খেলাধুলা
শুরুতেই লাল কার্ড, হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার
হান্সি ফ্লিকের তত্ত্বাবধায়নে একের পর এক ম্যাচ জিতে উড়ছিল কাতালান জায়ান্ট বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই তাদের মাটিতে নামাল ফরাসি লিগের ক্লাব মোনাকো।
মোনাকোর স্তাদ দ্বিতীয় লুইস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার রাতে দশজনের বার্সেলোনাকে ২-১ গোল হারিয়েছে স্বাগতিকরা।
এর ফলে চলতি মৌসুমে লিগে টানা পাঁচ জয়ের পর প্রথম হারের স্বাদ পেল কাতালুনিয়ার দলটি। সেইসঙ্গে থামল হান্সি ফ্লিকের অপরাজেয় বার্সেলোনা যাত্রা।
ম্যাচের দশম মিনিটে গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের ভুলে পেশাদার ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার মিডফিল্ডার হিসেবে মাঠে নামা ডিফেন্ডার এরিক গার্সিয়া। এর ৬ মিনিট পর দারুণ এক গোলে মোনাকোকে এগিয়ে নেন দলটির জাপানি মিডফিল্ডার তাকুমি মিনামিনো। এরপর ২৮ তম মিনিটে আরও অসাধারণ গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান লামিন ইয়ামাল। এরপর দ্বিতীয়ার্ধে ৭১তম মিনিটে দলের জয়সূচক গোলটি করেন মোনাকোর নাইজেরিয়ান ফরোয়ার্ড জর্জ ইলেনিকিয়েনা।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের মাঠে লড়াই করেও হারল স্টুটগার্ট
ম্যাচের শুরুতেই একজন খেলোয়াড় কমে যাওয়ায় পুরো ম্যাচজুড়েই আত্মবিশ্বাসের অভাব লক্ষ করা গেছে বার্সেলোনার ফুটবলারদের মধ্যে। সমতাসূচক গোলটি করার পর থেকে অবশ্য তারা জয়ের জন্যই খেলে যাচ্ছিল, তবে নির্ধারিত সময় শেষ হওয়ার ত্রিশ মিনিট আগে দ্বিতীয় গোলটি হজম করে আর ম্যাচে ফেরা হয়নি হান্সি ফ্লিকের শিষ্যদের।
এদিন সাবধানি শুরুর কারণে ধীগিতিতে খেলতে থাকে দুদল। তবে প্রথম গোলে শট নেয় মোনাকো। আক্রমণে উঠে বাঁ পাশ ধরে বক্সের মধ্যে ঢুকে নিচু শট নেন দলটির উইঙ্গার এলিস বেন সেগির। তবে বার্সেলোনার এক ডিফেন্ডারের পায়ে লেগে শটটি গতি হারালে সহজেই বল লুফে নেন টের স্টেগেন।
এর কিছুক্ষক্ষণ পরই বার্সেলোনার জন্য আসে দুঃসংবাদ। এরিক গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে শুরুতেই দশজনের দলে পরিণত হয় পান্সি ফ্লিকের দল।
বল রিসিভ করে তিনজনকে পাস দেওয়ার সুযোগ ছিল টের স্টেগেনের কাছে; ডান পাশে ইনিগো মার্তিনেস ও বাঁ পাশে আলেক্স বালদে ফাঁকা ছিলেন, কিন্তু মাঝখানে প্রতিপক্ষ ঘাড়ে নিঃশ্বাস ফেলা এরিক গার্সিয়াকে পাস দেন এই গোলরক্ষক। ফলে বল বাড়ানো দেখেই গার্সিয়ে পেছন থেকে চ্যালেঞ্জ করে বল কেড়ে নেন মিনামিনো। তিনি বক্সে ঢুকতে গেলে গোল খাওয়া থেকে বাঁচতে ফাউল করার বিকল্প ছিল না গার্সিয়ার সামনে। ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তার।
৪৬৫ দিন আগে
হাসানের তিন শিকারে চেন্নাই টেস্টে টাইগারদের গর্জন
ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ঘণ্টায় তিন উইকেট শিকার বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদের।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উইকেটের আর্দ্রতা কাজে লাগাতে এই সিদ্ধান্ত বলে জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
হাসানের প্রথম শিকার হন রোহিত শর্মা। বল ব্যাটের কোণায় লেগে বল গিয়ে পড়ে অধিনায়ক শান্তর হাতে। ছয় রান করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক।
এরপর ফুল লেংথ ডেলিভারিতে শুভমান গিলকে আউট করেন হাসান। উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ দিয়ে শুন্য রানে মাঠ ছাড়েন ওয়ান ডাউন ব্যাটার।
