বিশ্ব
দক্ষিণ আফ্রিকায় খনি ধসে আটকা পড়েছে ৪ হাজার অবৈধ শ্রমিক
ভারী বৃষ্টিপাতের কারণে দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমের স্টিলফন্টেইন প্রদেশের একটি অব্যবহৃত খনিতে অন্তত চার হাজার অবৈধ খনি শ্রমিক আটকা পড়ে আছে।
বিষয়টি নিশ্চিত করে স্টিলফন্টেইনের প্রাদেশিক পুলিশ জানিয়েছে, বৃষ্টির কারণে উদ্ধার অভিযান বর্তমানে স্থগিত রয়েছে।
আবহাওয়া পরিষ্কার হলে উদ্ধার তৎপরতা আবার শুরু হবে বলে জানিয়েছেন স্টিলফন্টেইনের প্রাদেশিক সরকারের মুখপাত্র সাবাতা মোকগওয়াবোন।
মোকগওয়াবোন জানান, গত ২ নভেম্বর এ দুর্ঘটনা ঘটলে প্রাথমিকভাবে অর্ধশতাধিক শ্রমিক মার্গারেট শ্যাফ্ট নামের খনিটি থেকে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়। তবে মাটির নিচে এখনও অন্তত চার হাজার শ্রমিক আটকা রয়েছে।
তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থল পর্যবেক্ষণে রেখেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, ফলে অভিযান আপাতত বন্ধ রাখতে হয়েছে।’
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর গুলিতে নিহত ১৭
তিনি জানান, মঙ্গলবার উদ্ধারকারী দলের কয়েকজন সদস্য দড়ি ব্যবহার করে খনির ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা কয়েক হাজার খনি শ্রমিক এবং বেশ কয়েকজনের লাশ দেখতে পান। আটকে পড়া খনি শ্রমিকদের খাবার ও পনীয় জল সরবরাহ করেন তারা। ঘটনাস্থলে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত রয়েছেন।
খনিটি থেকে বের হয়ে আসা ৫৫ জন শ্রমিকদের সবাই অভিবাসন আইন লঙ্ঘন করে দেশটিতে আছে জানিয়ে মোকগওয়াবোন বলেন, অবৈধ অভিবাসন ও অবৈধ খনি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকায় তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, সোনার লোভে দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পশ্চিম, গাউটেং ও ফ্রি স্টেটের মতো প্রদেশগুলোতে অব্যবহৃত ও বন্ধ সোনার খনিতে অবৈধভাবে খোড়াখুড়ি অব্যহত রেখেছে অনেকে। এদের বেশিরভাগই লেসোথো ও জিম্বাবুয়ের নাগরিক। অবৈধ খনি শ্রমিকদের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে হাজার হাজার লোককে গ্রেপ্তার করেছে তারা।
৪১০ দিন আগে
পাকিস্তানে পৃথক সেনা অভিযানে ১২ সন্ত্রাসী নিহত
পাকিস্তানে দুটি পৃথক অভিযানে ১২ সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশ ও উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের কেচ জেলায় প্রথম সেনা অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক গোলাগুলি হয়। এ ঘটনায় চার সন্ত্রাসী নিহত হয়েছে।
শনিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একটি রেল স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় সেনা সদস্য ও রেলওয়েকর্মীসহ অন্তত ২৬ জন নিহত এবং প্রায় ৬২ জন আহত হওয়ার পাঁচ দিন পর বেলুচিস্তানে এই সেনা অভিযান চালানো হলো।
শনিবারের হামলার দায় স্বীকার করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) বলে, রেলস্টেশনে উপস্থিত সেনা সদস্যদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছিল।
আরও পড়ুন: পাকিস্তানে রেল স্টেশনে বিস্ফোরণ: নিহত বেড়ে ২৫
বেলুচিস্তানের স্বাধীনতা চেয়ে দীর্ঘদিন ধরে বিদ্রোহ চালিয়ে আসছে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী বিএলএ। তবে শনিবারের হামলার পর পাকিস্তানের প্রশাসন গোষ্ঠীটিকে নির্মূল করার অঙ্গীকার করে।
অন্যদিকে, আজ ভোরে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি তালেবানের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে আট জঙ্গিকে হত্যা ও ছয়জনকে আহত করেছে বলে পৃথক এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
নিহত সন্ত্রাসীরা নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি তালেবানের সদস্য, যা তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামে পরিচিত। এরা আফগানিস্তানের তালেবানের ঘনিষ্ঠ মিত্র।
বিবৃতিতে আইএসপিআর জানায়, দেশজুড়ে কোথাও কোনো সন্ত্রাসীর সন্ধান পাওয়া গেলে তাকে নির্মূল করতে নিরাপত্তাকর্মীরা ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।
