খেলাধুলা
বুন্দেসলিগায় অজেয় থাকার অনন্য কীর্তি গড়ল লেভারকুজেন
আগামী মৌসুমে বুন্দেসলিগায় থাকছে তো লেভারকুজেন? চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ কি তারা আসলেই পাবে? বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের ১১ বছরের আধিপত্যের অবসান কি করতে পারবে ক্লাবটি? বায়ার্নকে হারাতে পারবে তো তারা? অপরাজিত থেকে মৌসুম শেষ করার স্বপ্ন কি তাদের পূরণ হবে?
একে একে সবগুলো প্রশ্নের জবাব দিয়ে জয়যাত্রার এক অনন্য কীর্তি গড়েছে শাবি আলোনসোর বায়ের লেভারকুজেন। বুন্দেসলিগার সবগুলো ম্যাচ অপরাজিত থেকে জার্মানির টপ ফ্লাইটে প্রথমবারের মতো কোনো দল হিসেবে ‘অপরাজিত চ্যাম্পিয়ন’ হওয়ার গৌরব অর্জন করেছে তারা। ১১ বছর ধরে লিগ চ্যাম্পিয়ন হলেও এমন কীর্তি গড়তে পারেনি তারকাখচিত বায়ার্ন মিউনিখ।
এর ফলে ক্লাবের ১২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো জার্মান লিগ চ্যাম্পিয়ন হয়েছে তারা। ৩৮ ম্যাচের ২৮টিতেই জয় পেয়েছে লেভারকুজেন; ড্র করেছে মাত্র ৬টিতে। ৯০ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হলেও ৫ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে তারা।
তবে শিরোপা নিশ্চিত করার পরই জয়ের ক্ষুধা মরে যায়নি ফ্লোরিয়ান ভিয়ার্টস-জেরেমি ফ্রিম্পংদের। বরং তার পর থেকেই একের পর এক রেকর্ড অতিক্রম করে চলেছে দলটি।
গত সপ্তাহে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে লেভারকুজেন। গতরাতে আউগসবুর্গের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর সে সংখ্যাটা এখন ৫১
তাদের সামনে এখন উঁকি দিচ্ছে আরও দুর্বার কিছু করে দেখানোর সম্ভাবনা। লিগে সফল পথচলা থামলেও চলতি মৌসুমে আরও দুটি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে শাবির শিষ্যরা।
আগামী ২৩ মে আতালান্তার বিপক্ষে ইউরোপা লিগ এবং ৩ দিন পর কাইজারস্লাউটার্নের বিপক্ষে জার্মান কাপের ফাইনালে লড়বে অ্যালেক্স গ্রিমালদো-প্যাট্রিক শিক-ভিক্তর বনিফেসদের লেভারকুজেন। ওই দুই শিরোপা নির্ধারণী ম্যাচ জিতলে এমন উচ্চতায় উঠবে জার্মার্নির এই দলটি, যা আগে কেউ কখনও করে দেখাতে পারেনি। ইউরোপীয় ফুটবলের প্রথম দল হিসেবে সব প্রতিযোগিতায় অপরাজিত থেকে মৌসুম শেষ করবে লেভারকুজেন।
তাই ভক্ত-সমর্থক থেকে শুরু করে দর্শক, ফুটবলবোদ্ধা ও সমালোচকরা আবারও একটি প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকবে- লেভারকুজেন কি ‘নেভারলুজেন’ হতে পারবে?
৫৮৮ দিন আগে
চেলসিতেই যাচ্ছেন মেসিনিয়ো!
