সারাদেশ
সিলেটে ‘ছোট ভাইয়ের হাতে’ বৃদ্ধ খুন, গ্রেপ্তার ২
সিলেটের জকিগঞ্জে বাড়ির সীমানা ও বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে সিরাজুল ইসলাম সিরাই (৭০) নামের এক বৃদ্ধকে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হওয়া মামলায় খুনের অভিযোগে নিহতের ছোট ভাই বাবুল আহমদ (৬৭) ও তার ছেলে হাকিম আহমদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর কসকনকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে জমে থাকা বৃষ্টির পানি নিয়ে সিরাজুল ইসলামের স্ত্রী বেদেনা বেগম ও দেবর বাবুল আহমদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ নিয়ে একপর্যায়ে হাতাহাতি শুরু হলে বড় ভাই সিরাজুল ইসলাম এগিয়ে এলে ছোট ভাই বাবুল আহমদ ও তার ছেলে হাকিম তাকে কিলঘুষি মারতে শুরু করেন। মার খেয়ে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এর পরপরই স্থানীয় পল্লী চিকিৎসক ময়না চন্দ্রকে তাদের বাড়িতে ডেকে আনা হলে তিনি সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, সিরাজুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম নাজিম বাদী হয়ে বাবুল ও হাকিমসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
২২০ দিন আগে
রামগড় সীমান্ত দিয়ে এক পরিবারকে পুশ-ইন করল বিএসএফ
খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে এক পরিবারের পাঁচ সদস্যকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২২ মে) ভোরে ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন মো. উম্মেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) এবং তাদের তিন মেয়ে রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমাইয়া খাতুন (৮)।
স্থানীয়রা জানান, সীমান্ত পেরিয়ে ওই পরিবারটি রামগড়ের সোনাইপুল বাজার এলাকায় পৌঁছালে তাদের দেখে স্থানীয়রা মহামুনি বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।
বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
আরও পড়ুন: কুলাউড়ায় পুশ-ইন: শিশুসহ আটক ৭
এদিকে, সাম্প্রতিক সময়ে সীমান্তে ভারতের পুশ-ইনের ঘটনা সুপরিকল্পিত ও ন্যাক্কারজনক বলেও মন্তব্য করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। গত ১২ মে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি।
পুশ-ইন করা ব্যক্তিদের নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে— জানতে চাইলে ডিজি বলেন, ‘আমরা পুলিশ ভেরিফিকেশনে যাদের বাংলাদেশি পেয়েছি, তারা গত ২ থেকে ৩ বছর মধ্যে এমনকি অনেকে ২০ থেকে ২৫ বছর আগে নানা কাজে ভারতে গিয়েছিল। তাদের মধ্যে অনেকেরই সন্তানাদি আছে। তাদের মধ্যে অনেকেরই ভারতের আধারকার্ডসহ অন্যান্য ডকুমেন্টস ছিল।’ ভারতের পুলিশ বা বিএসএফ সেগুলো রেখে দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করেছে বলে জানান বিজিবি মহাপরিচালক।
পুশ-ইনের পর বাংলাদেশি নাগরিকদের নিজ নিজ এলাকায় ফেরত পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
২২০ দিন আগে
গোপালগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
গোপালগঞ্জ জেলা কারাগারে রতন মোল্লা (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রতন মোল্লার বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার পাচুড়িয়া গ্রামে। তিনি ওই গ্রামের মুজিব মোল্লার ছেলে।
নিহত রতনের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ৫টি ডাকাতি মামলা রয়েছে।
গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার তানিয়া জামান জানান, ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রতনকে গত ১৯ মে জেলা কারাগারে পাঠায় পুলিশ। গতকাল (বুধবার) দুপুর পৌনে ২টার দিকে রতন অসুস্থ হয়ে পড়লে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে ট্রলিচাপায় নারী নিহত
এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব জিলানী বলেন, ‘রতন মোল্লা নামে একজন হাজতিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে জেলা পুলিশ। রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।’
তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