৪১০ দিন আগে
শ্রীলঙ্কায় সংসদ নির্বাচনের ভোট চলছে
শ্রীলঙ্কায় সংসদীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার(১৪ নভেম্বর) ভোট দিতে কেন্দ্রগুলোতে হাজির হয়েছেন লঙ্কানরা। দেশটির এই নির্বাচনকে মার্কসবাদী নতুন প্রেসিডেন্টের দলের ক্ষমতাকে সুসংহত করা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি পূরণের মূল চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে।
ব্রিটিশ শাসন থেকে ১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করে। এর পর থেকে দ্বীপরাষ্ট্রটি শাসন করে আসছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো। চলতি বছরের ২১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে পুরোনো দলগুলোকে পেছনে ফেলে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে।
তবে দিশানায়েকের ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় বৃহস্পতিবারের নির্বাচনে তার দলের দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগ বেড়েছে।
২২৫ সদস্যের পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে হলে তার দল ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টিকে অবশ্যই উল্লেখযোগ্যভাবে ভোট বাড়াতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনে তারা যে ৪২ শতাংশ আসনে জিতেছিল। তবে ২২৫ আসনের সংসদের নিয়ন্ত্রণ নিতে হলে ন্যূনতম ১১৩টি আসবে জয় পেতে হবে।
২০১৯ সালে প্রতিষ্ঠিত এনপিপির জন্য বড় চ্যালেঞ্জ হলো দলটি শ্রীলঙ্কার রাজনৈতিক দৃশ্যপটে তুলনামূলকভাবে নবাগত। এছাড়া দলটির অনেক প্রার্থী ঐতিহ্যবাহী দলগুলোর সুপ্রতিষ্ঠিত রাজনীতিবিদদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে একেবারে নতুন মুখ।
আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে মার্ক্সবাদী দিশানায়েকের জয়
শ্রীলঙ্কার আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনি ব্যবস্থায় সংসদীয় ২২৫টি আসনের মধ্যে ১৯৬টি আসন রয়েছে। এই ব্যবস্থার অধীনে প্রতিটি জেলায় প্রাপ্ত ভোটের অনুপাত অনুসারে দলগুলোর মধ্যে আসন বণ্টন করে।
অবশিষ্ট ২৯টি আসনকে জাতীয় তালিকার আসন বলা হয়। দলগুলোর দেশব্যাপী প্রাপ্ত মোট ভোটের অনুপাত অনুসারে দল এবং স্বতন্ত্র দলগুলোর মাঝে বণ্টন করা হয়।
নির্বাচিত সংসদ সদস্য পদে ১৯৬টি আসনের বিপরীতে ৮ হাজার ৮২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জনকারী সাজিথ প্রেমাদাসা এবং তার সামাগি জানা বালাওয়েগায়া বা ইউনাইটেড পিপলস পাওয়ার পার্টি এনপিপির প্রধান প্রতিদ্বন্দ্বী।
দিশানায়েকে তার দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানোর সময় ভোটারদের সংসদে নির্বাচিত করতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন যাতে তিনি যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের জন্য তাকে একটি জোটের উপর নির্ভর করতে না হয়।
শুক্রবার নির্বাচনের ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।
শ্রীলঙ্কানদের জন্য এই নির্বাচন একটি সিদ্ধান্তমূলক সময় হিসেবে সামনে এসেছে। কারণ, সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য লড়াই করছে দেশটি। এর আগে ২০২২ সালে বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পর দেউলিয়া ঘোষণা করা হয় দ্বীপরাষ্ট্রটিকে।
আরও পড়ুন: পাকিস্তানে রেল স্টেশনে বিস্ফোরণ: নিহত বেড়ে ২৫
৪১০ দিন আগে
ট্রাম্প ক্ষমতায় আসার আগ পর্যন্ত ইউক্রেনকে সমর্থন অব্যহত রাখবে যুক্তরাষ্ট্র
কিয়েভে রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনের শেষ মাসগুলোতে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা জোরদার করতে চান।
ন্যাটো সদর দপ্তরে মিত্র দেশগুলোর দূত ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে বুধবার ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেন যাতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কার্যকরভাবে আত্মরক্ষা করতে পারে তা নিশ্চিত করতে আমরা যা করে চলেছি, তা অব্যাহত থাকবে।
রুশ বাহিনীর পাশাপাশি ইউক্রেনে উত্তর কোরিয়ার সেনা পাঠানোর বিষয়ে ব্লিঙ্কেন বলেন, ‘এর কড়া জবাব দেওয়া হবে।’
যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সমীক্ষা বলছে, ইউক্রেনে উত্তর কোরিয়ার ১২ হাজার সেনা পাঠানো হয়েছে। এই সেনাদের বেশিরভাগই রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হবে বলে আশা করা হয়েছিল।’
এদিকে, ৭৩ দিনের মধ্যে কিয়েভে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনীয়দের যুদ্ধ চালিয়ে যেতে নিরুৎসাহিত করার প্রয়াসে রাশিয়া হামলা জোরদার করছে।’
আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর ওয়াশিংটন ইউক্রেনের বিষয়ে নিজেদের যুদ্ধনীতিতে পরিবর্তন আনতে পারে বলে সংশয় দেখা দিয়েছে।
কিয়েভকে কয়েক বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ায় বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন ট্রাম্প। পাশাপাশি দ্রুত সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তবে ইউক্রেনের আন্তর্জাতিক সমর্থকদের আশঙ্কা, তাড়াহুড়া করে যেকোনো সমঝোতা হলে লাভবান হবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
৪১১ দিন আগে
গাজায় ইসরায়েলি হামলায় ৪৬, লেবাননে ৩৩ জন নিহত
ইসরায়েলি বিমান হামলায় গত একদিনে গাজা উপত্যকায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ইসরায়েল ঘোষিত মানবিক অঞ্চলের একটি অস্থায়ী ক্যাফেটেরিয়ায় ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় ৩৩ জন নিহত হয়েছে।
গাজায় যখন আরও মানবিক ত্রাণ সহায়তা অনুমোদনের সময়সীমা পার হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা না কমানোর ঘোষণা দিয়েছে তারপরই সর্বশেষ বোমা হামলা চালানো হলো।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু অগ্রগতির কথা উল্লেখ করেছে। কিন্তু আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলেছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের দাবি পূরণে ব্যর্থ হয়েছে।
লেবাননের বৈরুতের দক্ষিণ শহরতলির দাহিয়েহ নামে পরিচিত একটি এলাকায় বড় ধরনের বিস্ফোরণে ঘটে। এই এলাকায় হিজবুল্লাহর উল্লেখযোগ্য অবস্থান রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী সেখানকার ১১টি বাড়ি খালি করার সতর্কতা জারি করার পরপরই এই হামলা চালানো হয়।
হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। কোনো প্রমাণ না দেখিয়েই ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা কমান্ড সেন্টার ও অস্ত্র উৎপাদন কেন্দ্রসহ হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
আরও পড়ুন: লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় এক দিনে নিহত ৩৮
বৈরুতের পূর্বাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। ওয়ায়েল মুরতাদা বলেন, বিধ্বস্ত বাড়িটি তার চাচার এবং ভেতরে থাকা লোকজন গত মাসে দাহিয়েহ থেকে পালিয়ে গেছে। তিনি জানান, নিহতদের মধ্যে তিন শিশু ও বাকিরা নিখোঁজ রয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্য লেবাননের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় আট নারী ও চার শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই এই হামলা চালানো হয়েছে। ভবনটিতে বাস্তুচ্যুত পরিবারগুলোকে আশ্রয় দেওয়া হয়েছিল।
হিজবুল্লাহকে দুর্বল করে দেওয়া এবং লেবাননের এক বছরেরও বেশি সময় ধরে আন্তঃসীমান্ত গোলাবর্ষণ বন্ধের প্রতিশ্রুতি করে সেপ্টেম্বরের শেষ দিক থেকে লেবাননে বোমা হামলা জোরদার করছে ইসরায়েল।
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়া শহরের একটি গুদামে মঙ্গলবার একটি রকেট বিস্ফোরিত হয়ে দুইজন নিহত হয়েছেন। শহরের বাইরে পৃথক হামলায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে হিজবুল্লাহর একটি ড্রোন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার কাছে একটি নার্সারি স্কুলে বিধ্বস্ত হয়। তবে এসময় শিশুরা একটি বোমাপ্রতিরোধী আশ্রয়কেন্দ্রের ভিতরে থাকায় কেউ আহত হয়নি। খেলার মাঠে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছিল।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর শুরু হওয়া গাজায় ১৩ মাস ধরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত ২৫