নাম উইলিয়ান এস্তেভিয়াও। ডাক নামটি আর আর্ষণীয়, ‘মেসিনিয়ো’ অর্থাৎ ছোট মেসি। ১৭ বছরেই মেসির সঙ্গে তুলনা পাওয়া ব্রাজিলিয়ন তরুণ এস্তেভিয়াওকে পেতে ইউরোপের বড় বড় ক্লাবগুলো টানাটানি শুরু করেছিল বলে শোনা গেছে আগেই। তবে সে প্রতিযোগিতায় ইংলিশ ক্লাব চেলসি জিতে গেছে।
ইতোমধ্যে এস্তেভিয়াওয়ের সঙ্গে চেলসির মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানো। এমনকি চেলসির দেওয়া ৬৫ মিলিয়ন ইউরো (৪০+২৫) ফিয়ের প্রস্তাবটিও মেসিনিয়োর বর্তমান ক্লাব পালমেইরাস গ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি।
এক্স পোস্টে রোমানো আরও জানিয়েছেন, চেলসির লিখিত চুক্তিপত্রে সই করতে মুখিয়ে আছে এস্তেভিয়াও ও পালমেইরাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন: মেসি-বার্সা চুক্তির সেই বিখ্যাত টিস্যু বিক্রি হলো ১১ কোটি টাকায়
তবে এখনই প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দিতে পারছে না উইলিয়ান। বয়স ১৮ হওয়ার পর ২০২৫ সালে লন্ডনের ক্লাবটিতে যাবে সে। চেলসির সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হতে চলেছে এস্তেভিয়াও।
এস্তেভিয়াওয়ের ব্যাপারে দুই ক্লাব সম্মত হওয়ার দিন দশেক আগেই ব্যক্তিগতভাবে চেলসিতে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি দেয় সে। চুক্তিটি পাকাপাকি করতে গত কয়েকদিন ধরে ব্রাজিলে অবস্থান করছিলেন চেলসির কয়েকজন কর্মকর্তা।
সৃজনশীলতা, অসাধারণ ড্রিবলিং ও খেলার ধরনের জন্য দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা ফুটবল প্রতিভা হিসেবে আত্মপ্রকাশ করেছে এস্তেভিয়াও। ব্রাজিলের হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নেয় এই সেলেসাও যুবা। সেখানেও বল পায়ে আলো ছড়ায় সে।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে ‘ভিএআর’ বাদ দেওয়ার প্রস্তাব
এর আগে ১৭ বছর বয়সী এই ফুটবল প্রতিভাকে দলে টানতে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও পিএসজির মতো ইউরোপের বাঘা বাঘা দলগুলোর আগ্রহের কথা শোনা গিয়েছিল। এমন গুঞ্জনও ছড়িয়েছিল যে, বার্সেলোনার সঙ্গে মৌখিক চুক্তি সেরে ফেলেছে সে। তবে কাতালুনিয়ার ক্লাবটি আর্থিক দুর্দশার কারণে সে গুঞ্জন থেমে যায়। পরে চেলসির সঙ্গে তার সম্পর্কের অগ্রগতির কথা চাউর হয়।
অবশেষে স্ট্যামফোর্ড ব্রিজই হতে চলেছে তার ঠিকানা।
৫৮৮ দিন আগে
মেসি-বার্সা চুক্তির সেই বিখ্যাত টিস্যু বিক্রি হলো ১১ কোটি টাকায়
২০০০ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিশ্ব ফুটবলের সেরা ফুটবলারদের অন্যতম আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ২১ বছর পর প্রাণের সেই ক্লাব ছেড়ে প্যারিস ঘুরে এখন তিনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা; খেলছেন ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামির হয়ে।
ফুটবল ক্লাব বার্সেলোনার সঙ্গে তার সম্পর্ক শেষ হয়েও যেন হয় না। বারবার ঘুরেফিরে তার সঙ্গে জড়িয়ে যায় বার্সেলোনার নাম। এবার ক্যারিয়ার শুরুর একেবারে প্রথম ঘটনাটি নিয়ে খবরের শিরোনাম হয়েছেন মেসি।