দুই উইকেট পাওয়ার পর দুর্দান্ত বোলিংয়ে হাসান নিয়ে নেন বিরাট কোহলির মোস্ট ওয়ান্টেড উইকেট। অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে উইকেটকিপারের গ্লাভসে বল তুলে দেন কোহলি। সাজঘরে ফেরার আগে ছয় রান করেন তিনি।
ম্যাচের প্রথম ঘণ্টায় তিন উইকেট নিয়ে নেয় বাংলাদেশ। রিপোর্ট লেখা পর্যন্ত মাঠে লড়লেন যশস্বী ও ঋষভ। ২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৮ রান।
বাংলাদেশের প্রথমে বোলিং করার সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন ক্রিকেট বোদ্ধারা। কেননা ১৯৮২ সালের পর এই প্রথম কোনো দল চেন্নাইয়ে টেস্টে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল। তবে প্রথম ঘণ্টায় হাসানের দুর্দান্ত বোলিংই প্রমাণ করে দিলো টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত ভুল হয়নি।
আরও পড়ুন: চেন্নাই টেস্ট: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
৪৬৬ দিন আগে
চেন্নাই টেস্ট: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
টস জিতে বাংলাদেশের প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত বিস্ময়ের সৃষ্টি করেছে। চেন্নাইয়ে শেষবার ১৯৮২ সালে টস জিতে কোনো দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল।
বোলিং বেছে নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, উইকেটে আর্দ্রতা আছে এবং তারা ম্যাচের প্রথম ঘণ্টায় এটি ব্যবহার করতে চান।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা চারে উঠে এল বাংলাদেশ
সফরকারীরা তিনজন পেসার ও দুজন অলরাউন্ডার মাঠে নামছে। পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া সিরিজেও তারা একই পদ্ধতি বেছে নিয়েছিল।
স্বাগতিক ভারতও তিনজন পেসার নিয়ে খেলছে। সঙ্গে আছে দুজন স্পিনার।
এর আগে ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেললেও একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। তবে সম্প্রতিই পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ভারতকে কঠিন চ্যালেঞ্জ উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।
আরও পড়ুন: বাংলাদেশকে মজা নিতে দিন: রোহিত
৪৬৬ দিন আগে
এবার আল নাসরের দায়িত্বে ইতালিয়ান ট্যাকটিশিয়ান পিওলি
ক্রিস্তিয়ানো রোনালদোসহ একের পর এক তারকা খেলোয়াড় কিনেও আশানুরূপ ফল পাচ্ছে না সৌ প্রো লিগের ক্লাব আল নাসর। নতুন মৌসুমে ভালো শুরু না হওয়ায় এবার তাই কোচ ছাঁটাই করল ক্লাবটি।
সৌদি প্রো লিগের নতুন মৌসুমে তিন ম্যাচ খেলে দুটিতে ড্র করেছে আল নাসর। এছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছে তারা। এরপরই নড়েচড়ে বসে ক্লাবটির কর্তাব্যক্তিরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইরাকের ক্লাব আল শোর্তার বিপক্ষে ১-১ গোলে ড্র করে আল নাসর। দলের এই ব্যর্থতার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই পর্তুগিজ কোচ লুই কাস্ত্রোকে ছাঁটাইয়ের খবর পাওয়া যায়।
বুধবার তার স্থলাভিষিক্ত হয়েছেন এসি মিলানের সাবেক কোচ স্তেফানো পিওলি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পিওলির সঙ্গে চুক্তির বিষয়ে নিশ্চিত করেছে আল নাসর কর্তৃপক্ষ।
আরও পড়ুন: রোনালদোর আল নাসরকে গুঁড়িয়ে সৌদি সুপার কাপ জিতল আল হিলাল
ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘পিওলি এখন নাসরাউই। নতুন কোচ হিসেবে স্তেফানো পিওলিকে আমরা স্বাগত জানাই।’
