অলিম্পিক
অলিম্পিক শুরুর পর টোকিওতে সর্বোচ্চ করোনা শনাক্ত
অলিম্পিক শুরুর পর মঙ্গলবার টোকিওতে সর্বোচ্চ করোনাভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে। জাপানের রাজধানী টোকিওতে ২,৪৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে । এর আগে জানুয়ারিতে রেকর্ড ২,৫২০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
টোকিও জরুরি অবস্থার চতুর্থ অবস্থানে রয়েছে, যা অলিম্পিকের কারণে শুরু হয়ে আগস্টের শেষের দিকে প্যারাঅলম্পিক শুরু হওয়ার ঠিক আগ পর্যন্ত অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ বিশ্বে করোনায় মৃত্যু ৪১ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে
শুক্রবার থেকে শুরু হওয়া অলিম্পিক চলাকালীন সময়ে করোনার ডেল্টা রূপ আরও ছড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, অল্প বয়সী এবং যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের মাঝে তীব্রভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুনঃ টোকিও অলিম্পিকের শূণ্য গ্যালারিতেই উদ্দীপনা খুঁজছেন খেলোয়াড়রা
তবুও, জাপানে অন্যান্য দেশগুলোর তুলনায় আক্রান্ত এবং মৃত্যুর হার অনেক কম রয়েছে। সোমবার পর্যন্ত দেশব্যাপী ৮ লাখ ৭০ হাজার ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ১৫,১২৯ জন মারা গেছে।
কেউ কেউ বলেছেন, জাপান দেশের জনগণের স্বাস্থ্যের চেয়ে অলিম্পিককে বেশি গুরুত্ব দিচ্ছে। এ কারণে সুগা সরকার সমালোচনার শিকার হচ্ছে। সাম্প্রতিক গণমাধ্য সমীক্ষায় তাদের জনসমর্থনের রেটিং হ্রাস পেয়ে প্রায় ৩০ শতাংশে নেমেছে এবং অলম্পিক আয়োজনকে ঘিরে তেমন একটা আগ্রহ দেখা যায় নি।
৩ বছর আগে
টোকিও অলিম্পিকের শূন্য গ্যালারিতেই উদ্দীপনা খুঁজছেন খেলোয়াড়রা
দেরিতে হলেও শুরু হয়েছে বিশ্বের ক্রীড়াবীদদের সেরা আসর অলিম্পিক গেমস। এবারের টোকিও অলিম্পিকের আমেজ বিগত সকল আসরের তুলনায় একেবারেই ভিন্ন।
২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিকের। কিন্তু করোনার কারণে গত বছর আয়োজন স্থগিত করে ২০২১ সালের জন্য পুনরায় তারিখ নির্ধারণ কর হয়।
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়ায় এবারের অলিম্পিক গেমসে ক্রীড়াবিদরা তাদের দক্ষতার প্রদর্শন করছেন প্রায় শূণ্য গ্যালারিতেই। যেখানে নেই প্রিয়জন বা সমর্থকদের উচ্ছ্বাস ভরা সমর্থন প্রকাশের চিৎকার। এবারের আসরে খেলোয়াড়রা মনোবল বাড়াতে নিজেদের মতো করেই পথ খুঁজে নিচ্ছেন।
আরও পড়ুন: 'অলিম্পিক লরেল' পেয়ে আমি অভিভূত: ড. ইউনূস
মার্কিন জিমন্যাস্ট স্যাম মিকুলাক প্যারালাল বার থেকে লাফিয়ে পড়ে ভূমি স্পর্শ করেই ক্যামেরার দিকে তার উচ্ছ্বাস প্রকাশ করেন। তার অবতরণের সাথে সাথেই টিভি সম্প্রচারক বলে উঠলেন, ‘অসাধারণ! চমৎকার, এটা অত্যন্ত দারুণ ছিল!’