২০০০ সালের ১৮ ডিসেম্বর বার্সেলোনার সঙ্গে যখন চুক্তিবদ্ধ হন, তখন মেসির বয়স মাত্র ১৩। আর্জেন্টিনার এ বিস্ময় বালকের খেলা দেখে মুগ্ধ হয়ে কোনোভাবেই তাকে সেদিন হাতছাড়া করতে চাননি ক্লাবটির কর্তাব্যক্তিরা। তাই সঙ্গে সঙ্গে মেসির বাবাকে দিয়ে দেন প্রস্তাব। হোর্গে মেসি ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে সেদিন বার্সার প্রস্তাবে সায় দেন। আর তড়িঘড়ি করে হাতের কাছে থাকা একটি টিস্যু পেপারের ওপরই চুক্তির প্রাথমিক বিষয়বস্তু লিখে সই করিয়ে নেয় ক্লাব কর্তৃপক্ষ। এরপর ছোট্ট লিওনেলের ক্যাম্প ন্যুতে আসা ও একের পর এক ইতিহাস সৃষ্টির সঙ্গী হয়েছে পুরো ফুটবল দুনিয়া।
আরও পড়ুন: শেষ লগ্নেও মায়া ছড়িয়ে চলেছেন মেসি রোনালদো
এবার আলোচনার জন্ম দিয়েছে সেই টিস্যু পেপারটি। প্রাথমিক ওই চুক্তিপত্রে সই করেছিলেন বার্সেলোনার সাবেক ফুটবলার ও তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাচ, বিশ্বখ্যাত এজেন্ট হোসে মারিয়া মিঙ্গেলা ও হোরাসিও হাগিওলি। এতদিন হাগিওলির হেফাজতে থাকা সেই টিস্যু পেপারটি এবার নিলামে উঠেছে।
হাগিওলির পক্ষে ঐতিহাসিক এই চুক্তিপত্রটি অনলাইনে নিলামে তোলে লন্ডনের নিলামকারী প্রতিষ্ঠান বনহ্যামস। এটির প্রাথমিক দাম হাঁকানো হয় ৩ লাখ পাউন্ড। নিলামে ওঠার পর তা ৭ লাখ ৬২ হাজার ৪০০ পাউন্ডে (১১ কোটি ৩৪ লাখ টাকা প্রায়) বিক্রি হয়েছে।
৫৯০ দিন আগে
বিপিএল ফুটবল: ব্রাদার্সকে ৭-১ গোলে উড়িয়ে দিল ঢাকা আবাহনী
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল ২০২৩-২৪ এর রানার্সআপ পর্বে ঢাকা আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান এসসির মধ্যকার রানার্সআপ লড়াই দেশের দুটি ভিন্ন ভেন্যুতে হয়েছে। তবে দিনের খেলা শেষে লড়াইটি উত্তেজনাপূর্ণ পর্যায়ে চলে গেছে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার(১৭ মে) বিকেলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ৭-১ গোলে হারিয়ে লিগ রানার্সআপ হয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিকালের আরেক ম্যাচে নিচের সারির রহমতগঞ্জ এমএফএসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে চলতি লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর চেয়ে আধিপত্য হারিয়েছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান এসসি।
এর আগে গত শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) ফুটবলে ঢাকা মোহামেডান এসসিকে ২-১ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস।
আরও পড়ুন: জয়ের ধারায় ছেদ পড়ল ‘মেসিবিহীন’ ইন্টার মায়ামির
বসুন্ধরা কিংস ১৫ ম্যাচের তিন ম্যাচ বাকি থাকতেই ৪০ পয়েন্ট অর্জন করেছে এবং ঢাকা আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান এসসি ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট করে নিয়ে রানার্সআপ হওয়ার জন্য লড়াই মাঠে নামছে।
গোপালগঞ্জে সেন্ট ভিনসেন্টের স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্ট ধানমন্ডির দল আবাহনী লিমিটেডের হয়ে হ্যাটট্রিক করেছেন যথাক্রমে ৭০, ৮৬, ৯০ ও ৯০+৪ মিনিটে।
আবাহনীর হয়ে ১০ ও ৬৪ মিনিটে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন ব্রান্দাও এবং ৯০+২ মিনিটে বাকি গোলটি করেন স্থানীয় মিডফিল্ডার মেরাজ হোসেন অপি।
গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়নের হয়ে ৭৯ মিনিটে পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক গোলটি করেন উজবেক ডিফেন্ডার নদিরবেক মাভলোনভ।
