টি টোয়েন্টি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোর-এর ম্যাচে ভারতকে ভরসা দিল বিরাটের ব্যাট। বিরাট কোহলির অর্ধশতকের ওপর নির্ভর করে ভারতের সংগ্রহ ১৮১/৭।
দুবাইয়ে রবিবার প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৫.১ ওভারে ৫৪ রান করে।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ২৮ রান করেন ১৬ বলে এবং তার সঙ্গী লোকেশ রাহুল ২০ বলে করেন ২৮ রান।
রোহিতকে সরিয়ে দেন শাদাব খান এবং লোকেশকে আউট করেন হারিস রউফ।
ইনিংসের শেষ ওভারে রানআউট হওয়ার আগে ৪৪ বলে ৬০ রান করেন বিরাট কোহলি।
চলমান এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম জয়ের নায়ক হার্দিক পান্ডিয়া আউট হন শূন্য রানে।
পাকিস্তানের হয়ে শাদাব ৩০ রানে দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, হারিস ও মোহাম্মদ নওয়াজ।
আরও পড়ুন: এশিয়া কাপ: টস জিতে বোলিংয়ে পাকিস্তান