সারাদেশ
পটুয়াখালীতে ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ব্যাবসায়ী সরোয়ার তালুকদারের (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকালে কালিকাপুর ইউনিয়নের পূর্ব হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন টেঙ্গাতলা এলাকায় তালুকদার বাড়ির ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিজ বসত ঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্বজনরা সদর থানার পুলিশকে খবর দিলে রাতে তার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সরোয়ার তালুকদার টেঙ্গাতলা মরহুম আলতাফ তালুকদার ও হোসনে আরা বেগমের ছেলে।
নিহতের প্রতিবেশী ইসমাইল ফকির, লামিয়া আক্তারসহ স্বজনরা জানান, দুপুরে ফুপুর বাড়িতে খেয়ে এসে আড়াইটার দিকে নিজ ঘরে ঘুমাতে যান সরোয়ার। সন্ধ্যা ৭টার দিকে চাচাতো বোন মাহিনুর তাকে ঘুম থেকে তুলে দিতে গেলে অনেক ডাকাডাকির পরে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজনকে জানান। এসময় সরোয়ারের চাচা ইউনুস তালুকদার দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে বিছানার উপর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন এবং পুলিশে খবর দেন।
ফুপাতো বোন লুৎফা বেগম বলেন, ঘটনার পরে ঘরে ঢুকে মাঝখানের দরজা এবং দুটো জানালা নিচের দিক দিয়ে ভাঙ্গা দেখতে পেয়েছি এবং সামনের দরজাও সামান্য ধাক্কাতেই খুলে গেছে বলে শুনেছি। আমার ভাই আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতিবেশি মামা সৈয়দ জোমাদ্দার ও নানা হাবিবুর রহমান বলেন, সরোয়ারের সঙ্গে এলাকার কারো কোনো শত্রুতা নেই। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার রাজনৈতিক সুনামে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ তাকে হত্যা করেছে। তার আত্মহত্যার কোনো কারণ নেই। এটি আত্মহত্যা বলে মেনে নেওয়ার মতো ঘটনা নয়।
জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ডিবি ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে।
২৪৬ দিন আগে
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে ওবাইদুর রহমান (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (২৭ এপ্রিল) সকালে ভারতের চব্বিশ পরগনা জেলার মধুপুর নামক স্থান থেকে লাশটি উদ্ধার করেছে ভারতের পুলিশ।
নিহত ওবাইদুর মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের হানেফ মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, গতরাতে মহেশপুর উপজেলার গোপালপর গ্রামে ৭ থেকে ৮ জন লোক অবৈধভাবে ভারতে যায়। রাত দেড়টার দিকে তারা বিএসএসএফের সামনে পড়ে। সেসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন তারা পালিয়ে আবারো বাংলাদেশের ভিতরে চলে আসে। কিন্তু ওবাইদুর রহমানসহ দু’জন আসতে পারেনি। ওবাইদুর রহমানকে বিএসএফ ধরে ফেলে। বিএসএফ তাকে বস্তায় জড়িয়ে অমানুষিক নির্যাতন করে গুলি করে হত্যা করে।
আরও পড়ুন: আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
সকালে ভারতের অভ্যন্তরে মধুপুর নামক স্থানে একজনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ওই লাশটি ওবাইদুর রহমানের হতে পারে বলে সূত্র জানিয়েছে। লাশটি ভারতের বাগদা থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। আরেকজনের খবর এখনো পাওয়া যায়নি।
স্থানীয় গ্রাম পুলিশ ওমর আলী জানান, খবর পেয়ে তিনি ওবাইদুরের বাড়িতে যান। বাড়িতে সবাই কান্নাকাটি করছেন। তিনি জানান, রাত ১টার দিকে ওপারে গোলগুলির শব্দ শুনেছে গ্রামবাসী। এতে ধারণা করা হচ্ছে ওবাইদুরকে গুলি করে হত্যা করা হয়েছে।
যাদবপুর ইউনিয়নের মেম্বর বাবুল হোসেন জানান, তিনিও সীমান্তের ওপারে গোলাগুলির সংবাদ শুনেছেন। এ ঘটনার পর থেকেই শোনা যাচ্ছে গোপালপুর গ্রামের ওবাইদুর নিখোঁজ রয়েছেন। ওপারে পড়ে থাকা লাশটি ওবাইদুরের হতে পারে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা জানান, ভারতের অভ্যন্তরে একজনের লাশ পড়ে আছে বলে আমি বিজিবির মাধ্যমে জানতে পেরেছি।
