চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা দুটি ম্যাচ হারের পর বাংলাদেশ আজ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। এই ম্যাচে জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ টাইগাররা।
বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। সেই পরাজয়ের পর তারা ইংল্যান্ডের কাছে আরেকটি পরাজয়ের সম্মুখীন হয়। আজকের ম্যাচে বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে টাইগাররা।
আরও পড়ুন: সুপার টুয়েলভে দ্বিতীয় হার টাইগারদের
ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে খেলার প্রতিটি বিভাগেই বাজে পারফর্ম করেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে তারা মাত্র ১২৪ রান করে। ইংল্যান্ড সেই সহজ লক্ষ্য তাড়া করে আট উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয়।
বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান গণমাধ্যমকে বলেন, সেমিফািইনালে যেতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্শে আমাদের জিততেই হবে।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ: ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা
এই ম্যাচের পর ২ ও ৪ নভেম্বর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।