ম্যাচের ৫০ মিনিটে গাম্বিয়ান ডিফেন্ডার পেপে মুসা ফায়ে সরাসরি লাল কার্ড পাওয়ায় ১০ জনের দলে আটকে যায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব।
ময়মনসিংহে ঢাকা মোহামেডান এসসির হয়ে জোড়া গোল করেন মালির স্ট্রাইকার কাম ক্যাপ্টেন সৌলেমানে দিয়াবাতে।
৯০+৫ মিনিট এবং ৬ মিনিটে মোহামেডান এসসির হয়ে অন্য গোলটি করেন জাফর ইকবাল।
রহমতগঞ্জ এমএফএসের হয়ে ৪২ ও ৬৫ মিনিটে জোড়া গোল করেন ঘানার স্ট্রাইকার স্যামুয়েল কোনি এবং ৩৪ মিনিটে আর্নেস্ট বোয়াটেং বাকি গোলটি করেন।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার বিকালে লিগ পর্বের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও স্বাগতিক শেখ রাসেল কেসির মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
১১ মিনিটের মাথায় গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড শন পল এবং ৭৩ মিনিটে শেখ রাসেল কেসির হয়ে সমতা ফেরান নাইজেরিয়ান ডিফেন্ডার গানিয়ু আতান্দা।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে ‘ভিএআর’ বাদ দেওয়ার প্রস্তাব
৫৯০ দিন আগে
প্রিমিয়ার লিগে ‘ভিএআর’ বাদ দেওয়ার প্রস্তাব
ইংলিশ প্রিমিয়ার লিগে গত কয়েক মৌসুম ধরে বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার অভিযোগে বেশ অসংখ্যবার খবরের শিরোনাম হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। তাই আগামী মৌসুম থেকে ম্যাচ পরিচালনা আরও নিখুঁত করতে আবিষ্কৃত এই প্রযুক্তিটি বাদ দেওয়ার দাবি উঠেছে।
বুধবার (১৫ মে) প্রিমিয়ার লিগের পরিচালনা পর্ষদে এ বিষয়ে একটি প্রস্তাব জমা দেয় উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। এ প্রস্তাবের ওপর আগামী ৬ জুন ক্লাবগুলো ভোট দেবে।
আরও পড়ুন: জয়ের ধারায় ছেদ পড়ল ‘মেসিবিহীন’ ইন্টার মায়ামির
লিখিত ওই প্রস্তাবে তারা বলেছে, ‘প্রিমিয়ার লিগে ভিএআর যুক্ত করার ৫ মৌসুম পর এর ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক ও সমালোচনামূলক বিতর্কের সময় এসেছে।
‘আমাদের অবস্থান হলো, ভুলের পরিমাণ সামান্য কমাতে আমরা যে মূল্য পরিশোধ করছি, তা আমাদের খেলোয়াড়ি চেতনার পরিপন্থী। তাই ২০২৪/২৫ মৌসুম থেকে এই প্রযুক্তি সরিয়ে ফেলা উচিত।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ভিএআর-এর কারণে ফুটবল আরও নিখুঁত হওয়ার পরিবর্তে এর নেতিবাচক প্রয়োগ বেশি বেশি পরিলক্ষিত হচ্ছে। ফলে ফুটবল ও এর ভক্তদের মধ্যে দূরত্ব তৈরি করে, এমন প্রযুক্তি রাখাই ঠিক নয়।’
এ বিষয়ে প্রিমিয়ার লিগের একজন মুখপাত্র জানিয়েছেন, আগামী মাসের বার্ষিক সাধারণ সভায় লিগের ক্লাবগুলোর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করবে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ‘মাদ্রিদে এটা প্রায়ই হয়’- গোল বাতিল প্রসঙ্গে মুলার
তিনি বলেছেন, ক্লাবগুলো ভিএআর ব্যবহার না করার প্রস্তাব দেওয়ার অধিকার রাখে। তবে প্রিমিয়ার লিগ এ প্রযুক্তির ব্যবহারকে সমর্থন করে। সেইসঙ্গে ফুটবল ও এর ভক্তদের জন্য এ প্রযুক্তির উন্নয়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, ‘এটি সরিয়ে নিলে মাঠের রেফারির ভুল সিদ্ধান্তে বরং ভক্ত-সমর্থকরা আরও বেশি হতাশ হবে। এ ধরনের সিদ্ধান্ত প্রিমিয়ার লিগের সুনাম নষ্ট করতেও ভূমিকা রাখবে।’