এদিকে, স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, তিন বছরের চুক্তিতে সৌদি ক্লাবটির দায়িত্ব নিয়েছেন ৫৮ বছর বয়সী এই কোচ।
২০২১-২২ মৌসুমে এসি মিলানকে সেরি-আ চ্যাম্পিয়ন করেন পিওলি। সেবার ইতালির সেরা কোচও নির্বাচিত হন তিনি। এরপর এই ইতালিয়ান ট্যাকটিশিয়ানের তত্ত্বাবধায়নে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলে ক্লাবটি। তবে লিগে গত মৌসুমে সুবিধা করতে না পারায় চলতি বছরের মে মাসে মিলানের চাকরি হারান তিনি। এরপর থেকে ফ্রি এজেন্ট ছিলেন এই কোচ।
শুধু এসি মিলান নয়, ইতালিতে পিওলিও কোচিং ক্যারিয়ার আরও সমৃদ্ধ। এসি মিলান ছাড়াও লাৎসিও, ইন্টার মিলান ও ফিওরেন্তিনায় দায়িত্ব পালন করেছেন তিনি। তবে এবারই প্রথম কোচিং করাতে দেশের বাইরে পাড়ি জমাচ্ছেন তিনি।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে আল নাসর ক্যারিয়ার শুরু করবেন এই ইতালিয়ান কোচ।
আরও পড়ুন: রোনালদোর অর্জনের মুকুটে আরও একটি পালক
৪৬৬ দিন আগে
গিটেন্সের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের শুভসূচনা
বায়ার্ন মিউনিখের পর চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরু করেছে আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। বেলজিয়ামের ক্লাব ব্রুজের বিপক্ষে তাদেরই মাঠ থেকে জিতে ফিরেছে নুরি সাহিনের শিষ্যরা।
চ্যাম্পিন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচে স্থানীয় সময় বুধবার রাতে ক্লাব ব্রুজের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে গত মৌসুমের রানার্স-আপ বরুশিয়া ডর্টমুন্ড।
এদিন তিনটি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৭৬ ও ৮৬তম মিনিটে ক্লাবটির ২০ বছর বয়সী ইংলিশ উইঙ্গার জ্যামি গিটেন্স জোড়া গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ডর্টমুন্ডের গিনি স্ট্রাইকার সেরিউ গিরাসি। দুই গোলদাতাই বদলি নেমে ম্যাচের পার্থক্য গড়ে দেন।
আরও পড়ুন: ইন্টার মিলানের বিপক্ষে শুরুতেই সিটির হোঁচট
এদিন নিজেদের মাঠেও ডর্টমুন্ডের আক্রমণে কোণঠাসা হয়ে ছিল ক্লাব ব্রুজ। ম্যাচজুড়ে ডর্টমুন্ডের ৬৩ শতাংশ সময় বলের দখলের বিপরীতে তাদের পায়ে বল ছিল মাত্র ৩৭ শতাংশ। তবে আক্রমণে সফরকারীদের পেছনে ফেলে দলটি। ১৯ শটের পাঁচটি লক্ষ্যে রাখলেও গোল আদায় করতে পারেনি ক্লাব ব্রুজ, অন্যদিকে ১৭টি শটের ৬টি লক্ষ্যে রেখে তার তিনটি থেকে গোল পেয়েছে ডর্টমুন্ড।
তবে নিজেদের জাল অক্ষত রাখায় বড় অবদান ছিল ডর্টমুন্ড গোলরক্ষক গ্রেগর কোবেলের। প্রতিপক্ষের বেশ কয়েকটি দারুণ শট ঠেকিয়ে দলের জয় নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই গোলরক্ষক।
দ্বিতীয় রাউন্ডে আগামী ১ অক্টোবর ঘরের মাঠে সেল্টিককে আতিথ্য দেবে ডর্টমুন্ড। অপরদিকে, পরের দিন প্রথম জয়ের খোঁজে অস্ট্রিয়ান ক্লাব স্ট্রাম গ্রাৎসের মাঠে খেলতে নামবে ক্লাব ব্রুজ।
আরও পড়ুন: পিএসজিকে ৯০ মিনিট ঠেকিয়ে রেখেও ব্যর্থ জিরোনা
বুধবার দিনের অপর ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এছাড়া পার্ক দে প্রান্সে পিএসজিকে ৯০ মিনিট আটকে রাখলেও শেষ সময়ের গোলে জিরোনার বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টের জয় পেয়েছে প্যারিসের ক্লাবটি। আর সেল্টিক পার্কে গিয়ে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাতিস্লাভা।