মিকুলাক জানেন, গ্যালারি শূণ্য হলেও বিশ্বজুড়ে বহু মানুষ টেলিভিশন (টিভি) সেটের সামনে তার নিপুণ ক্রীড়া কৌশল দেখার জন্য অপেক্ষায়া আছে। কিন্তু তার সামনে কাঠের চেয়ারগুলোতে দর্শক সাড়িতে অসংখ্য মানুষের উচ্ছ্বাস ভরা চিৎকার শোনার কথা ছিল। দর্শকদের অভিব্যক্তিই যেন খেলোয়াড়দের উদ্দীপনার চাবিকাঠি। কিন্তু এবার তেমনটা নেই।
আরও পড়ুন: অলিম্পিক ভেনু টোকিওতে সংক্রমণ বাড়ছে
বরং মার্কিন পুরুষ দলকে উৎসাহ দেওয়ার জন্য গ্যালারির এক কোণায় দাঁড়িয়ে চিৎকার করতে দেখা যায় মার্কিন নারী দলের খেলোয়াড়দের। তাদের এই উচ্ছ্বাসই মিকুলাকের জন্য অনেক বড় পাওয়া। ঠিক একইভাবে পরের দিন আমেরিকার নারী দলের প্রতিযোগিতার সময়, পুরুষ খেলোয়াড়রা আগের দিনের মতো সর্বোচ্চ শক্তি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ তাদের সতীর্থদের উদ্দীপনা ও সাহস যোগাতে চেষ্টা করেছেন।
টোকিও অলিম্পিকে এভাবেই অন্যান্য দেশের খেলোয়াড়রা তাদের সতীর্থদে সমর্থন যুগিয়ে চলেছেন। পাশাপাশি তারা জানেন, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের সমর্থকরা একইরকম ভাবে টিভি সেট বা কম্পিউটারের সামনে বসে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।
আরও পড়ুন: অলিম্পিক: আর্চারির মিশ্র দ্বৈত থেকে বাংলাদেশের বিদায়
খেলায় সফলতা পেলে এই নীরব গ্যালারিতেও প্রশান্তি পাওয়া যায়। কিন্তু আশাতীত সাফল্য না পেলে, ২৫০ মিটার দৌঁড়ের শেষ প্রান্তে সঠিক সময়ে পৌঁছাতে না পারলে, শারীরিক যন্ত্রণার সাথে মানসিক অবসাদও ঘিরে ধরে এই ফাকা গ্যালারিতে।
জাপানি জিমন্যাস্ট মাই মুরাকামি জানান, তার জন্য টোকিও অলিম্পিক ছিল অনেক বেশি রোমাঞ্চকর। কারণ তার দেশেই হচ্ছে এবারের অলিম্পিক। কিন্তু হতাশার বিষয় এই করোনা পরিস্থিতির কারণে তার দেশের মানুষও সশরীরে উপস্থিত থাকতে পারছেন না। এমন গ্যালারি শূণ্য অলিম্পিক তার জন্য প্রথম অভিজ্ঞতা।
ব্রাজিলিয়ান ভলিবল খেলোয়াড় আগাথা বেদনারজুক, গত ব্রাজিল অলিম্পিকে নিজ দেশের মাটিতেই রৌপ্য পদক জয় করেছিলেন। তিনি বলেন, এমন জনমানবহীন অলিম্পিক তার মধ্যে অন্যরকম অনুভূতি জাগাচ্ছে।
আরও পড়ুন: টোকিও অলিম্পিকে সর্বোচ্চ টিভি দর্শক ছিল ইউনূসের ‘তিন শূন্য’ বক্তৃতায়
আগাথা বলেন, ‘ব্রাজিলে আমার জন্য আমার দেশের মানুষসহ আরও সমর্থকদের প্রকাশ্য সমর্থন ছিল। সেই সমর্থন আর উচ্ছ্বাস আমাকে মানসিক প্রশান্তির পাশাপাশি সাহস বাড়িয়েছে। কিন্তু এবার নিজের মনোবল বাড়ানোর দায়িত্বটা একাই সামলাতে হচ্ছে।’
তবে গ্রিসের ওয়াটার পোলো খেলোয়াড় ইম্যানুয়েল জেরদেভাস এবারের অলিম্পিক নিয়ে খুব আশাবাদী। তার মতে, এবারের ব্যতিক্রমী অলিম্পিকের আসর নিজেই একটি প্রেরণার উৎস।
আরও পড়ুন: ২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ব্রিসবেনে
তিনি বলেন, ‘এবারের অন্যরকম আসরই ক্রীড়াবীদদের মনোবল বাড়াতে যথেষ্ঠ। যদিও এটা আমার প্রথম অলিম্পিক, তবে এই আসরে থাকতে পেরেই আমি খুব আনন্দিত।’
৩ বছর আগে
টোকিও অলিম্পিকে সর্বোচ্চ টিভি দর্শক ছিল ইউনূসের ‘তিন শূন্য’ বক্তৃতায়