মাঠের রেফারিকে জটিল পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে ২০১৯ সালে প্রিমিয়ার লিগে ভিএআর চালু হয়। তবে সিদ্ধান্ত দিতে সময়ক্ষেপণ ও ভুল সিদ্ধান্ত দেওয়ার কারণে শুরু থেকেই সমালোচনা থেকে দূরে সরতে পারেনি এই প্রযুক্তি ও এর নেপথ্যে থাকা পরিচালনাকারীরা।
গত মাসে ভিএআর ব্যবহার বন্ধ করতে সরব হয় সুইডেনের শীর্ষ লিগের ক্লাবগুলো। তাদের দাবিতে সমর্থন দিয়ে লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মৌসুম থেকে সুইডিশ লিগে ভিএআর থাকবে না।
৫৯২ দিন আগে
জয়ের ধারায় ছেদ পড়ল ‘মেসিবিহীন’ ইন্টার মায়ামির
মেজর সকার লিগে টানা পাঁচ ম্যাচ জয়ের পর সেই ধারায় ছেদ পড়েছে ইন্টার মায়ামির। অরল্যান্ডো সিটির বিপক্ষে কোনোরকমে ড্র করে হার এড়িয়েছে তারা।
বৃহস্পতিবার সকালে অরল্যান্ডোর মাঠে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। এদিন চোটের কারণে দলের সঙ্গে ছিলেন না লিওনেল মেসি।
গত শনিবার মন্ট্রিয়ালের বিপক্ষে খেলতে নেমে পায়ে চোট পান আর্জেন্টাইন সুপারস্টার। দলের পক্ষ থেকে ‘আঘাত খুব বেশি গুরুতর নয়’ বলে শুরুতে জানানো হলেও বাড়তি সতর্কতার অংশ হিসেবে তাকে অরল্যান্ডোর বিপক্ষে ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি।
আরও পড়ুন: হেরে পিএসজি অধ্যায় শেষ করলেন এমবাপ্পে
ম্যাচের শুরুতে অবশ্য মেসির অনুপস্থিতি বুঝতে দেননি লুইস সুয়ারেস ও রবার্ট টেইলর। কয়েকবারের মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষে রক্ষণ কাঁপিয়ে দেন তারা। কিন্তু অরল্যান্ডোর গোলরক্ষক পেদ্রো গাইয়েসের নৈপুণ্যে জালের দেখা পাচ্ছিল না মায়ামি। সময়ের সঙ্গে সঙ্গে মায়ামির আক্রমণের সেই ধার ক্রমেই মিলিয়ে গেছে।
অন্যদিকে, মায়ামির আক্রমণের হলকা সামলে প্রতিআক্রমণে যায় অরল্যান্ডোর খেলোয়াড়রা। শেষ পর্যন্ত গোল পোস্টের সামনে ড্রেক ক্যালেন্ডারের দৃঢ়তায় ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছেন সুয়ারেস-বুসকেটসরা।
অরল্যান্ডোর অন্তত তিনটি নিশ্চিত গোল দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ক্যালেন্ডার। অন্যদিকে, অরল্যান্ডোর গাইয়েসেও তার দলকে তিনবার বাঁচিয়েছেন।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রেফারির নাম জানাল উয়েফা
এ দিন ম্যাচের নিয়ন্ত্রণে এগিয়ে থেকেও কাজের কাজটা সারতে পারেনি মায়ামির আক্রমণভাগ। ৫৯ শতাংশ সময় বল দখলে রেখেও গোলে তাদের শট ছিল মাত্র ৭টি। অন্যদিকে, যখনই সুযোগ পেয়েছে তখনই গোল পাওয়ার চেষ্টা করেছে অরল্যান্ডো সিটি। পুরো ম্যাচে ১৪ বার গোলে শট নেয় তারা।
চলতি মৌসুমে এ নিয়ে দ্বিতীয়বার গোল পেতে বঞ্চিত হলো মায়ামি। তবে লিগে তাদের অপরাজেয় যাত্রা অব্যাহত থাকল আট ম্যাচে।
১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের টেবিলের শীর্ষে রয়েছে তারা। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে সিনসিনাটি সিটি। ফলে পরের ম্যাচে জয় পেলে শীর্ষস্থান দখল করা সুযোগ রয়েছে তাদের সামনে। আর ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে অরল্যান্ডো।
৫৯২ দিন আগে
সীমিত প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছে টাইগাররা