এর আগে, প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় অস্ট্রিয়ান ক্লাব রেডবুল জালসবুর্গকে ৩-০ গোলে হারায় চেক প্রজাতন্ত্রের ক্লাব স্পার্তা প্রাহা। অন্য ম্যাচটি গোলশূন্য ড্র করে ইতালির বোলোনিয়া ও ইউক্রেনের শাখতার দোনেৎস্ক।
প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। এদিন বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় ডাচ ক্লাব ফেয়েনুর্ডের বিপক্ষে মাঠে নামবে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ের লেভারকুজেন।
পরে রাত ১টায় ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তার মাঠে খেলতে নামবে আর্সেনাল, আতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেবে লাইপসিগ এবং মোনাকোর মুখোমুখি হবে হান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়ার আভাস দেওয়া বার্সেলোনা।
আরও পড়ুন: নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে গোল করেই ইউভেন্তুসের ‘তরুণ তুর্কির’ রেকর্ড
৪৬৬ দিন আগে
পিএসজিকে ৯০ মিনিট ঠেকিয়ে রেখেও ব্যর্থ জিরোনা
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও পিএসজিকে গোল করতে দিল না লা লিগায় গত মৌসুমে অসাধারণ পারফর্ম করে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসা জিরোনা। তবে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোলরক্ষকের ভুলে হতাশা নিয়ে ঘরে ফিরতে হলো স্প্যানিশ ক্লাবটির।
চ্যাম্পিন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচে পার্ক দে প্রান্স স্টেডিয়ামে স্থানীয় সময় বুধবার রাতে জিরোনার বিপক্ষে ১-০ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে লুইস এনরিকের পিএসজি।
এদিন এক দশকেরও বেশি সময় পর বড় কোন তারকা ছাড়াই প্রথমবারের মতো ইউরোপের এলিট প্রতিযোগিতায় খেলতে নামে পিএসজি। এর আগে জ্লাতান ইব্রাহিমোভিচ, এদিনসন কাভানি, নেইমার, এমবাপ্পে ও লিওনেল মেসির মতো মহাতারকারা পিএসজির হয়ে ইউরোপসেরার এই অঙ্গনে মাঠ মাতিয়েছে।
এছাড়া রিয়াল মাদ্রিদে নাম লেখানোর ফলে ৭ বছর পর এমবাপ্পেকে ছাড়া এদিন মাঠে নামে ক্লাবটি। তবে নতুন যুগের শুরুতেই হোঁচট খেতে বসেছিল লুইস এনরিকের শিষ্যরা।
আরও পড়ুন: ইন্টার মিলানের বিপক্ষে শুরুতেই সিটির হোঁচট
অন্যদিকে, গত মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা আর্তেম দবভিক, উইঙ্গার স্যাভিনিয়ো ও রাইট ব্যাক ইয়ান কুতোর মতো তারকা খেলোয়াড়দের ছাড়াই পিএসজিকে মোকাবিলা করতে মাঠে নামে জিরোনা। অথচ এই দলটির রক্ষণের কাছে হার মানতে বসেছিল পিএসজি।
ম্যাচের প্রথমার্ধে বলার মতো তেমন কোনো আক্রমণই শানাতে পারেনি পিএসজির খেলোয়াড়রা। এমনকি ৩৪তম মিনিটে বিরক্ত হয়ে নিজেদের খেলোয়াড়দের উদ্দেশে অপমানজনক শিষ দিতে থাকে ঘরের মাঠের দর্শকরা।
বিরতির পর যদিও আক্রমণে গতি বাড়ায় পিএসজি, তবে জিরোনার রক্ষণের সামনে বারবার খেই হারিয়ে ফেলছিল তারা। শেষের দিকে মনে হচ্ছিল যে, পিএসজির মাঠ থেকে ১ পয়েন্ট নিয়েই ফিরবে মিচেল সানচেজের দল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে গড়বড় করে বসেন দলটির গোলরক্ষক পাউলো গাস্সানিয়া।
বাঁ পাশে বক্সের মধ্যে থেকে নুনো মেন্দেস জিরোনা গোলরক্ষকের হাত ও পায়ের মাঝ দিয়ে বল জালে জড়িয়ে দিলে অবশেষে জয় নিয়ে স্বস্তিতে মাঠ ছাড়ে পিএসজি।
আরও পড়ুন: অভিষেক ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদের ইতিহাসের পাতায় এন্দ্রিক
ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন পিএসজি মিডফিল্ডার ভিটিনিয়া।
