পাকিস্তানের লাহোরে চলমান এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা তাদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় দ্বিতীয় ম্যাচের যাত্রা কঠিন হয়ে গেছে। আজকের ম্যাচে হারলে এশিয়া কাপ থেকে ছিটকে যাবে টাইগাররা।
আরও পড়ুন: এশিয়া কাপ: রোহিত ও বিরাটকে সাজঘরে ফেরালেন শাহিন আফ্রিদি
২ উইকেট হারিয়ে এখন পর্যন্ত ১১ ওভার ৩ বল খেলে টাইগারদের সংগ্রহ ৬৪ রান।
বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন হয়েছে-
তানজিদ হাসান, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসানের জায়গায় আজকের ম্যাচে যুক্ত হয়েছে শামীম হোসেন, হাসান মাহমুদ ও আফিফ হোসেনের নাম।
আফগানিস্তান একাদশ-
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী।
বাংলাদেশ একাদশ-
মোহাম্মদ নাইম, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
আরও পড়ুন: জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক আর নেই