অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশ। এটা একটি ঐতিহাসিক বিজয়। ক্রিকেটের কোন ফরম্যাটে দেশটির বিরুদ্ধে এটাই টাইগারদের প্রথম সিরিজ জয়।
শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ রানে পরাজিত করে বাংলাদেশ। আর এর মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজে দুই ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল সাকিব-মুস্তাফিজরা।
অস্ট্রেলিয়ার শেষ ছয় বলে ২২ রান প্রয়োজন ছিল। কিন্তু মেহেদি হাসানের বোলিং নৈপুণ্যে তারা মাত্র ১১ রান করতে পেরেছে। অ্যালেক্স ক্যারি শেষ ওভারের প্রথম বলে ছয় রান করেন। তবু তারা শেষ পর্যন্ত টিকতে পারেনি।
টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে। ২০ ওভারে নয় উইকেটে ১২৭ রান করে। জবাবে অস্ট্রেলিয়া চমৎকারভাবে শুরু করলেও মাত্র আট রানের মাথায় প্রথম উইকেট হারায়। শেষ পর্যন্ত তারা চার উইকেটে ১১৭ রান করতে সক্ষম হয়।
যখন অজিদের ১৮ বলে ৩৪ রান প্রয়োজন, ঠিক তখনই ৫১ রানের মাথায় মিচেল মার্শকে প্যাভিলিয়নে ফেরত পাঠান শরিফুল ইসলাম। মুস্তাফিজ দুর্দান্ত বল করেন। চার ওভার বল করে যেখানে তিনি মাত্র ৯ রান দেন, সেখানে শরিফুল দিয়েছেন ২৯ রান। নাসুম ও সাকিব একটি করে উইকেট পান।
আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে আবার হারাল বাংলাদেশ
এই সিরিজের আগে বাংলাদেশ কখনোই টি-টোয়েন্টি ম্যাচে অজিদের বিপক্ষে জয় পায়নি। সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচটি হবে যথাক্রমে শনি ও সোমবার।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জয় টাইগারদের