আজ পর্দা নামছে এশিয়া কাপ ২০২২ এর ১৫তম আসরের। বাংলাদেশ সময় রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের এবারের শিরোপার জন্য প্রস্তুত পাঁচবারে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তান।
বাংলাদেশ থেকে এশিয়া কাপ ২০২২ এর শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের ফাইনাল খেলা লাইভ স্ট্রিমিং যেখান থেকে দেখতে পাবেন:
বাংলাদেশে এই স্পোর্টস ইভেন্টের সব ম্যাচ সম্প্রচারের স্বত্ব পেয়েছে জিটিভি (গাজী টেলিভিশন চ্যানেল)। এছাড়া বিটিভি (বাংলাদেশ টেলিভিশন চ্যানেল) ন্যাশনাল ও চ্যানেল নাইন-এও দেখা যাবে খেলাগুলো। ভারতের স্যাটেলাইট টিভি চ্যানেল স্টার স্পোর্টস অফিসিয়াল সম্প্রচারকারী হিসেবে সারা বিশ্বে সম্প্রচার বিতরণের স্বত্ব পেয়েছে।
এছাড়াও টি-স্পোর্টস, সনি স্পোর্টস, টেন ক্রিকেট ভিডিওর মত বিদেশি চ্যানেলগুলোতেও বাংলাদেশ থেকে আজকের ফাইনাল খেলা দেখা যাবে।
সনি লাইভ, বাইস্কোপ এবং টফি অ্যাপসের মাধ্যমে যে কোনো ডিভাইস থেকে ফ্রিতে খেলা দেখতে পারবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমিরা। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে ডিজনি প্লাস হটস্টারের গ্রাহকরা নির্দিষ্ট সাবস্ক্রিপশন চার্জ দিয়ে লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: এশিয়া কাপ ২০২২: ভারতকে পরাস্ত করতে পাকিস্তানের প্রয়োজন ১৮২
কিভাবে মোবাইল ফোন থেকে পাকিস্তান- শ্রীলঙ্কা ম্যাচ লাইভ দেখবেন
বাংলাদেশি ক্রিকেট ভক্তরা মোবাইল ফোন থেকেও এশিয়া কাপ ২০২২ এর ম্যাচ লাইভ দেখতে পারবেন। গ্রামীণফোন (জিপি) ব্যবহারকারীরা মাইজিপি অ্যাপের মাধ্যমে এশিয়া কাপ ক্রিকেট ম্যাচ লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।
টুর্নামেন্টের গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের সাথে বাজেভাবে হেরে শুরু করলেও পরের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে শ্রীলঙ্কা। এরপর সুপার ফোরে আফগানিস্তান ও ভারতকে হারিয়ে ফাইনালে খেলা যোগ্যতা অর্জন করে বর্তমানের অর্থনীতিতে টালমাটাল দেশটি। এরপর নিয়ম রক্ষার শেষ ম্যাচে শুক্রবার পাকিস্তানকেও হারায় শানাকার দলটি। অপরদিকে ২৮ আগস্ট ভারতকে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। পরের ম্যাচে নবাগত হংকংকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। এরপর সুপার ফোরে আবার ভারত ও আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাবর আজমের দল। তবে শেষ সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায় তারা।
আরও পড়ুন: এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
ম্যাচ: পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচ
তারিখ: ১১ সেপ্টেম্বর (রবিবার) ২০২২
এশিয়া কাপ ২০২২ ফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কা দলের সম্ভাব্য একাদশ
সুপার ফোরের নিয়ম রক্ষার শেষ ম্যাচে কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল পাকিস্তান ম্যানেজমেন্ট। ফাইনাল ম্যাচে তারা একাদশে ফিরতে পারেন।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ১. বাবর আজম (অধিনায়ক), ২. মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ৩. ফখর জামান, ৪. ইফতিখার আহমেদ, ৫. খুশদিল শাহ, ৬. শাদাব খান, ৭. আসিফ আলী, ৮. মোহাম্মদ নওয়াজ, ৯. নাসিম শাহ, ১০. হারিস রউফ , ১১. মোহাম্মদ হাসনাইন।
শ্রীলঙ্কা অসিথা ফার্নান্দোকে ফিরিয়ে আনার কথা ভাবতে পারে। তবে শুক্রবারের চমৎকার বোলিং পারফরম্যান্সের কারণে অপরিবর্তিত একাদশের সম্ভাবনাই বেশি।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: ১. কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), ২. পাতুম নিসাঙ্কা, ৩. ধনঞ্জয়া ডি সিলভা, ৪. দানুশকা গুনাতিলাকা, ৫. দাসুন শানাকা (অধিনায়ক), ৬. ভানুকা রাজাপাকসে, ৭. চামিকা করুনারত্নে, ৮. ওয়ানিন্দু হাসরাঙ্গা, ৯. মহীশ তিকশানা, ১০. প্রমোদ মাদুসান, ১১. দিলশান মাদুশঙ্কা।
আরও পড়ুন: এশিয়া কাপ ২০২২ লাইভ স্ট্রিমিং: টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্ম