ইয়াহু নিউজ জাপান-এ প্রকাশিত তোশিবা-র একটি প্রতিবেদন অনুযায়ী টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন সময়ে জাপানে সর্বোচ্চ সংখ্যক টেলিভিশন দর্শক টেলিভিশন দেখছিলেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের ‘অলিম্পিক লরেল’ গ্রহণ-পরবর্তী ‘তিন শূন্য’ বিষয়ক ভাষণের সময়।
এ সময়ে জাপানে মোট টেলিভিশনের ৪৭ শতাংশ টেলিভিশনে দর্শকরা এই ভাষণ শুনছিলেন।
আরও পড়ুনঃ 'অলিম্পিক লরেল' পেয়ে আমি অভিভূত: ড. ইউনূস
সারা জাপানে ক্রমাগতভাবে টিভি দর্শক সংখ্যা নিরূপনের জন্য তোশিবার প্রোগ্রামটি ৩ লাখ ৪০ হাজার টেলিভিশনের স্যাম্পল সাইজের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এর পর্যক্ষেণ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার শুরু হলে প্রথম ১০ মিনিটে ১০ শতাংশ টেলিভিশনে এই অনুষ্ঠান দেখা শুরু হয়। এরপর ক্রমাগতভাবে এর সংখ্যা বাড়তে থাকে। দর্শক সংখ্যা বাড়তে বাড়তে নোবেল লরিয়েট প্রফেসর ইউনূসের বক্তৃতার সময় এই সংখ্যা সর্বোচ্চ সংখ্যায় পৌঁছে। এসময় ৪৭ শতাংশ টেলিভিশনে জাপানি দর্শকরা এই অনুষ্ঠান দেখছিলেন।
আরও পড়ুনঃ শূন্য গ্যালারিতেই পর্দা উঠলো টোকিও অলিম্পিকের
ইয়াহু নিউজ জাপান-এর প্রতিবেদনে বলা হয়েছে, টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের দর্শক রেটিং রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ে তিনগুণ বেশি হয়েছে। জাপানের প্রখ্যাত সাংবাদিক ও তথ্য বিশ্লেষণ বিশেষজ্ঞ মিঃ ইয়ুজি সুজুকি ২৪ জুলাই ইয়াহু নিউজ জাপান-এ প্রকাশিত তার প্রতিবেদনে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক সংখা বিষয়ে এই তথ্য জানান।
আরও পড়ুনঃ বিশ্বব্যাপী টিকার সমতা নিশ্চিতের আহবান ড. ইউনূসের
নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস অলিম্পিক লরেল গ্রহণোত্তর বক্তৃতায় সব অ্যাথলেটদের তিন শূন্যের পৃথিবী গড়ার আহ্ববান জানান। তার তিন শূন্যের ব্যাখায় তিনি জানান যে এই তিন শূন্য হবে: শূন্য নীট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ যার মাধমে দারিদ্রকে চিরতরে দূর করা সম্ভব হবে এবং শূন্য বেকারত্ব প্রতিটি মানুষকে তার উদ্যোক্তা হবার শক্তিকে বিকশিত করার মাধ্যমে।
এই সময় উদ্বোধনী অনুষ্ঠানের দর্শক রেটিং ছিল ৪৭ শতাংশ, অর্থাৎ জাপানে ৪৭ শতাংশ টেলিভিশনে দর্শক তখন তার বক্তৃতা শুনছিলেন।
৩ বছর আগে
অলিম্পিক: আর্চারির মিশ্র দ্বৈত থেকে বাংলাদেশের বিদায়
টোকিও অলিম্পিকে আর্চারির মিশ্র দ্বৈত ইভেন্টে শনিবার দক্ষিণ কোরিয়ার সাথে ৬-০ সেট পয়েন্টে হেরে প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
জাপানের রাজধানী টোকিওর ইয়ুমেনোশিমা পার্কের আর্চারি গ্রাউন্ডে দক্ষিণ কোরিয়ার দুই আর্চার কিম জে দিওক ও আন সানের বিপক্ষে পেরে উঠেননি বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি।
পড়ুন: শূন্য গ্যালারিতেই পর্দা উঠলো টোকিও অলিম্পিকের
প্রথম সেটে ৩৮-৩০ পয়েন্টের ব্যবধানে হারে বাংলাদেশ । দ্বিতীয় সেটে ৩৫-৩৩ পয়েন্টে এবং তৃতীয় ও শেষ সেট ৩৯-৩৮ পয়েন্টে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
একই দিন দুপুরে ইভেন্টের ফাইনালে নেদারল্যান্ডসকে ৫-৩ ব্যবধানে হারিয়ে এই ইভেন্টের স্বর্ণ জিতে নিয়েছে দক্ষিণ কোরিয়া।
পড়ুন: 'অলিম্পিক লরেল' পেয়ে আমি অভিভূত: ড. ইউনূস