৪১১ দিন আগে
গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত ২৫
সোমবার গাজা উপত্যকার কেন্দ্রস্থলে একটি শরণার্থী শিবিরে এবং দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি তাঁবু লক্ষ্য করে (সোমবার) সন্ধ্যায় ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এছাড়া মধ্য গাজার আল-নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে আল-আওদা হাসপাতাল।
আরও পড়ুন: গাজায় নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু: জাতিসংঘ
হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় হাসপাতালের পানির ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে হাসপাতালের কিছু অংশে পানি সরবরাহে বিভ্রাট দেখা দিয়েছে। ইসরায়েলি ড্রোন হামলায় হাসপাতালের প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর চলমান হত্যাযজ্ঞের মাঝে স্বাস্থ্যসেবা পরিষেবা রক্ষায় আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি হাসপাতালটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
এসব ঘটনার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করেনি।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৬০৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের অর্ধেকই নারী ও শিশু বলে জানিয়েছে তারা।
৪১২ দিন আগে
লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় এক দিনে নিহত ৩৮
সোমবার লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
এনএনএর খবরে অনুসারে, উত্তর আক্কার আইন ইয়াকুব গ্রামের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় বাস্তুচ্যুত লেবানন ও সিরিয়ার নাগরিকসহ ২৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। ধ্বংসস্তূপের নিচে হতাহতদের খোঁজে এখনও তল্লাশি চলছে।
পৃথক ঘটনায় লেবাননের দক্ষিণাঞ্চলের সিদোন জেলার সাকসাকিয়েহ শহরে সাতজন এবং টায়ার জেলার শ্রিফা শহরে আরও তিনজন নিহত হয়েছেন।
এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের বেশ কয়েকটি শহর এবং কারমিল বসতিতে প্যারাট্রুপারস ব্রিগেডের একটি প্রশিক্ষণ ঘাঁটি লক্ষ্য করে বড় রকেট হামলা চালিয়েছে।
আরও পড়ুন: লেবাননে যুদ্ধবিরতি হবে না: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনায় বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ওইদিন থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।
এরপর অক্টোবরের শুরুতে ইসরায়েল তাদের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে লেবাননে স্থল অভিযান শুরু করেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বিমান হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ৩ হাজার ২৪৩ জনে দাঁড়িয়েছে। এ সময়ে আহত হয়েছেন আরও অন্তত ১৪ হাজার ১৩৪ জন।
৪১২ দিন আগে
লেবাননে যুদ্ধবিরতি হবে না: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
হিজবুল্লাহর ওপর ‘পূর্ণ শক্তিতে’ হামলা অব্যাহত থাকবে জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘কোনো যুদ্ধবিরতি হবে না।’
এ বিষয়ে মঙ্গলবার কাটজ বলেন, ‘লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না, কোনো অবকাশ নেই। (যুদ্ধের) লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা হিজবুল্লাহর ওপর পূর্ণ শক্তি দিয়ে হামলা চালিয়ে যাব।’
চলতি মাসের শুরুর দিকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া কাটজ বলেন, হিজবুল্লাহর পুনরায় অস্ত্রে সজ্জিত হওয়া ঠেকাতে যেকোনো যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করবে ইসরায়েল।
তিনি আরও জানান, (হিজবুল্লাহর বিরুদ্ধে) যুদ্ধের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, তাদের লিতানি নদীর ওপারে পাঠানো এবং (ইসরায়েলের) উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরে প্রত্যাবর্তন নিশ্চিত করা।