২২১ দিন আগে
নাটোরে কালবৈশাখী ঝড়ে দেওয়ালচাপায় শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে কালবৈশাখী ঝড়ে দেওয়ালচাপায় বিথি খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।।
বুধবার (২১ মে) রাত ৮টার দিকে উপজেলার আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিথি খাতুন ওই গ্রামের কৃষক আবু বকরের কন্যা। বিথি আগ্রান গণজাগরণ উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) রাতে বাড়ির ভেতর ট্যাপে হাত ধোয়ার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে দেওয়ালসংলগ্ন পেয়ারা গাছের ধাক্কায় দেওয়ালটি ভেঙ্গে বিথির গায়ে পড়ে। এরপর পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বনপাড়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নাটোরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাত্রীর পা বিচ্ছিন্ন
এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২২১ দিন আগে
কুয়েটে এবার অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ দাবি শিক্ষকদের
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলীর প্রতি অনাস্থা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। চলমান সংকট নিরসনে অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন শিক্ষকরা।
বুধবার (২১ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় একজন যোগ্য উপাচার্য নিয়োগ দেওয়ার জন্যও সরকারের কাছে দাবি জানায় শিক্ষক সমিতি।
এসব দাবিতে বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টার দিকে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল না থাকা, ছাত্র-শিক্ষক সবার দাবির প্রতি অবজ্ঞা এবং বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের দায়িত্বে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন না করায় শিক্ষকেরা মনে করেন, বর্তমান দায়িত্বপ্রাপ্ত উপাচার্য কুয়েটের দায়িত্ব পালনে অক্ষম। এজন্য শিক্ষকেরা তার প্রতি অনাস্থা জানিয়েছেন। তাই তাকে দ্রুত পদত্যাগ করতে হবে।’
আরও পড়ুন: কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে শোকজ, ষষ্ঠ দিনেও ক্লাসে ফেরেননি শিক্ষকরা
তিনি আরও জানান, শিক্ষকদের ওপর হামলাকারী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে তারা ৪ মে থেকে ক্লাস বর্জন ও ১৮ মে থেকে প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আসছেন। কিন্তু তারপরও উপাচার্য তাদের দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেননি। এর মাধ্যমে উপাচার্য কুয়েটের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের প্রক্রিয়া আটকে রেখেছেন। ক্যাম্পাসে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন অধ্যাপক ফারুক হোসেন।
তিনি বলেন, ‘উপাচার্য দাপ্তরিক কাজের কথা বলে ১৯ মে ঢাকায় যান। পরদিন ফিরে আসার বলেছিলেন শিক্ষকদের। কিন্তু এখনও তিনি ক্যাম্পাসে ফিরে আসেননি। কুয়েটের যে গাড়ি নিয়ে গিয়েছিলেন তা-ও ফেরত পাঠিয়েছেন। তিন দিন ধরে শিক্ষক ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করলেও কর্ণপাত করেননি তিনি। উপাচার্য সবার দাবির প্রতি অবজ্ঞা দেখিয়েছেন।’
‘তার অনুপস্থিতিতে যাকে রুটিন মাফিক করার জন্য দায়িত্ব দিয়েছিলেন তিনি বুধবার দায়িত্ব পালন করতে পারবেন না বলে লিখিত ভাবে উপাচার্যকে জানিয়ে দিয়েছেন। বর্তমানে কুয়েট অভিভাবক শূন্য। এ অবস্থায় পূর্ণাঙ্গ উপাচার্য নিয়োগ দিতে হবে’, বলেন অধ্যাপক ফারুক হোসেন।
সংবাদ সম্মেলনে শিক্ষকরা বলেন, দাবি আদায়ের জন্য শিক্ষকদের রাস্তায় নামতে হবে, এটা খুবই দুঃখজনক।
এর আগে, বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপাচার্যের কক্ষ ও প্রশাসনিক ভবন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। শিক্ষার্থীদের এক অংশ এসে তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
তবে গত ৩ মাস ধরে আন্দোলন করা শিক্ষার্থীদের আরেকটি অংশ আপাতত কোনো প্রতিক্রিয়া জানাননি।
তার আগে, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়টিতে অচলাবস্থা চলছে।