যুক্তরাষ্ট্র-ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে টাইগাররা। বৃহস্পতিবার শেষ রাতে বিসিবির বিশ্বকাপ দল নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেয় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
পরিবর্তিত পরিবেশে নিজেদের মানিয়ে নিতে বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর তাদের ভারত ও নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা।
আরও পড়ুন: বিশ্বকাপে সাকিব-মাহমুদউল্লাহকে ‘উপহার’ দেওয়ার আশা শান্তর
আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ডালাসে হতে যাওয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। টাইগারদের পরের ম্যাচ ১০ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কে। দ্বিতীয় ম্যাচটি হবে রাত সাড়ে ৮টায়।
পরের দুটি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে টাইগাররা। ১৩ জুন সেন্ট ভিনসেন্টে রাত সাড়ে ৮টায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুত আগামী ১৭ জুন ভোর সাড়ে ৫ টায় শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নেপাল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বিগত আসরগুলো থেকে ভালো কিছু অর্জনে বারবার ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তাই এবার প্রত্যাশায় লাগাম টেনে বিশ্বকাপ মিশনে নামবেন সাকিব-শান্তরা। অন্তত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের মত তা-ই।
আরও পড়ুন: তাসকিনকে সহ-অধিনায়ক করে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা
আসন্ন বিশ্বকাপে টাইগারদের স্কোয়াডে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদকে। দলের অন্য কোনো সদস্য ইনজুরিতে পড়লে তবেই ডাক পেতে পারেন তারা।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
৫৯২ দিন আগে
বিশ্বকাপে সাকিব-মাহমুদউল্লাহকে ‘উপহার’ দেওয়ার আশা শান্তর
বিশ্বকাপের জন্য টাইগারদের স্কোয়াডে সবচেয়ে অভিজ্ঞ নাম সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। শুধু টাইগার শিবিরে কেন, বিশ্বকাপ ক্রিকেটের ক্ষুদ্রতম এ সংস্করণে সবচেয়ে অভিজ্ঞদের তালিকায় রয়েছেন এ দুজন।
এমন দুই অভিজ্ঞ অলরাউন্ডার দলে থাকায় তাই কিছুটা বাড়তি অনুপ্রেরণা পাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবার আসন্ন বিশ্বকাপই এ দুজনের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না টাইগার অধিনায়ক। তাই বিশ্বকাপে ভালো পারফর্ম করে সাকিব ও মাহমুদউল্লাহর জন্য তা স্মরণীয় করে রাখতে চান শান্ত। এ জন্য দলের তরুণ খেলোয়াড়দের তাগিদ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: তাসকিনকে সহ-অধিনায়ক করে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৮টি আসরের সবগুলো খেলেছেন সাকিব। এবার নবম আসর খেলতে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। সাকিব ছাড়া এখন পর্যন্ত হওয়া সবকটি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া ক্রিকেটার আছেন কেবল রোহিত শর্মা। এদের পাশে আছেন মাহমুদউল্লাহও। ২০২২ বিশ্বকাপ ছাড়া ৭টি আসরেই অংশ নিয়েছেন তিনি।
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বুধবার সংবাদ সম্মেলনে এই দুজনের সম্ভাব্য শেষ বিশ্বকাপের কথা উঠতেই শান্ত বললেন, ‘আমি জানি না এটা তাদের (মাহমুদউল্লাহ ও সাকিব) শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে কি না, এটা কেবলই অনুমান।