তিনি বলেন, ‘আমরা যে মোটেও ভালো খেলিনি, তা স্বীকার করতে হবে। বলের ওপর নিয়ন্ত্রণ রাখতেই আমরা বারবার ব্যর্থ হয়েছি। আজকের ম্যাচে জিরোনাকে অবশ্যই বাহবা দিতে হয়, তবে কোন কোন জায়গায় আমরা ভুল করলাম, সেদিকে নিজেদের মনোযোগ দেওয়া জরুরি।’
দিনের অপর ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এছাড়া ক্লাব ব্রুজকে তাদের মাঠেই ৩-০ ব্যবধানে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। আর সেল্টিক পার্কে গিয়ে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাতিস্লাভা।
এর আগে, প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় অস্ট্রিয়ান ক্লাব রেডবুল জালসবুর্গকে ৩-০ গোলে হারায় চেক প্রজাতন্ত্রের ক্লাব স্পার্তা প্রাহা। অন্য ম্যাচটি গোলশূন্য ড্র করে ইতালির বোলোনিয়া ও ইউক্রেনের শাখতার দোনেৎস্ক।
আরও পড়ুন: ৯-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের একগাদা রেকর্ডে বায়ার্ন মিউনিখ
প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। এদিন বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় ডাচ ক্লাব ফেয়েনুর্ডের বিপক্ষে মাঠে নামবে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ের লেভারকুজেন।
পরে রাত ১টায় ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তার মাঠে খেলতে নামবে আর্সেনাল, আতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেবে লাইপসিগ এবং মোনাকোর মুখোমুখি হবে হান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়ার আভাস দেওয়া বার্সেলোনা।
৪৬৬ দিন আগে
ইন্টার মিলানের বিপক্ষে শুরুতেই সিটির হোঁচট
ম্যাচের বেশিরভাগ সময় বলের দখল রেখে প্রতিপক্ষের ডি বক্সের সামনে ভীতি ছড়াল ম্যানচেস্টার সিটি, কিন্তু জমাট রক্ষণে শেষ পর্যন্ত তাদের আটকেই রাখল ইন্টার মিলান। ফলে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই ঘরের মাঠে পয়েন্ট খুইয়ে যাত্রা শুরু করল পেপ গার্দিওলার দল।
চ্যাম্পিন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে স্থানীয় সময় বুধবার রাতে ২০২২-২৩ মৌসুমের ফাইনালিস্ট ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র করে সেবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
গোলের উদ্দেশে মোট ২২ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখলেও তা থেকে একবারও জালের দেখা পায়নি সিটির খেলোয়াড়রা। অপরদিকে, ইতালি চ্যাম্পিয়নরা মোট শট নে ১৩টি, এর মধ্যে মাত্র তিনবার তারা সিটি গোলরক্ষকের পরীক্ষা নিতে পারে।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের মাঠে লড়াই করেও হারল স্টুটগার্ট
এদিন ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ধীরগতিতে আক্রমণ তৈরির চেষ্টা করতে থাকে সিটি। অন্যদিকে, ধৈর্য্য ধরে সিটি যাতে হঠাৎ আক্রমণে না উঠতে পারে, সে বিষয়ে সজাগ থেকে রক্ষণে মনোযোগ দেয় ইন্টার। তবে বল পেলেই আক্রমণে ওঠার চেষ্টা করছিল তারা।
এরই ধারাবাহিকতায় ষষ্ঠ মিনিটে আক্রমণে উঠে প্রথম গোল শেট নেন ইন্টারের মার্কাস থুরাম। দুই মিনিট পর শট নেন সিটির আর্লিং হালান্ড। তবে দুটি শটটি ঠেকিয়ে দেন দুই গোলরক্ষক।
এরপর বেশ কিছুক্ষণ আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দল। তবে ১৯তম মিনিটে ভালো একটি আক্রমণে উঠে গোলের সম্ভাবনা তৈরি করে সিটি। ইন্টারের বক্সের সামনে বল নাড়াচাড়া করতে করতে বক্সের মধ্যে ক্রস বাড়ান সিটির তরুণ ব্রাজিলীয় উইঙ্গার স্যাভিনিয়ো, হেডারে তা থেকে গোল পাওয়ার চেষ্টাও করেন হালান্ড। তবে শেষ মুহূর্তে লাফিয়ে উঠে বল ক্রসবারের উপর দিয়ে বের করে দেন ইন্টার মিলানের সুইস গোলরক্ষক ইয়ান জমার।