২০২৩ সালের ৮ অক্টোবর গাজা উপত্যকায় হামাসের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট নিক্ষেপ করলে দক্ষিণ-পূর্ব লেবাননে ইসরায়েলের পাল্টা গুলি ও বিমান হামলা চালায় ইসরায়েল। তার পর থেকে হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি বিমান হামলায় তিন হাজারেরও বেশি লেবানিজ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দেশটির ১৩ হাজারেরও বেশি নাগরিক।
৪১২ দিন আগে
লেবানন-গাজায় ইসরাইলের যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান সৌদি যুবরাজের
গাজায় ইসরায়েলের হামলাকে 'গণহত্যা' বলে নিন্দা জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে পশ্চিম তীর ও গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
মুসলিম ও আরব নেতাদের সম্মেলনে লেবানন ও ইরানে ইসরায়েলি হামলার সমালোচনা করেন যুবরাজ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়, রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্কের উন্নতির ইঙ্গিত দিয়ে, তিনি ইরানে আক্রমণ না করতে সতর্ক করেন ইসরায়েলকে।
গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা’ বলে উল্লেখ করে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল এই অঞ্চলে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে।
আরও পড়ুন: ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য হামলার বিরুদ্ধে ইসরাইলকে সতর্কবার্তা রাশিয়ার
প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ বলেন, ‘অবিলম্বে সংঘাত বন্ধ এবং ইসরায়েলের আগ্রাসন শেষ করতে আন্তর্জাতিক সম্প্রদায় মূলত ব্যর্থ হয়েছে।’
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের ফলে গাজায় যুদ্ধ শুরু হয়।এতে প্রায় ১,২০০ মানুষ নিহত এবং ২৫১ জন অপহৃত হন।
এরপর ইসরায়েল হামাসকে ধ্বংস করতে একটি সামরিক অভিযান শুরু করে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ৪৩,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক প্রতিবেদনে দেখা গেছে, গাজায় ছয় মাস ধরে যাচাই করা ভুক্তভোগীদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু।
শীর্ষ সম্মেলনে গাজায় জাতিসংঘের কর্মী ও স্থাপনার ওপর ইসরাইলের অব্যাহত হামলারও নিন্দা জানান নেতারা।
এই শীর্ষ বৈঠকের প্রেক্ষাপটে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন বলে মনে করা হচ্ছে।
উপসাগরীয় নেতারা ইসরায়েলের সঙ্গে তার ঘনিষ্ঠতা সম্পর্কে জানে। তবে তার সঙ্গে তাদের ভালো সম্পর্কও রয়েছে এবং তারা চান যে তিনি এই অঞ্চলে যুদ্ধের অবসান ঘটাতে চুক্তি করুন।
সৌদি আরবে ট্রাম্পকে জো বাইডেনের চেয়ে অনেক বেশি ইতিবাচক দৃষ্টিতে দেখা হয়। তবে মধ্যপ্রাচ্যে তার সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি এবং অধিকৃত গোলান মালভূমির সংযুক্তি দিয়ে ইসরাইলকে খুশি ও মুসলিম বিশ্বকে ক্ষুব্ধ করেন।
আরও পড়ুন: সীমান্ত এলাকায় ইসরাইলি বিমান হামলায় ৫ সিরীয় সেনা নিহত
৪১২ দিন আগে
ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় নিহত ৭
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলি বিমান হামলায় ৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ হামলায় ২০ জন আহত হয়েছেন।
রবিবার বিকেল এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে (১৪০০ জিএমটি) গোলান মালভূমি থেকে দামেস্কের সায়িদা জয়নাব এলাকার একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩০ ফিলিস্তিনি নিহত
বিবৃতিতে বলা হয়, এ হামলায় ব্যক্তিগত মালকানাধীন ওই ভবনের ব্যাপক ক্ষতি হয়।
ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর আগেতাদের প্রতিবেদনে বলে, এই হামলা একটি আবাসিক ভবনের এক ফ্ল্যাটে আঘাত হানে। ভবনটিতে লেবাননের নাগরিক ও হিজবুল্লাহ সদস্যরা বসবাস করছিলেন।
সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে শিয়াদের গুরুত্বপূর্ণ মাজার এলাকা সায়িদা জয়নাব। এর আগেও এখানে ইসরায়েল হামলা চালিয়েছে।
সম্প্রতি কয়েক বছরে ইসরায়েল সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে। ইরানি সামরিক সম্পদ ও হিজবুল্লাহর কাছে পাঠানোর জন্য প্রস্তুত অস্ত্র ওই হামলার লক্ষ্য ছিল বলে দাবি করে তারা।
আরও পড়ুন: গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৫
৪১৩ দিন আগে