বিজিবির যাদবপুর বিওপির কমান্ডার হাবিলদার মফিজুল ইসলাম জানান, লোকমুখে তিনি এমন খবর পেয়ে সীমান্তে খোঁজ খবর নিচ্ছেন। তবে এখনো কোনো পরিবার তাদের দপ্তরে অভিযোগ করেনি।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, রবিবার সাকাল ৮টা ৫০ মিনিটের দিকে ভারতের মধুপর বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার ফোন করে তাকে জানিয়েছে, ভারতের সীমানার মধ্যে একটি লাশ পড়ে আছে। সেটা বাংলাদেশি না ভারতীয় বোঝা যাচ্ছে না। ভারতের বাগদা থানার পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
উল্লেখ্য, ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে গত ৮ এপ্রিল ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবককে হত্যা করে ইছামিত নদীতে ফেলে দেয় বিএসএফ। ১৯ দিন পার হলেও তার লাশ এখনো বিএসএফ ফেরৎ দেয়নি। নিহত ওয়াসিম বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে।
ওয়াসিমের ভাই মেহেদী হাসান দাবি করেন, গত ৮ এপ্রিল ওয়াসিমসহ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ভারত থেকে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ধাওয়া করলে মহেশপুরের সলেমানপুর গ্রামের আব্দুস সোবহান, কাঞ্চনপুর গ্রামের রাজু, শাাবুদ্দিন, মানিক ও বাঘাডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াহেদ ফিরে আসলেও তার ভাই বিএসএফের হাতে ধরা পড়ে। তাকে নির্যাতনে হত্যার পর লাশ ইছামতি নদীতে ফেলে দেয়। বিজিবি লাশ ফেরৎ চাইলেও ভিসা ও আইনি জটিলতার কারণে ১৯ দিনেও লাশ ফেরৎ পায়নি পরিবার।
আরও পড়ুন: বিজয়নগর সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
ভারতীয় পুলিশ বিজিবিকে উপযুক্ত প্রমাণ দিয়ে লাশ নেওয়ার কথা জানিয়েছে। কিন্তু ভারতে গিয়ে লাশ শনাক্ত করার সক্ষমতা ওয়াসিমের পরিবারের নেই বলে জানা গেছে।
২৪৬ দিন আগে
গাংনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি হাতবোমা উদ্ধার
মেহেরপুরের গাংনীতে দুটি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলার ফ্লোর থেকে লালকসটেপ মোড়ানো বোমা দুটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: খুলনায় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৌজিয়া আক্তার জানান, সকালে স্কুল খোলার পর শিক্ষার্থীরা ক্লাসে যাওয়ার সময় তৃতীয় তলার ফ্লোরে লাল টেপে মোড়ানো দুটি বোমা দেখতে পায়। খবর পেয়ে এলাঙ্গী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি উদ্ধার করে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলো রেখে গেছে, তা জানা যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, বোমা দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিষ্ক্রিয় করা হয়েছে।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।
২৪৬ দিন আগে
বৈশাখী ঝড়ে কুড়িগ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি
হঠাৎ আঘাত হানা বৈশাখী ঝড়ে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দমকা হাওয়ার তাণ্ডবে ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা, বিদ্যুতের খুঁটি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে একরের পর একর ধানখেত।
শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এই তাণ্ডব শুরু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় ঝড়ের প্রভাবে ঘরবাড়ি, ফসল, গাছপালা এবং বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে অন্ধকারে ডুবে আছে গ্রামাঞ্চল।
আরও পড়ুন: শরীয়তপুরে মুরগিকাণ্ডে ঝড়ল প্রাণ
অপরদিকে ঝড়ের প্রভাবে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ষষ্ঠ তলার জানালার গ্লাস ভেঙে রোগীদের ওয়ার্ড তছনছ হয়ে যায়। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সদরের পাঁচগাছী ইউনিয়নের কৃষক সামছুল আলম জানান, ‘ঝড়ে আমাদের এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। ধানখেত মাটিতে মিশে গেছে, বিদ্যুৎ না থাকায় পুরো এলাকা অন্ধকার হয়ে গেছে।’
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ‘রাতের ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত হওয়ায় ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ এখনো জানা যায়নি।’
২৪৬ দিন আগে
কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের ৯ সদস্য আটক, অস্ত্র-মাদক উদ্ধার