২৪তম মিনিটে বক্সের মধ্যে ডি ব্রুইনের বাড়ানো উড়ন্ত ক্রস ধরে লক্ষ্যভেদ করার চেষ্টা করেন স্যাভিনিয়ো, তবে তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এ সময় ইন্টার পূর্ণ রক্ষণাত্মক ফুটবল খেলা শুরু করলে তাদের ডি বক্সের সামনে বল নিয়ে বারবার সুযোগ খুঁজতে থাকে সিটি। তবে সিমিওনে ইনজাগির শিষ্যদের তিন স্তরের রাক্ষণ ভেদ করে কোনোভাবেই তেমন কোনো বিপদ তৈরি করতে পারছিলেন না ডি ব্রুইনে-হালান্ডরা।
এরইমাঝে ম্যাচের আধঘণ্টা পার হলে পাল্টা আক্রমণে উঠে দুবার সিটির জালে বল জড়ানোর চেষ্টা করে মিলানের নীল দলটি। তবে দুবারই তাদের শট প্রতিহত করেন সিটি গোলরক্ষক এদেরসন।
আরও পড়ুন: শুরুতে এগিয়ে গিয়েও লিভারপুলে বিধ্বস্ত এসি মিলান
৩৫তম মিনিটে ভালো একটি আক্রমণে গিয়ে ইন্টারের রক্ষণ কিছুটা এলোমেলো করে দিয়ে শেষে শট নেন হালান্ড। তবে তার শট দূরের পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়।
৩৭তম মিনিটে বক্সের মধ্যে জটলার ভেতর থেকে গোল খোঁজে সিটি, তবে এবারও ইন্টারের রক্ষণে তাদের আক্রমণে প্রতিহত হয়।
প্রথমার্ধের শেষ দশ মিনিটে খেলায় কিছুটা গতি বাড়ায় সিটি, কিন্তু কোনোভাবেই ইন্টারের জমাট রক্ষণ ভেদ করতে না পেরে স্কোরলাইন ০-০ রেখেই বিরতিতে যায় দুই দল।
৪৬৬ দিন আগে
অভিষেক ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদের ইতিহাসের পাতায় এন্দ্রিক
নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই স্টুটগার্ট বর্তমান ও রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের যে প্রতিদ্বন্দ্বিতা দিয়েছে, তাতে জয় পেতে ঘাম ছুটে গেছে লস ব্লাঙ্কোসদের। এর মাঝেও অবশ্য স্বস্তির জায়গা বের করে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবেউতে সেবাস্তিয়ান হোয়েনেসের শিষ্যদের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ২০ সেকেন্ডের মধ্যেই রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে অভিষিক্ত কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় টুর্নামেন্টের সফলতম ক্লাবটি। এরপর ৬৮তম মিনিটে স্টুটগার্টকে সমতায় ফেরান ডেনিস উনডাভ। তবে ৮৩তম মিনিটে আন্টোনিও রুয়েডিগার এবং যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচেই গোল করে দলের জয় নিশ্চিত করেন এন্দ্রিক।
ম্যাচের শেষ স্পর্শেই গোল করে আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন দুদিন আগে নিজের বিয়ের খবর প্রকাশ করা ব্রাজিলীয় ফরোয়ার্ড এন্দ্রিক।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের মাঠে লড়াই করেও হারল স্টুটগার্ট
ম্যাচের ৮০তম মিনিটে বেলিংহ্যামের বদলি নেমে এন্দ্রিক যখন এই কীর্তি গড়ছেন, সে সময় তার বয়স ১৮ বছর ৫৮ দিন। এই গোলে ২৯ বছর আগে গড়া রাউলের অভিষেক ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
১৯৯৫ সালে হাঙ্গেরির ক্লাব ফেরেঙ্কভারোসের বিপক্ষে ৬-১ ব্যবধানে জয়ের দিন অভিষিক্ত হয়েই স্কোরবোর্ডে নিজের নাম তোলেন স্পেন ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফরোয়ার্ড রাউল গঞ্জালেস। সেদিন তার বয়স ছিল ১৮ বছর ১১৩ দিন। তার চেয়ে ৫৫ দিন কম বয়সেই মাদ্রিদের ক্লাবটির সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন এন্দ্রিক।
