দক্ষিণ আফ্রিকার সঙ্গে মঙ্গলবারের ম্যাচের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস।
সোমবার স্টোকস বলেছেন, তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিকের পাশাপাশি টেস্ট অধিনায়কত্বের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, তবে ব্যস্ত সময়সূচি থেকে তার বিরতি প্রয়োজন।
স্টোকস বলেন, 'আমি মনে করি এই ফরম্যাটে আমি শতভাগ দিতে পারছিলাম না। শুধু যে আমার শরীর সায় দিচ্ছে না তা নয়, বরং ব্যস্ত সূচি এবং আমাদের কাছে যা প্রত্যাশা থাকে তা পূরণ করা কঠিন হয়ে যাচ্ছে। আমি মনে করি, আমার জায়গায় অন্য কেউ দলকে সেরাটা দিতে পারবে সেটা জস বাটলার বা দলের অন্য কেউ হতে পারে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি ইংল্যান্ডের হয়ে স্টোকসের ১০৫তম ওডিআই হবে।
২০১৯ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার অপরাজিত ৮৪ রান ক্রিকেট ভক্তদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।