৮ এপ্রিল) স্কুল থেকে ফেরার পথে তাকে ধর্ষণচেষ্টা করেন। এরপর ওই শিশু পালিয়ে বাড়ি ফিরে পরিবারকে জানালে তারা থানায় অভিযোগ করেন।
আরও পড়ুন: নেত্রকোণায় ধর্ষণচেষ্টায় প্রেমিকের বন্ধুকে ব্লেড দিয়ে আঘাত তরুণীর
মৃত আলী আজগরের ভাতিজা আবুল কালাম বলেন, ‘পুলিশ তদন্ত করতে এসেছিল। কিন্ত এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আলী আজগরকে কুপিয়ে ধান ক্ষেতে ফেলে রাখে আল আমিন। এ সময় আল আমিনের সঙ্গে আরও বেশ কয়েকজন সহযোগী ছিল। খবর পেয়ে আলী আজগরের দুই ছেলে লিয়াকত ও সায়েম এগিয়ে গেলে তাদেরও মারধর করে আল আমিন ও তার সহযোগীরা।’ তিনি জানান, গুরুতর আহত অবস্থায় আলী আজগরকে উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কজেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক জানান, শিশুটির মা উত্ত্যক্ত করার কথা উল্লেখ করে অভিযোগ দেওয়ার পর মঙ্গলবার দুপুরে মামলা করা হয়েছে। তিনি বলেন, ‘মামলা রুজুর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্ত পুলিশে আসামীকে পায়নি। আমরা আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি।’
২৪৩ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নবীনগর-রাধিকা সড়কের ধনাশী গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার বিদ্যাকটু ইউনিয়ন সেমন্তঘর গ্রামের মো. আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) ও শিবপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে উজ্জল (১৮)।
স্থানীয়রা জানান, দুপুরে নবীনগর-রাধিকা সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান উজ্জ্বল। গুরুতর আহতাবস্থায় পারভেজকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় পথচারী নিহত
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘নবীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে পারভেজ ও উজ্জল নামে দুই যুবক নিহত হয়েছেন।’
‘এদের মধ্যে একজন ঘটনাস্থলে ও অন্যজন সদর হাসপাতালে মারা যান।’
২৪৩ দিন আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় পথচারী নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের ষোলঘরে বাসের চাপায় ৬৫ বছরের অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে এই ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, ‘অজ্ঞাত পথচারীর লাশটি উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: ঝালকাঠিতে বজ্রপাতে গৃহবধূ নিহত
হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘মিজান পরিরহনের একটি বাস পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘মিজান পরিবহনের বাসটি আটক করা হয়েছে, তবে এর চালক পলাতক। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।’
২৪৩ দিন আগে
ঝালকাঠিতে বজ্রপাতে গৃহবধূ নিহত
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউয়িনের জুরকাঠি এলাকায় বজ্রপাতে আসমা আক্তার নামে একজন গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমা আক্তার ওই এলাকার ট্রাকচালক রুবেল মাঝির স্ত্রী ও দুই সন্তানের জননী।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, ‘বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
২৪৩ দিন আগে
ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নেমে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর লিটন মিয়া (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল চর এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনাটি ঘটে। এর আগে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।
লিটন মিয়া উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে।
আরও পড়ুন: নিখোঁজের একদিন পর ডাকাতিয়া নদীতে ভেসে উঠল কলেজছাত্রের লাশ
স্থানীয়রা জানান, সুন্দর আলী ও তার ছেলে লিটন ভোরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। বেলা ১১টার দিকে লিটন নৌকার সামনে দাঁড়িয়ে জাল টানার সময় পড়ে যান। স্রোতে সে আর ওপরে না ওঠায় সুন্দর আশপাশের জেলের নৌকাকে ডাকতে শুরু করেন। পরে তারা এসে জাল টানাসহ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে খোঁজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর লিটনের লাশ উদ্ধার করা হয়।
চিলমারী নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, ‘এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত করা হবে।’
২৪৩ দিন আগে
নড়াইলে খাবারের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নড়াইলে খাবারের প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারিক চৌধুরী নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তারিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
তারিক চৌধুরী (৩৩) কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের মুক্তার চৌধুরীর ছেলে।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে আমি মেয়েকে গোসল করানোর জন্য বাড়ির পাশের একটি পুকুরে যাই। পুকুর পাড়ে যাওয়ার পরে আমাকে পুকুর পাড়ে রেখে সে বাড়িতে সাবান আনতে গিয়েছিল। অনেকক্ষণ হয়ে গেলেও সে সাবান নিয়ে না আসায় আমি তাকে খুঁজতে বের হই।’
‘খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখি তারিক আমার মেয়েকে নিয়ে তার ঘর থেকে বের হচ্ছে আর আমার মেয়ে কান্না করছে। কান্নার কারণ জানতে চাইলে তখন মেয়েটি বলে, তারিক আমার প্যান্ট খুলে এসব করছে।’
এরপর তারিকের মায়ের কাছে বিষয়টি নালিশ করতে যান ভুক্তভোগী শিশুটির মা। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে কিছু লোকজন জড়ো হয়ে যায়।
আরও পড়ুন: হত্যা মামলায় ১৭ বছর পর দুই জনের যাবজ্জীবন
পরে উপস্থিত লোকজন তারিককে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক আসিফ আকবর বলেন, ‘শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।’
এ বিষয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’
২৪৩ দিন আগে
নিখোঁজের একদিন পর ডাকাতিয়া নদীতে ভেসে উঠল কলেজছাত্রের লাশ
চাঁদপুরে বন্ধুদের সঙ্গে ডাকাতিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর কলেজছাত্র সৌম্য দীপ সরকার আপনের (১৭) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধার দিকে চাঁদপুরের গাছতলা সেতুর নীচে ডাকাতিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে রবিবার (২৭ এপ্রিল) দুপুরে চাঁদপুর শহরের পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদীতে নিখোঁজ হন সৌম্য।
চাঁদপুর শহরের মিশন রোড এলাকার মানিক রঞ্জন সরকারের একমাত্র ছেলে সৌম্য। তিনি চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বন্ধুদের সঙ্গে ডাকাতিয়া নদীতে গোসলে গিয়েছিলেন সৌম্য। এ সময় তিন বন্ধুর সঙ্গে নদী পাড় হওয়ার প্রতিযোগিতার জন্য সাঁতার কাটা শুরু করেন।
আরও পড়ুন: নড়াইলে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার
তখন দ্রুতগামী বলগেটের ঢেউয়ে সৌম্য তলিয়ে নিখোঁজ হয়ে যান। এরপর গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদপুরের গাছতলা সেতুর নীচে ডাকাতিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল জানান, নৌপুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও কোষ্টগার্ড সবাই মিলে শহরতলীর গাছতলা সেতুর নীচে থেকে সৌম্যর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় চাঁদপুরের সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
২৪৩ দিন আগে