ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মো. ইয়াছিন লিটনের (৩২) লাশ হস্তান্তর করেছে ভারত।
শুক্রবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে বিলোনিয়া সীমান্ত চেকপোস্ট দিয়ে ভারতের বিলোনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবরঞ্জন দে লাশটি বাংলাদেশের পরশুরাম মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এর আগে সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পৃথক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন এবং বিএসএফের ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক এএস বিরেন্দ্র শীল উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈঠক শেষে রাত ৯টার দিকে বিলোনিয়া সীমান্তে ২১৬৬ নম্বর পিলার দিয়ে পরশুরাম থানার পুলিশের কাছে লিটনের লাশ হস্তান্তর করা হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, নিহত লিটনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে শনিবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, পরশুরামের বাসপদুয়া সীমান্তে তিন বাংলাদেশিকে গুলি করে বিএসএফ। এতে মিল্লাত হোসেন (২১) ও মো. লিটন (৩২) দুইজন নিহত হন। আবছার (৩১) নামের আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।