‘তারা এত লম্বা সময় ধরে খেলছেন, তরুণ ক্রিকেটার আমরা যারা আছি, তারা অবশ্যই চেষ্টা করব তাদের ভালো স্মৃতি উপহার দিতে। ভালো একটি বিশ্বকাপ শেষ করে আমরা তাদের উপহার দিলাম…. আমাদের (তরুণদের) জন্য এটি অবশ্যই দায়িত্ব।’
আরও পড়ুন: সাইফউদ্দিনের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে বিতর্ক
সাকিব-মাহমুদউল্লাহর কাছ থেকে প্রত্যাশা জানতে চাইলে শান্ত বলেন, ‘আমরা সাকিব ভাই ও রিয়াদ ভাইয়ের কাছ থেকে বাড়তি কিছু চাই না। তারা যদি তাদের ভূমিকা অনুযায়ী পারফর্ম করতে পারেন, দল অবশ্যই সুবিধা পাবে। আমরা চাই, তারা তাদের অভিজ্ঞতা অন্য খেলোয়াড়দের মাঝে বিলিয়ে দিক, যেন দলের উন্নতি হয়।’
দলের ভারসাম্য রক্ষায় সাকিব এখনও মহাগুরুত্বপূর্ণ। ব্যাট হাতে সেরা সময় এখন আর না থাকলেও বল হাতে তাকে এখনও বলা যায় দেশের সেরা। মাহমুদউল্লাহও গত কয়েক মাসে নিজের ক্যারিয়ার পুনরুজ্জীবিত করেছেন দারুণভাবে। তাই শান্তর মতো দেশের ক্রিকেটপ্রেমীরাও বিশ্বকাপে তাদের দিকে অনেকটাই চেয়ে থাকবে।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে টপ অর্ডারের ব্যর্থতা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে: বাংলাদেশ অধিনায়ক
৫৯২ দিন আগে
সাইফউদ্দিনের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে বিতর্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে নেই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এ নিয়ে ক্রিকেট মহলে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। এক বছর বিরতির পর জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৮ উইকেট নিলেও দলে জায়গা মেলেনি সাইফউদ্দিনের।
তার পরিবর্তে স্কোয়াডে নাম উঠেছে ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবের।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, 'সাইফউদ্দিনের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আমাদের মনে হয়েছে প্রত্যাশা পূরণের জন্য তানজিমই ভালো পছন্দ।’
পিঠের ইনজুরি থেকে সেরে ওঠা সাইফউদ্দিনের ফিরে আসা ছিল দারুণ। ফরচুন বরিশালের প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
আরও পড়ুন: তাসকিনকে সহ-অধিনায়ক করে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা
জিম্বাবুয়ে সিরিজেও তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন শুধুমাত্র ফাইনাল ম্যাচে ৫০-এর রান দেওয়া ছাড়া। শেষ ম্যাচে এসে ফর্মের এই অবনমন তার বাদ পড়ার পেছনে ভূমিকা রাখতে পারে।
চট্টগ্রামে প্রথম ম্যাচে সাইফউদ্দিনের তিন উইকেট নেওয়া প্রসঙ্গে গাজী আশরাফ বলেন, 'শুধু উইকেট সংখ্যা দেখে কোনো সিদ্ধান্তে আসা যায় না। বিশেষ করে টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার সময়, পদ্ধতি ও প্রেক্ষাপট বিবেচনা করতে হবে। চট্টগ্রামে টপ অর্ডার ব্যাটাররা দ্রুত আউট হয়ে যায়।’
সিরিজে সাইফুদ্দিনের শর্ট-পিচ ডেলিভারিগুলোর অসঙ্গতির বিষয়টিও তুলে ধরেন গাজী আশরাফ। তিনি বলেন, সাইফের কিছু বল খুব নিচ দিয়ে যাচ্ছিল আর কিছু ব্যাটারদের মাথা উপর দিয়ে।