আরও পড়ুন: কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য চুয়েটের অধ্যাপক হযরত আলী
পরে শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ও আমরণ অনশনের পরিপ্রেক্ষিতে গত ২৫ এপ্রিল উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করে সরকার। এরপর গত ১ মে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো.হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে থেকে ক্লাস শুরুর কথা থাকলেও অ্যাকাডেমিক কার্যক্রমে ফেরেননি শিক্ষকরা। ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিতের বিচার না পাওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছে কুয়েট শিক্ষক সমিতি।
এদিকে, ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির সাড়ে ৭ হাজার শিক্ষার্থী। এখনও শুরু হয়নি নতুন ব্যাচের ক্লাস।
২২১ দিন আগে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারও বাস ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানি
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ‘আল ইমরান’ পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন কিছু যাত্রী।
মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টা থেকে বুধবার (২১ মে) ভোর ৫টা পর্যন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দল যাত্রীদের সবকিছু লুটে নেয়। বুধবার সকালে বাসটি টাঙ্গাইল সদর থানায় নেওয়া হয়।
বাসের চালক ও যাত্রীরা জানান, ঢাকার আবদুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে যাত্রা করে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠেন। প্রায় ১০ নারীসহ ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে যমুনা সেতুর দিকে যায়। এ সময় যাত্রীবেশী ৮ থেকে ১০ জন ডাকাত ছুরি, চাপাতিসহ দেশিয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে সবার চোখ-মুখ বেঁধে ফেলে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় গিয়ে বাসটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে যায়। এ সময় যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, সোনা ও অন্য মালামাল লুট করা হয়। পরে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি রেখে ডাকাত দল চলে যায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬
বাসের এক যাত্রী মো. আফাজ উদ্দিন বলেন, ‘ডাকাতদের মধ্যে একজন ড্রাইভার ছিল। সে বাস চালায়। বাকি ডাকাত আমাদের হাত, পা, চোখ-মুখ বেঁধে ফেলে। সবার কাছ থেকে সব কিছু লুট করে।’ এক নারী যাত্রী বলেন, ‘ডাকাতরা আমাদের নাক, কান ও গলার গয়না ছিনিয়ে নেয়।’
অপর যাত্রী জুয়েল মিয়া বলেন, তার চোখ-মুখ বাঁধা ছিল। তিনি নারী যাত্রীদের কান্নাকাটি ও কাকুতি-মিনতি শুনতে পান। নারী যাত্রীদের তল্লাশির সময় শ্লীলতাহানির ঘটনা ঘটে।’
বাসের চালক আতিকুর রহমান বলেন, ‘যাত্রীদের মধ্যে যে ডাকাত ছিল তা বুঝতে পারি নাই। রাস্তায় গিয়ে তারা আমাদের চোখ মুখ বেঁধে ডাকাতি করে। মহিলা যাত্রীদের কান্না শুনে মনে হয়েছে তাদের মারধর করা হয়েছে। ডাকাতরা তো মানুষ না অমানুষ।’
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ‘এ ঘটনায় বাসের মিনু মিয়া বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। মামলায় শ্লীলতাহানী কথা উল্লেখ করা হয়েছে। ডিবি ও সদর থানা পুলিশসহ একাধিক টিম ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’
২২২ দিন আগে
দিনাজপুরে বজ্রপাতে মেয়ে নিহত, মা আহত
দিনাজপুরের চিরিরবন্দরে বজ্রপাতে জয়শ্রী রায় (১১) নামে এক কিশোরী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে কিশোরীর মা কাকলী রানী রায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ মে) দুপুর দিকে বৃষ্টি শুরু হলে ধান তোলার সময় হতাহতের এই ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘ধান শুকানোর সময় বৃষ্টি শুরু হলে তাড়াহুড়ো করে ধান তুলছিল মা ও মেয়ে। এ সময় তাদের ওপর বজ্রপাত ঘটে।’
২২২ দিন আগে
কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক
মানিকগঞ্জের একটি কবরস্থান থেকে পাঁচটি মানবকঙ্কাল চুরির অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এদিকে কঙ্কাল চুরির খবর ছড়িয়ে পড়লে এলাকাবসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
মঙ্গলবার (২০ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান-উল্লাহ। এর আগে দিবাগত রাতে বেতিলা-মিতরা ইউনিয়নের বাংগরা কবরস্থানে চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কবরস্থানের পানির ট্যাংকের নির্মাণকাজ করতে গিয়ে শ্রমিকরা দেখতে পান যে কবরস্থানের প্রধান গেট খোলা। এরপর তারা ভেতরে গিয়ে লক্ষ্য করেন যে, কয়েকটি কবর খোঁড়া অবস্থায় রয়েছে। পরে তারা বিষয়টি কবরস্থান পরিচালনা কমিটিকে জানান।
আরও পড়ুন: পাবনায় কবরস্থান থেকে আরও ৫ কঙ্কাল চুরির অভিযোগ
কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন যে খোঁড়া কবরগুলোর ভেতরে কোনো কঙ্কাল নেই।
বেতিলা-মিতরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন বলেন, ‘গত ৫ থেকে ৭ মাসের মধ্যে যেসব মৃত ব্যক্তিকে দাফন করা হয়েছিল, সেই কবরগুলো থেকেই কঙ্কাল চুরি হয়েছে। চুরি হওয়া কঙ্কালগুলোর মধ্যে চারজন পুরুষ একজন নারী ছিলেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান-উল্লাহ বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন ও আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলমান।’
২২২ দিন আগে
সিলেটে যুবলীগ কর্মীর ওপর হামলা, কুপিয়ে জখম
সিলেটের গোলাপগঞ্জে মেহেদী হোসাইন ওরফে আরিফ (৩৯) নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টায় হেতিমগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মেহেদী হোসাইন উপজেলার মোশাহিদহাটি গ্রামের বাসিন্দা। তিনি যুবলীগের একজন কর্মী হিসেবে পরিচিত বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আরও জানান, ছাত্র-জনতার আন্দোলনে হামলা-নাশকতার অভিযোগে গ্রেপ্তার হন মেহেদী। প্রায় দেড় মাস আগে তিনি জামিনে মুক্তি পান।
মেহেদীর পারিবারের সদ.স্যরা জানান, হেতিমগঞ্জ বাজারে একটি দোকানের সামনে গিয়ে চারটি মোটরসাইকেল করে সাতজন দুর্বৃত্ত মেহেদীর ওপর হামলা চালায়। এ সময় ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে। তারা একপর্যায়ে মেহেদীকে মৃত ভেবে ফেলে চলে যায়।
মেহেদী একসময় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানান তার এক আত্মীয়। তিনি বলেন, ‘মেহেদীকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শঙ্কামুক্ত নন। তার হাত ও শরীরে প্রচুর ধারালো আঘাতের চিহ্ন আছে।’
আরও পড়ুন: মেলার আয়োজন নিয়ে কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১
তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগে মেহেদীর কাছে কিছু ব্যক্তি মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দাবিকারীরাসহ গ্রামের পূর্ববিরোধে সম্পৃক্ত কিছু ব্যক্তি এই হামলা ঘটিয়েছে। জড়িতদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
রাজনৈতিক কারণে এ হামলা ঘটেছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা।
তিনি বলেন, ‘মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এ হামলা। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
২২২ দিন আগে
গোপালগঞ্জে ট্রলিচাপায় নারী নিহত
গোপালগঞ্জে ট্রলিচাপায় সাজেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাজেদা নড়াইল জেলার নড়াগাতি উপজেলার ডুমুরিয়া গ্রামের আনিস মিয়ার স্ত্রী।
এর আগে সকাল ৯টার দিকে শহরের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মূল গেটের সামেনে রাস্তা পারাপারের সময় একটি ট্রলি তাকে চাপা দিলে তিনি মারাত্মক আহত হয়।
পরে তাকে স্থানীয়রা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মেলার আয়োজন নিয়ে কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১
নিহত সাজেদা বেগম গোপালগঞ্জ শহরের শান্তিবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং বিভিন্ন মানুষের বাসায় ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ‘রাস্তা পারাপারের সময় ট্রলিচাপায় সাজেদা মাথায় আঘাত পান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
২২২ দিন আগে