টোকিও অলিম্পিকে আর্চারির মিশ্র দ্বৈত ইভেন্টে শনিবার দক্ষিণ কোরিয়ার সাথে ৬-০ সেট পয়েন্টে হেরে প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
জাপানের রাজধানী টোকিওর ইয়ুমেনোশিমা পার্কের আর্চারি গ্রাউন্ডে দক্ষিণ কোরিয়ার দুই আর্চার কিম জে দিওক ও আন সানের বিপক্ষে পেরে উঠেননি বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি।
পড়ুন: শূন্য গ্যালারিতেই পর্দা উঠলো টোকিও অলিম্পিকের
প্রথম সেটে ৩৮-৩০ পয়েন্টের ব্যবধানে হারে বাংলাদেশ । দ্বিতীয় সেটে ৩৫-৩৩ পয়েন্টে এবং তৃতীয় ও শেষ সেট ৩৯-৩৮ পয়েন্টে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
একই দিন দুপুরে ইভেন্টের ফাইনালে নেদারল্যান্ডসকে ৫-৩ ব্যবধানে হারিয়ে এই ইভেন্টের স্বর্ণ জিতে নিয়েছে দক্ষিণ কোরিয়া।
পড়ুন: 'অলিম্পিক লরেল' পেয়ে আমি অভিভূত: ড. ইউনূস
অলিম্পিক ভেনু টোকিওতে সংক্রমণ বাড়ছে
মিশ্র লড়াইয়ে হারলেও পুরুষ ও নারী এককে টিকে আছেন বাংলাদেশের দুই আর্চার। ২৭ জুলাই রোমান পুরুষ এককের লড়াইয়ে এবং দিয়া নামবেন ২৯ জুলাই।