দারুণ এই রেকর্ডগড়া গোলটি করার বিষয়ে ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, ভিনিকে (ভিনিসিউস) পাস দেব, কিন্তু পরে দেখলাম, আমি নিজেও শট নিতে পারি। তো শটটি নিলাম, আর তা জালে ঢুকে গেল (হাসি)।’
আরও পড়ুন: ৯-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের একগাদা রেকর্ডে বায়ার্ন মিউনিখ
তার এই গোল নিয়ে ম্যাচ শেষে সতীর্থ রদ্রিগো বলেন, ‘ও যা করল, অন্য কেউ হলে তা করার সাহসই পেত না।’
‘এন্দ্রিককে নিয়ে আমি ভীষণ খুশি। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের জার্সিতে গোল সবসময়ই বিশেষ কিছু।’
গোলরক্ষক ও অধিনায়ক থিবো কোর্তোয়া মজা করে বলেন, ‘(শটটি নিয়ে) ও (এন্দ্রিক) দারুণ আত্মবিশ্বাস দেখিয়েছে। তবে গোলটি যদি না হতো, তাহলে ওকে খুন করে ফেলতাম।’
রিয়াল বস কার্লো আনচেলত্তি বলেন, ‘ছেলেটির মধ্যে বিশেষ কিছু আছে। ও এমন কিছু করতে পারে যা আর কেউ পারে না।’
‘এমন কিছু গুণ নিয়ে ও জন্মেছে যা স্ট্রাইকারদের আরাধ্য- কার্যকর, ফল নির্ধারণ করার দক্ষতা। সেইসঙ্গে রয়েছে শক্তিশালী ও জোরালো শট নেওয়ার সক্ষমতা।’
আরও পড়ুন: নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে গোল করেই ইউভেন্তুসের ‘তরুণ তুর্কির’ রেকর্ড
গোলে শট নেওয়া প্রসঙ্গে কোচ বলেন, ‘ওই মুহূর্তে ওদের এক খেলোয়াড়ের বিপরীতে আমাদের তিনজন (ভিনি, রদ্রিগো ও এন্দ্রিক) এগোচ্ছিল। দুই উইংয়ে ভিনি ও রদ্রিগো ফাঁকা ছিল, তাই এন্দ্রিকের জন্য সহজ সমাধান ছিল ওদের দুজনের কাউকে পাস দিয়ে দেওয়া।’
‘কিন্তু ছেলেটির সাহস দেখুন, নিজেই শট নিয়ে বসল। অবশ্য গোলও সে পেয়েছে। তবে ওই পরিস্থিতিতে ওটাই সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল।’
এই গোলের মাধ্যমে রিয়ালের জার্সিতে সব মিলিয়ে দুটি গোল করলেন এন্দ্রিক। প্রথম গোলটি তিনি করেন লা লিগায় নিজের অভিষেক ম্যাচে। ওই গোলটি করেও লিগে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে গেছেন এই তরুণ ফরোয়ার্ড।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ আগামী ২ অক্টোবর ফরাসি ক্লাব লিলের বিপক্ষে। অবশ্য তার আগে ২১, ২৪ ও ২৯ সেপ্টেম্বর যথাক্রমে এসপানিওল, দেপর্তিভো আলাভেস ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে তারা। এর মধ্যে প্রথম দুটি ম্যাচ নিজেদের মাঠে খেললেও নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে মেত্রোপলিতানোয় খেলতে যাবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
আরও পড়ুন: এমবাপ্পে না পারলেও অভিষেকে গোল এন্দ্রিকের, জয়ে ফিরল রিয়াল
৪৬৭ দিন আগে
নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে গোল করেই ইউভেন্তুসের ‘তরুণ তুর্কির’ রেকর্ড
শাস্তির কারণে এক মৌসুম পর ফিরেই দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করেছে ইতালির ক্লাব ইউভেন্তুস। ডাচ লিগ চ্যাম্পিয়ন পিএসভি আইন্ডহোভেনকে হারিয়ে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করেছে থিয়াগো মোত্তার শিষ্যরা।
তুরিনের আলিয়ান্স স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে আইন্ডহোভেনের বিপক্ষে মাঠে নামে তুরিনের বুড়িরা। ম্যাচটি ৩-১ গোলে জিতেছে তারা।
