ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে টাইগাররা ৭৯ রান সংগ্রহ করেছে।
প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন তানজিদ হাসান তামিম। নিয়মিত ওপেনার লিটন দাস জ্বরে আক্রান্ত হয়ে এশিয়া কাপে জায়গা করে নিতে না পারায় সুযোগ পেয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
এশিয়া কাপের ওয়ানডেতে বাংলাদেশ ১৩ বার শ্রীলঙ্কার বিপক্ষে মুখমুখি হয়ে মাত্র ২ বার জয়ী হয়েছে।
বাংলাদেশ দলের নেতৃত্বে থাকা সাকিব আল হাসান ভক্তদের মানসম্পন্ন ক্রিকেট উপহার দিতে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এদিকে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা তার দল ও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার মনোভাব ব্যক্ত করেন।
আরও পড়ুন: এশিয়া কাপ স্কোয়াডে লিটনের পরিবর্তে এনামুল
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কা একাদশ
পাতুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চরিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালেগে, মহীশ তিকশানা, কাসুন রাজিতা ও মাতিশা পাতিরানা
আরও পড়ুন: এশিয়া কাপে সুপার ফোরে খেলার লক্ষ্য বাংলাদেশের
লিটনকে ছাড়াই এশিয়া কাপে যোগ দিতে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল