সারাদেশ
মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, মহাসড়ক অবরোধ
মানিকগঞ্জের শিবালয়ে একটি মোটরসাইকেলের পেছনে দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের ধাক্কায় নিশাদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া অক্সিজেন রিসোর্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে নিশাদ নামে এক যুবক মারা যান। গুরুতর আহত দুজন তাসলিমা (৪০) ও আহাদকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় অক্সিজেন রিসোর্টের সামনে হাইওয়ে পুলিশ একটি মোটরসাইকেলকে সংকেত দিয়ে থামায়। ওই মোটরসাইকেল থামার পরপরই দ্রুতগতিতে আসা আরেকটি মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দেয়। এতে উভয় মোটরসাইকেলের তিনজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ক্ষুব্ধ জনতা। এতে সড়কের উভয় পাশে সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট; দুর্ভোগে পড়েন যানজটে আটকে পড়া যাত্রীসাধারণ।
এরপর রাত ৯টার দিকে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: সিলেটে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বসুন্ধরা রিসোর্টের সামনে হাইওয়ে পুলিশ প্রতিদিনই গাড়ি থামিয়ে কাগজপত্র দেখার নামে অর্থ আদায় করে। আজকের দুর্ঘটনাও সেই চেকপোস্টের কারণেই হয়েছে। ঘটনার পর পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সড়কে কাগজপত্র তল্লাশি চললেও আমরা কোনো অবৈধ অর্থ আদায় করি না। দুর্ঘটনায় আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়। এক যুবকের মৃত্যু হয়েছে, বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
২১৯ দিন আগে
দিনাজপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বাশুড়ি নিহত, আহত স্ত্রী ও শ্যালক
দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অভিযুক্তের স্ত্রী ও শ্যালক।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া আদিবাসী রামপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, পারিবারিক কলহের একপর্যায়ে শামিয়েল মার্ডী তার স্ত্রী মিনি হাঁসদাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা বাহা বেসরা ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় শ্যালক বিকাশ কিস্কুও হামলায় আহত হন।
আরও পড়ুন: সিগারেট চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩
তিনি জানান, পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত জামাই শামিয়েল মার্ডীকে আটক করে।
আজ (শনিবার) নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।
২১৯ দিন আগে
বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, অভিযুক্তের দাবি ষড়যন্ত্র
বরগুনার তালতলীতে ১১ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে সিদ্দিকুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত ব্যক্তি এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এটি জমিজমা-সংক্রান্ত বিরোধ থেকে উদ্ভূত ষড়যন্ত্রের ঘটনা।
শুক্রবার (২৪ মে) উপজেলার করমজাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগপত্রে লেখা বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় শিশুটি গ্রামের কয়েকজন সহপাঠীর সঙ্গে জাম পাড়তে যায়। এ সময় গ্রেপ্তার সিদ্দিকুর রহমান তাকে জাম দেওয়ার লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানেই ওই ঘটনা ঘটান তিনি।
পরে সেদিন রাতে শিশুটি কান্নাকাটি করলে তার মা তাকে জিজ্ঞাসা করে পুরো ঘটনা জানতে পারেন। পরদিন সকালে প্রতিবেশীদের মাধ্যমেও বিষয়টি নিশ্চিত হয়ে শিশুটির পরিবার তালতলী থানায় অভিযোগ করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসার পর বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে শারীরিক পরীক্ষার জন্য। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
তবে সিদ্দিকুর রহমান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। অভিযোগকারী পরিবারের সঙ্গে আমাদের দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরেই আমাকে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করার জন্য এই ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। আমি সম্পূর্ণ নির্দোষ। সঠিক তদন্ত হলে সব প্রমাণ হবে।’
তিনি আরও বলেন, ‘এই বয়সে আমি এমন ঘৃণ্য কাজ কল্পনাও করতে পারি না। আমি চাই, নিরপেক্ষ তদন্ত হোক এবং যেকোনো নির্ভরযোগ্য জায়গা থেকে (ভুক্তভোগীর) মেডিকেল পরীক্ষা করানো হোক। রিপোর্টেই প্রমাণ হবে যে অভিযোগ মিথ্যা। আর যদি সত্যিই আমাকে ফাঁসানো হয়ে থাকে, তাহলে আমি আইনি ব্যবস্থা নেব।’
আরও পড়ুন: নড়াইলে খাবারের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার খান বলেন, ‘দুই পরিবারের মধ্যে জমি নিয়ে পুরনো বিরোধ রয়েছে, যা এলাকাবাসীর জানা। তবে যেহেতু ঘটনাটি সংবেদনশীল ও শিশু জড়িত, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষ নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না।’
ঘটনাটির পর করমজাপাড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ ধর্ষণের অভিযোগের তদন্ত সঠিকভাবে সম্পন্ন করে প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। অন্যদিকে, কেউ কেউ ঘটনাটিকে পারিবারিক বিরোধের জেরে করা ষড়যন্ত্র হিসেবে সন্দেহ করছেন।
সামাজিকভাবে ঘটনাটি নিয়ে বিভক্ত মত থাকলেও অধিকাংশই একমত যে সঠিক তদন্তই একমাত্র পথ, যা সত্য ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারে।
২১৯ দিন আগে
ফুলবাড়ী সীমান্তে বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত এনেছে বিজিবি
ভারতে কাজের সন্ধানে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়া ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর পিলারের পাশে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ভারত থেকে ফেরত আসা ওই ২৪ জন হলেন— কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া সমন্বয়টারী গ্রামের জসিম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৫) তার স্ত্রী আম্বিয়া বেগম (১৯) মেয়ে তাসলিমা (৭) মাতা তানেকা বেগম(৪৬) বোন তাহেরা খাতুন(৭), দাসিয়ার ছড়া কামালপুর গ্রামের আছর আলীর ছেলে মানব আলী (২৩) তার স্ত্রী রুমি বেগম (২০), একই গ্রামের নজির হোসেনের ছেলে আব্দুল কাদের (৩১) তার স্ত্রী সাথী বেগম (২৮) ছেলে শহিদুল (৯) মেয়ে কাজলী (২), উপজেলার আরাজী নেওয়াশী গ্রামের কাজী উদ্দিনের ছেলে জায়দুল হক (৫৫) তার স্ত্রী আন্জুমা বেগম (৪৩) ছেলে আশিক বাবু (১৪) মেয়ে জান্নাতি খাতুন (১৯) জামাতা রবিউল (২২) ও ১০ মাস বয়সী নাতি জুনায়েদ, উপজেলার ভাঙ্গামোড় বটতলা গ্রামের নজির হোসেনের ছেলে হাসেন আলী (৩৫) তার স্ত্রী আলমিনা বেগম (২৯) মেয়ে হাছিনা (১৩) ছেলে আরিফ (৪) আরমান (২) এবং জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস ছালাম (৫০)।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া, কামালপুর, নেওয়াশী ও ভাঙ্গামোড় গ্রাম এবং নাগেশ্বরীর গোপালপুর গ্রামের বাসিন্দারা রয়েছেন।
বৈঠকে বিএসএফের পক্ষে ৩ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন নেতৃত্ব দেন।
আরও পড়ুন: সীমান্তে ফের পুশ-ইনের চেষ্টা, স্থানীয়দের নিয়ে বিএসএফকে রুখে দিল বিজিবি
এ ছাড়াও পতাকা বৈঠকের সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, খলিশাকোঠাল ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম, বালাতাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন, বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবির ১০ সদস্য ও বিএসএফের ১০ সদস্য উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, বিএসএফের বাংলাদেশি নাগরিকদের পুশ-ইন চেষ্টার বিষয়ে আগাম বার্তা পেয়ে বিজিবি সজাগ অবস্থান নেয়। তারা স্পষ্ট জানিয়ে দেয়, প্রকৃত বাংলাদেশি নাগরিক হলে যাচাই-বাছাই শেষে গ্রহণ করা হবে, কিন্তু বিদেশি কেউ বাংলাদেশে ঢুকতে পারবে না।
পরবর্তীতে বিএসএফ ২৪ জনের একটি তালিকা দেয়। যাদের মধ্যে ১২ জন নারী, আটজন পুরুষ ও চারজন শিশু ছিল। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের গ্রহণ করেন এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২১৯ দিন আগে
যশোরে ৬০০ খুদে ফুটবলারের উৎসবে মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত
যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী এক বর্ণাঢ্য ফুটবল উৎসব।
শুক্রবার (২৩ মে) ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে’ ও ‘বিশ্ব ফুটবল সপ্তাহ’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই উৎসবের আয়োজন করে। উৎসবে খুলনা বিভাগের ১৫টি একাডেমির প্রায় ৬০০ খুদে ফুটবলার অংশ নেয়।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শেলো কার্লোস সিসা। বাংলাদেশের সঙ্গে ফুটবলীয় সম্পর্ক আরও বাড়ানোর জন্যেই রাষ্ট্রদূত এই আয়োজনে অংশ নেন।
এ সময় তিনি ভাষাসৈনিক মুসা মিয়া ভবনের উদ্বোধন করেন এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা করেন। পরে তিনি শিশুদের একটি প্রীতি ম্যাচ উপভোগ করেন ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খেলা দেখে হাততালি দিয়ে তাদের উৎসাহিত করেন।
আলোচনায় রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয়। ফুটবল এখানে সব শ্রেণিপেশার মানুষকে একত্র করে। আমরা চাই, বাংলাদেশের তরুণরা বিশ্বমানের প্রশিক্ষণ গ্রহণ করে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করুক।’
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। এ ছাড়া সহ-সভাপতি নাসের শাহারিয়ার জাহেদীসহ বাফুফের অন্যান্য কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নারী ফুটবল দলসহ একুশে পদক-২০২৫ পাচ্ছেন ১৪ বিশিষ্ট ব্যক্তি
তাবিথ আওয়াল বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে আমাদের চুক্তির আওতায় এই ধরনের আয়োজন তৃণমূল পর্যায়ে বড় ভূমিকা রাখবে। যশোরের এই একাডেমি দেশের ফুটবলের উন্নয়নে মডেল হিসেবে কাজ করবে।’
উৎসব শেষে অংশগ্রহণকারী একাডেমি ও সংস্থাগুলোর মাঝে পুরস্কার ও ফুটবল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, ফাহাদ করিমসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।
২১৯ দিন আগে
কুষ্টিয়ায় ১২ মিনিটে কোটি টাকার স্বর্ণ-রুপাসহ সিন্দুক চুরি!
কুষ্টিয়ার খোকসায় মাত্র ১২ মিনিটের মধ্যে একটি জুয়েলারি দোকানের কোটি টাকার স্বর্ণ, রুপা ও নগদ টাকাসহ লোহার সিন্দুক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর দুই নৈশপ্রহরীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) ভোর সাড়ে ৪টার দিকে খোকসা পৌর বাজারের বাংলাদেশ জুয়েলার্স নামের একটি দোকানে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৩ মে) দুপুরে ব্যবসায়ী মাসুম বিল্লা শো-রুম খুলতে এসে দোকানের একটি শাটারের সবকটি তালা খোলা অবস্থায় দেখতে পান। এরর দোকান খুলে তিনি দেখেন, দুর্বৃত্তরা স্বর্ণ ও রুপা রাখার লোহার সিন্দুকটি তুলে নিয়ে গেছে। এসব দেখে তিনি থানা পুলিশ ও জুয়েলার্স মালিক সমিতিকে বিষয়টি জানান।
ঘটনার পরপরই পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে দেখা করেন। পরে স্থানীয় ব্যবসায়ীদের উদ্বেগ ও জনচাপের মুখে শুক্রবার সন্ধ্যায় বাজারের দুই নৈশ প্রহরীকে থানায় পুলিশি হেফাজতে নেওয়া হয়।
দোকানের মালিক মাসুম বিল্লা জানান, তিনি প্রতি শুক্রবার দুপুরের পর দোকান খোলেন। এদিন দোকানে গিয়ে দেখতে পান, তার দোকানের একটি শাটারের সব তালা খোলা এবং প্রায় চার মন ওজনের লোহার প্রধান সিন্দুকটি উধাও।
তার দাবি, চুরি যাওয়া লোহার সিন্দুকটিতে খরিদ্দারের ৪৫ থেকে ৫০ ভরি সোনা, ৩০০ গ্রাম রূপা ও নগদ ৩০ হাজার টাকা ছিল। এ ঘটনায় তার ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
বাজারের ব্যবসায়ীদের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৩০ মিনিটে সিলভার রঙের একটি প্রাইভেটকার বাংলাদেশ জুয়েলার্সের সামনে এসে থামে। তখন মসজিদে ফজরের আজান হচ্ছিল ও লোকজন রাস্তায় চলাফেরা শুরু করেছিল। ঠিক ১২ মিনিট পর প্রাইভেটকারটি যেদিক থেকে এসেছিল সেই দিকে ফিরে যায়। ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে, এই গাড়িতেই চুরির মালামাল নিয়ে পালায় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: অজ্ঞান পার্টির কবলে দুই পরিবার, স্বর্ণালঙ্কার ও টাকা লুট
স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিরোদ কুমার রায় বলেন, ‘থানা থেকে সামান্য দূরে স্বর্ণের দোকান থেকে দুর্বৃত্তরা সিন্দুক লুটে নিয়ে যাওয়ার পর সাধারণ ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অপরাধীদের আটক ও লুটে নেওয়া মালামাল ফেরতের দাবি করেছেন।'
গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত খোকসা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দিবাকর জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে প্রহরীদের হেফাজতে নেওয়া হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
২১৯ দিন আগে
মেহেরপুরে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রী নিহত
মেহেরপুরের গাংনী উপজেলার দক্ষিণ ভরাট গ্রামে বিদ্যুতায়িত হয়ে হাউস আলী নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ ভরাট গ্রামে এই ঘটনা ঘটে।
৪০ বছর বয়সী হাউস আলী ওই গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় বজ্রপাত ও বিদ্যুতায়িত হয়ে দুজন নিহত
নিহতের পরিবার জানায়, বাড়িতে দেওয়াল কাটার সময় গ্রাউন্ডার মেশিন ব্যবহার করছিলেন হাউস আলী। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।
২২০ দিন আগে
কেরানীগঞ্জে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে বিদেশি অস্ত্র বহন করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দের দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় কেরানীগঞ্জের বিল কাঠুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার নুর আলম দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের কলমিভিটা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: শাহবাগে ডিবির অভিযানে ৯০ লাখ টাকার মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আল আমিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নুর আলম তার কয়েকজন সহযোগীকে নিয়ে এলাকায় অস্ত্র প্রদর্শন করে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেন। খবর পেয়ে ওই রাতেই পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করে এবং নুর আলমকে গ্রেপ্তার করে।
ওসি জানান, নুর আলমের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ বাদী হয়ে আজ শুক্রবার (২৩ মে) বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেছে।
২২০ দিন আগে
ভৈরবে বাজারে ঢুকে পড়া অনিয়ন্ত্রিত ট্রাকের চাপায় নিহত ২
কিশোরগঞ্জের ভৈরবে কাঠবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে পড়ায় দুই পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত দশজন।
শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সি বাড়ির আঙ্গুর মিয়া (৪৫) ও একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলির বাড়ির মো. হালিম মিয়া (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে আসা ওই কাঠবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আকবরনগর বাসস্ট্যান্ড বাজারে ঢুকে পড়ে। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত ১০ জনের মধ্যে অটোরিকশার যাত্রী ও পথচারীরা রয়েছেন। তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী শাহ আল মিয়া বলেন, সকালে ট্রাকটি দুটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে সোজা বাজারের ভেতরে ঢুকে পড়ে। এ সময় বাজার করতে আসা দুজন ট্রাকচাপায় মারা যান।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, ‘আজ সকালে ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই। একজন ঘটনাস্থলেই মারা যান, আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’
২২০ দিন আগে
চাঁদপুরে পুকুরে ডুবে ভাইবোন নিহত
চাঁদপুরের হাইমচরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন— হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ইব্রাহিম (৪) ও মেয়ে ফয়জিয়া (২)।
পরিবারের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও ইব্রাহিম ও ফয়জিয়া বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা হঠাৎ বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
আরও পড়ুন: বগুড়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
একপর্যায়ে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাইমচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম ইউএনবিকে জানান, নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
২২০ দিন আগে