গাজী আশরাফ বলেন, 'আমরা সাইফউদ্দিনকে যে ভূমিকায় প্রয়োজন মনে করেছি, সেখানে তাকে পরীক্ষা করেছি। গত ম্যাচে আমরা মাত্র দুজন পেসার মাঠে নামিয়েছিলাম যাতে সাইফউদ্দিন পুরো চার ওভার বোলিং করতে পারে। এখন সে যদি দুটিতে বাজে বোলিং করে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।’
আরও পড়ুন: বিশ্বকাপের আগে টপ অর্ডারের ব্যর্থতা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে: বাংলাদেশ অধিনায়ক
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে আইসিসির কাছে প্রাথমিক দল জমা দিয়েছিল বাংলাদেশ। গাজী আশরাফ জানালেন, সেই দলে একমাত্র পরিবর্তন সাইফউদ্দিনের বাদ পড়া।
তানজিমকে দলে নেওয়ার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে প্রধান নির্বাচক বলেন, সাইফউদ্দিনের চেয়ে তানজিমের খেলায় ভালো মনোযোগ রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও আমরা তানজিমকে পর্যবেক্ষণ করেছি। তার মনোযোগ ও সেরা পারফরম্যান্স দেওয়ার ইচ্ছা তাকে সাইফউদ্দিনের চেয়ে এগিয়ে রেখেছিল।
বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের।
যুক্তরাষ্ট্রে পা রেখে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর নিউইয়র্কে ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে।
আরও পড়ুন: যে কারণে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণায় দেরি
৫৯৩ দিন আগে
তাসকিনকে সহ-অধিনায়ক করে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা
অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। চোটাক্রান্ত তাসকিন আহমেদের বিশ্বকাপে খেলা নিয়ে আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তাকে শান্তর সহকারী হিসেবে রাখা হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের কনফারেন্স হলে ১৫ সদস্যের বাংলাদশ দল ঘোষণা করেন টাইগারদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
তাসকিন ছাড়াও সাম্প্রতিক সময়ে অফফর্মে থাকা লিটন দাসের ওপরও আস্থা রেখেছে বোর্ড। দলে সুযোগ পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিবও।
আরও পড়ুন: যে কারণে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণায় দেরি
তবে বিপিএলে আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ের বিপক্ষে দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বাদ পড়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে উইকেট শিকার করলেও বেশ খরুচে ছিলেন সাইফুদ্দিন। ফলে নির্বাচকদের মনে জায়গা করতে পারেননি তিনি।
বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে ৩ ওপেনারসহ ৮ ব্যাটার রেখেছে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক বোর্ড। লিটন দাস, তানজিদ তামিম ও সৌম্য সরকার ছাড়াও বাকি ৫ ব্যাটার হলেন- নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে টপ অর্ডারের ব্যর্থতা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে: বাংলাদেশ অধিনায়ক
অন্যদিকে, ৪ পেসার ও সাকিবসহ ৪ স্পিনার নিয়ে সাজানো হয়েছে বোলিং আক্রমণ।
আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে। তবে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ জুন। ‘গ্রুপ অব ডেথ’ খ্যাত ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
রিজার্ভ: আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।
৫৯৪ দিন আগে