কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহ্যামের মতো তারকাসমৃদ্ধ আক্রমণভাগ থাকা সত্ত্বেও চলতি মৌসুমের শুরু থেকেই মাঠের খেলায় ভুগছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে সমালোনাও কম হচ্ছে না ইউরোপের সফলতম এই ক্লাবটিকে নিয়ে। তবে এসব নিয়ে একদমই ভাবছেন না রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি।
৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচ মনে করেন, ভালো খেলার চেয়ে দিন শেষে জয়টাই আসল, আর সেটিই করে চলেছে তার দল।
মৌসুমের শুরু থেকেই চোট সমস্যায় ভুগছে রিয়াল মাদ্রিদ। এছাড়া দলটির সেরা ফুটবলাররাও ফর্মে নেই। এমন দল নিয়েও সব মিলিয়ে সাত ম্যাচ খেলে এখনও অপরাজিত আনচেলত্তির দল, যেখানে পাঁচটি ম্যাচ জয়ের পাশাপাশি দুই ম্যাচ ড্র করেছে তার শিষ্যরা। সমস্যার মাঝেও ফল নিয়ে আসতে পারায় দল নিয়ে খুশি আনচেলত্তি।
লা লিগায় কাতালুনিয়ার ক্লাব এসপানিওলের বিপক্ষে শনিবার রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তার আগে সংবাদ সম্মেলেনে কথা বলেন আনচেলত্তি।
আরও পড়ুন: আক্রমণভাগে পরিবর্তন আসায় দলে ভারসাম্যের অভাব দেখছেন আনচেলত্তি
তিনি বলেন, ‘আমাদের সমর্থকরা ভালো খেলার চেয়ে ম্যাচ জয়কে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আসলে ভালো খেলা এবং ম্যাচ জেতা দুটোই দরকারি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা জয়ের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ সবাই জানে যে দল এখন নিজেদের সেরা ফর্মের অনেক দূরে রয়েছে।’
‘আমরা আমাদের সেরা অবস্থায় নেই আর ক্যালেন্ডারের শুরুতে এটা অস্বাভাবিক নয়। মৌসুম এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের (খেলায়) উন্নতি করতে হবে, কারণ ধীরে ধীরে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সামনে আসবে। তবে এই মুহূর্তে আমরা যা করছি, তাও মন্দ নয়।’
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে জুড বেলিংহ্যাম ও অরেলিয়েঁ চুয়ামেনি চোট থেকে ফিরলেও ডেভিড আলাবা, এদুয়ার্দো কামাভিঙ্গা, দানি সেবাইয়োস ও ব্রাহিম দিয়াসের মাঠে ফিরতে আরও কয়েক সপ্তাহ লাগবে বলে জানান কোচ।
আরও পড়ুন: আনচেলত্তির ‘কৌতুকে’ ভড়কে গিয়েছিলেন বেলিংহ্যাম
এ সময় ভিনিসিউস-এমবাপ্পেদের ফর্ম নিয়ে তিনি বলেন, ‘তাদের ফর্ম নিয়ে আমি ভাবছি না। কারণ ওরা একটি উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং প্রতি সপ্তাহেই তাদের উন্নতি চোখে পড়ছে। ভক্তদের প্রত্যাশা পূরণে নিজেদের সেরা অবস্থায় ফিরতে তাদের খুব বেশি সময় লাগবে না।’
‘আর সমালোচনা? আসলে আমি এ নিয়ে ভাবছিই না, কারণ আমাদের সমর্থকরা (দলের পারফরম্যান্সে) খুশি।’
আনচেলত্তি বলেন, ‘আমার মতে সুন্দর ফুটবল নির্ভর করে খেলোয়াড়দের খেলোয়াড়ি বৈশিষ্ট্যের ওপর- আক্রমণে ওঠো, রক্ষণ ভালোভাবে সামলাও, কাউন্টারে আরও ধারালো হও। তবে এ নিয়ে একেক দলের দর্শন একেক রকম।’
লা লিগায় পঞ্চম রাউন্ডের খেলা শেষে তিনটি জয় ও দুটি ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তিনটি জয় ও দুটি ড্রয়ে রিয়াল মাদ্রিদের সমান ১১ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। এছাড়া সমান পারফর্ম করেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়ারিয়াল।
তবে পাঁচ ম্যাচের পাঁচটিই জিতে নতুন মৌসুমে দুর্দান্ত শুরু করেছে বার্সেলোনা। পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে তাই পয়েন্ট টেবিলের চূড়ায় রয়েছে হান্সি ফ্লিকের দল।