কুমিল্লা শহর ও সদর দক্ষিণ এলাকায় কিশোর গ্যাং অস্ত্র সরবরাহকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথ বাহিনী।
শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে এই অভিযান চালায় সেনাবাহিনী র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
অভিযানে মূল অস্ত্র সরবরাহকারীসহ মোট ৯ জন অপরাধীকে আটক হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
রাত ৩টা ৫০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকা থেকে মো. রুবেল (৩৫) নামে স্থানীয় অস্ত্র সরবরাহকারীকে আটক করা হয়। তিনি সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছে অস্ত্র সরবরাহ করতেন।
আরও পড়ুন: নওগাঁয় অবৈধ মজুদবিরোধী অভিযানে ২৯ টন চাল জব্দ
অন্যান্য আটকরা হলেন- মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭), মো. শাহাদাত হোসেনকে (২৮), মো. সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মোজাহিদ (২১), মো. রাফিউল আলম শফি (২০), হুমায়ূন কবির (৪৫)
এসময় ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেন, চারটি মোবাইল ফোন ও ল্যাপটপসহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
২৪৬ দিন আগে
ঠাকুরগাঁওয়ে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে গোসল করতে নেমে দুটি শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো— ওই গ্রামের আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১১) ও জাহিরুল ইসলামের মেয়ে জান্নাতুন (৯)।
তাজরিন হরিপুর উপজেলার বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও জান্নাতুন কিসমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে আগুন: আতঙ্কে দম্পতির লাফ, কোলের শিশুর মৃত্যু
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে তাজরিন ও জান্নাতুনসহ ৮ থেকে ৯ জন বাড়ির পাশের খলিলের পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় তারা দুইজন গোসল করতে নেমে পুকুরের গভীরে তলিয়ে যায়। পরে সহপাঠীরা বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২৪৬ দিন আগে
যশোরে ৬২ রাইস মিলের লাইসেন্স বাতিল
যশোরে আমন মৌসুমে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহের চুক্তি না করায় ৬২টি রাইস মিলের লাইসেন্স বাতিল করেছে জেলা খাদ্য বিভাগ। এছাড়া, চুক্তি অনুযায়ী চাল সরবরাহে ব্যর্থ মিল মালিকদের জামানতও কর্তন করা হয়েছে।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, যশোরে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহের জন্য ১৬৩টি মিলের সঙ্গে চুক্তি সই হয়। এর মধ্যে ১০১টি মিল চাল সরবরাহে সম্মত হলেও, বাকি ৬২টি মিল বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও চুক্তি করেনি। গত বছরের ডিসেম্বরে এসব মিল মালিকদের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হলেও তারা সন্তোষজনক জবাব দেননি। বাতিলকৃত লাইসেন্সের মধ্যে ১০টি অটো রাইস মিল এবং ৫২টি হাস্কিং রাইস মিল রয়েছে।
গত আমন মৌসুমে যশোরে ১৪ হাজার ২৪৭ টন সিদ্ধ চাল এবং ৮০১ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু মিল মালিকদের অসহযোগিতার কারণে মাত্র ৭ হাজার ৩৭০ টন চাল সংগ্রহ সম্ভব হয়, যা লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম।
আরও পড়ুন: নওগাঁয় অবৈধ মজুদবিরোধী অভিযানে ২৯ টন চাল জব্দ
কিছু মিল মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকার প্রতি কেজি চাল ৪৭ টাকা দরে কিনলেও বাজারে চালের দাম অনেক বেশি। এ কারণে তারা সরকারি সংগ্রহমূল্য বাড়ানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু সরকার তাদের দাবি আমলে না নেওয়ায় নির্ধারিত মূল্যে চাল সরবরাহে তাদের পুঁজির ক্ষতি হচ্ছিল।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান জানান, চলতি মাসে মন্ত্রণালয়ের নির্দেশে অত্যাবশ্যকীয় খাদ্যশস্য সংগ্রহ, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ আদেশ, ২০২২-এর ৭ ও ৮ নম্বর বিধান অনুযায়ী এই ৬২টি মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, এই ব্যবস্থা সরকারি খাদ্য সংগ্রহ প্রক্রিয়াকে আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে।