ম্যাচের ২১তম মিনিটে গোল করে ইউভেন্তুসকে এগিয়ে নেন ১৯ বছর বয়সী তুর্কি ফরোয়ার্ড কেনান ইলদিস। এরপর ২৭ ও ৫২তম মিনিটে অপর গোলদুটি করেন যথাক্রমে ইউভেন্তুসের মার্কিন মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি ও ২৬ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার নিকোলাস ‘নিকো’ গঞ্জালেস। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে দলকে সান্ত্বনাসূচক গোলটি এনে দেন আইন্ডহোভেনের স্প্যানিশ বংশোদ্ভূত মরোক্কান উইঙ্গার ইসমায়েল সাইবারি।
যদিও একই সময়ে সুইস ক্লাব ইয়াং বয়েজ ও ইংল্যান্ডের অ্যাস্টন ভিলার মধ্যকার ম্যাচটিও শুরু হয়, তবে ইলদিসের ওই গোলটিই নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল।
আরও পড়ুন: ৯-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের একগাদা রেকর্ডে বায়ার্ন মিউনিখ
শুধু তা-ই নয়, এই গোলে চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা বনে গেছেন ইলদিস।
চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচে ১৯ বছর ১৩৬ দিন বয়সে গোল করেন এই ফরোয়ার্ড। এর মাধ্যমে ইউভেন্তুস ও ইতালির কিংবদন্তি স্ট্রাইকার আলেসান্দ্রো দেল পিয়েরোর ২৯ বছর আগে গড়া রেকর্ডটি ভেঙে তা নিজের করে নিয়েছেন ইলদিস।
১৯৯৫ সালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২০ বছর ৩০৮ দিন বয়সে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে তুরিনের ক্লাবটির হয়ে এতদিন সর্বকনিষ্ঠ গোলদাতা ছিলেন তিনিই। তবে ইউরোপের এলিট টুর্নামেন্টে খেলতে নেমেই দেল পিয়েরোরর সেই রেকর্ড ভেঙে দিয়েছেন তুরস্কের এই তরুণ প্রতিভা।
এদিন দেল পিয়েরোরর বিখ্যাত ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন ইলদিস। কিংবদন্তির রেকর্ড ভেঙে তার জার্সির যথাযোগ্য মুল্যায়ন দিয়েছেন এই ফুটবল প্রতিভা।
৪৬৭ দিন আগে
৯-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের একগাদা রেকর্ডে বায়ার্ন মিউনিখ
৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেই দুই মিনিটে দুটি গোল পরিশোধ করে দারুণভাবে ফেরার ইঙ্গিত দিয়েছিল দিনামো জাগরেব। তবে এরপরই বায়ার্ন মিউনিখের নিষ্ঠুর আক্রমণে তাদের সে আশা হারিয়ে গেল হতাশার অতলে।
জার্মানির আলিয়ান্স আরেনা স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে দুর্দান্ত বায়ার্নের কাছে ৯-২ ব্যবধানে হেরেছে ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেব।
এর ফলে লিগের পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ সূচনা হয়েছে ভিনসেন্ট কোম্পানির হাত ধরে নতুন দিনের স্বপ্ন দেখা বাভারিয়ান ক্লাবটির।
ম্যাচে একাই চার গোল করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। এছাড়া দুটি গোল করেন ক্রিস্টাল প্যালেস থেকে এই গ্রীষ্মে বায়ার্নে যোগ দেওয়া কেইনের জাতীয় দলের সতীর্থ মাইকেল অলিস। বাকি তিনটি গোল করেন রাফায়েল গেররেইরো, লেরয় জানে ও লেয়ন গোরেটস্কা।
অনদিকে, জাগরেবের হয়ে গোলদুটি করেন ক্রোয়াট ফরোয়ার্ড ব্রুনো পেতকোভিচ ও জাপানের ডিফেন্ডার তাকুইয়া ওগিওয়ারা।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের মাঠে লড়াই করেও হারল স্টুটগার্ট
বিশাল এই জয়ে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৯ গোল করার অনন্য কীর্তি গড়ল বায়ার্ন।
এছাড়া টুর্নামেন্টের ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ গোলও হয়েছে এই ম্যাচে। ২০১৬ সালের ২২ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে বরুশিয়া ডর্টমুন্ড। পোলিশ ক্লাব লেগিয়া ওয়ারশকে ৮-৪ ব্যবধানে হারানো তাদের ওই ম্যাচটিই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের ম্যাচ।
৪৬৭ দিন আগে