আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২১ সালের ওয়ানডে (পুরুষ) বর্ষসেরা একাদশে তিন বাংলাদেশি ক্রিকেটার স্থান করে নিয়েছেন। তারা হলেন- অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেট রক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
এর আগে আইসিসি টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশেও স্থান করে নেন মোস্তাফিজুর রহমান।
গেল বছর অলরাউন্ডার হিসেবে সাকিব ২৭৭ রান ও ১৭ উইকেট নেন এবং মুশফিকুর রহিম স্টাম্পিং ও ক্যাচসহ ৪০০ এর বেশি রান করেন। এছাড়া পেসার মুস্তাফিজুর রহমান নেন ১৮ উইকেট।
আরও পড়ুন: আইসিসি টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশে মোস্তাফিজ
ওয়ানডে সেরা একাদশে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে দু’জন করে ক্রিকেটার স্থান করে নিয়েছেন। এ দলের অধিনায়ক হিসেবে পাকিস্তানের বাবর আজমকে বেছে নেয়া হয়েছে।
তবে এ দলে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার স্থান পাননি।
ওয়ানডে (পুরুষ) সেরা একাদশ: পল স্টার্লিং, জেনেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ভ্যান ডের ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমান্থা চামেরা।