অলিম্পিক ভেনু টোকিওতে সংক্রমণ বাড়ছে
মিশ্র লড়াইয়ে হারলেও পুরুষ ও নারী এককে টিকে আছেন বাংলাদেশের দুই আর্চার। ২৭ জুলাই রোমান পুরুষ এককের লড়াইয়ে এবং দিয়া নামবেন ২৯ জুলাই।
৩ বছর আগে
শূন্য গ্যালারিতেই পর্দা উঠলো টোকিও অলিম্পিকের
অবশেষে পর্দা উঠেছে টোকিও অলিম্পিকের। করোনা মহামারির কারণে দেরিতে শুরু হওয়া এই অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার রাতে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয়েছে। শূন্য গ্যালারিতে আতশবাজি এবং এথলেটদের একটি ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে এবারের অলিম্পিকের যাত্রা শুরু হয়।
জাপানের সম্রাট নারুহিতো অলিম্পিকের এই আসরের উদ্বোধন করেন।
আরও পড়ুন: টোকিও অলম্পিকে বাংলাদেশের ৬ অ্যাথলেট
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্রেসিডেন্ট থমাস বাখ বলেন, 'আজ একটি আশার মুহুর্ত, যদিও আমরা যা আশা করেছিলাম এটা তার থেকে খুব ভিন্ন। কিন্তু চলুন আমরা এই সময়টি ধারণ করি। কেননা অবশেষে আমরা একসঙ্গে হতে পেরেছি।'
তিনি আরও বলেন 'একসঙ্গে হওয়ার এই অনূভুতি মহামারির অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর মতো।'
আরও পড়ুন: ২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ব্রিসবেনে
পরে জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা মশাল প্রজ্জ্বালন করে পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করেন।
এথলেটদের অনেকেই মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তবে অনেকেই আবার সামাজিক দূরত্ব মেনে চলেননি।
অনুষ্ঠানের শুরুর দিকে করোনা মহামারিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করেন আয়োজকরা।
আরও পড়ুন: বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
৩ বছর আগে
অলিম্পিক ভেনু টোকিওতে সংক্রমণ বাড়ছে
টোকিও অলিম্পিক শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ বাকি। কিন্তু গত শুক্রবারও জাপানের রাজধানী টোকিও মেট্রোপলিটন কর্তৃপক্ষের এক প্রতিবেদনে জানানো হয়, নতুন করে ১,২৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
টোকিও অলিম্পিক শুরুর মাত্র এক সপ্তাহ আগে তৃতীয় দিনের মতো আক্রান্তের সংখ্যা এক হাজারে অধিক রয়েছে।
আরও পড়ুন: টোকিও অলম্পিকে বাংলাদেশের ৬ অ্যাথলেট
কোভিডের কারণে রাজধানী টোকিও দেশটির চতুর্থ জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু বৃহস্পতিবার ১,৩০৮ জনের করোনা শনাক্ত সংখ্যা গত জানুয়ারির শেষের থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা টোকিও মেট্রোপলিটন কর্তৃপক্ষকে সতর্ক করে জানিয়েছেন, আগামী ১১ আগস্টের মধ্যে করোনার তৃতীয় ঢেউ শুরু হতে পারে। এরফলে শীতকালে টোকিও জুড়ে সংক্রমণ গড়ে ২,৪০৬ জনে পৌঁছতে পারে।
আরও পড়ুন: টোকিওতে অলিম্পিক মশাল উন্মোচন
উল্লেখ্য, আগামী ৮ আগস্ট অলিম্পিক শেষ হওয়ার কথা রয়েছে।
৩ বছর আগে
অলিম্পিক স্থগিত করা অনিবার্য: আবে
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সোমবার বলেছেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে টোকিও অলিম্পিক গেমস স্থগিত করা অনিবার্য হয়ে পড়েছে।
৪ বছর আগে