২৪৬ দিন আগে
অপহরণের সাত দিনেও উদ্ধার হননি রবির টেকনিশিয়ান ইসমাইল
খাগড়াছড়ি থেকে অপহরণ হওয়া মোবাইল নেটওয়ার্ক কোম্পানি রবির টেকনিশিয়ান ইসমাইল মিয়ার সাত দিনেও কোনো সন্ধান মেলেনি।
শনিবার (২৬ এপ্রিল) নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ে স্বরাষ্ট্র সচিবের সামনে ইসমাইলকে ফিরে পেতে কান্নায় ভেঙ্গে পড়েন তার পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: কাজের জন্য কক্সবাজার গিয়ে নিখোঁজ ৬
নরসিংদীর বাসিন্দা ইসমাইল রবির টেকনিশিয়ান হিসেবে খাগড়াছড়িতে কর্মরত ছিলেন। তিনি বেলাবো উপজেলার বীর বাগবের এলাকার নুরুল ইসলামের ছেলে।
গত ১৯ এপ্রিল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় কাজ করতে গিয়ে নিখোঁজ হন এই যুবক। এ ঘটনায় মাকিছড়ি থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।
এদিকে আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণির সঙ্গে দেখা করেন অপহৃত ইসমাইলের পরিবার। এ সময় শিগগিরই তাকে খুঁজে বের করা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেন জ্যেষ্ঠ সচিব। তবে এ বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
ইসমাইলের বাবা নুরুল ইসলাম জানান, গত দুই বছর ধরে রবির টাওয়ার মেরামতের চাকরি করে আসছেন ইসমাইল। সম্প্রতি খাগড়াছড়িতে রবির ৭/৮টি টাওয়ার বিকল হয়ে যাওয়ায় নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়ে। ফলে কোম্পানির নির্দেশে গত ১৯ এপ্রিল সকালে মানিকছড়ির ময়ুরখীল এলাকার উদ্দেশে রওনা হন তিনি। যাওয়ার পথে মানিকছড়ি কলেজ এলাকা থেকে দুর্বৃত্তরা ইসমাইল ও তার সহযোগী আব্রে মারমাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। রবি কোম্পানির সঙ্গে দুর্বৃত্তদের লেনদেন-সংক্রান্ত কোনো বিষয় রয়েছে, আর সে কারণেই তাদের অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
২৪৬ দিন আগে
সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
সিরাজগঞ্জের এনায়েতপুরে সহপাঠীদের মারধরে আহত হওয়ার আট দিন পর ইমন হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ইমন।
ইমন হোসেন (১৬) ওই গ্রামের এমদাদুল মোল্লার ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, পরীক্ষা চলাকালে সহপাঠীদের কয়েকজন ইমনের খাতা দেখতে চায়। তবে এতে রাজি হয়নি সে। এ ঘটনার জেরে ১৮ এপ্রিল বিকালে তাকে সহপাঠীরা পার্শ্ববর্তী বেলকুচি উপজেলার দৌলতপুর এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তাকে মারধর করে গুরুতর আহত করা হয়।
পরে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে বুধবার তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে গতকাল (শুক্রবার) তার মাথায় প্রচণ্ড ব্যাথা শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
আরও পড়ুন: গোয়াইনঘাটে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি বলেন, ‘পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনাটি পাশ্ববর্তী থানা সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় ঘটেছে। এজন্য বেলকুচি থানায় মামলার প্রস্তুতি চলছে।’
২৪৬ দিন আগে
চট্টগ্রামে ডাকাতি ঠেকাতে গিয়ে সেনাসদস্য গুলিবিদ্ধ
চট্টগ্রামের গাউসিয়া গ্রোসারি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে শহিদুল ইসলাম সায়েম (২৫) নামের এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) ভোরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: টাঙ্গাইলে ডাকাতদলের ২ সদস্য গ্রেপ্তার, টাকা ও গুলি উদ্ধার
স্থানীয়রা জানান, গাউসিয়া গ্রোসারি নামেও ওই প্রতিষ্ঠানে মুখোশ পরা চার অস্ত্রধারী দোকানিকে জিম্মি করে দুই ক্যাশের টাকা ও দামি সিগারেটসহ মালামাল নিয়ে যাচ্ছিল। বাসার সিসি ক্যামেরায় এই দৃশ্য দেখে দোকানির ছোট ভাই সেনাসদস্য সায়েম বাসা থেকে দৌঁড়ে দোকানে আসামাত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, ‘ছুটিতে বাড়িতে আসা সেনাসদস্য সায়েম ডাকাতদের গুলিতে আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
২৪৬ দিন আগে