টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ওমানকে হারিয়ে সুপার টুয়েলভে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। মঙ্গলবার ওমানের রাজধানী মাস্কাটে স্বাগতিকদের ২৬ রানে হারিয়েছে টাইগাররা। এই ম্যাচে ব্যাটে-বলে দারুণ অলরাউন্ডার নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।
এর আগে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৩ রান করে বাংলাদেশ। দলে পক্ষে ওপেনার মোহাম্মাদ নাঈম সর্বোচ্চ ৬৪ রান করেন। এছাড়া সাকিব আল হাসান ৪২ ও অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ১৭ রান। ওমানের বিলাল খান ১৮ রানে তিনটি, ফাইয়াজ বাট ৩০ রানে তিনটি এবং কালিমুল্লাহ ৩০ রানে দুই উইকেট নেন।
পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
১৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে ১৩ রানে প্রথম উইকেট হারালেও স্বাগতিকদের টপঅর্ডার ব্যাটসম্যানরা রানের চাকা সচল রাখেন। এক পর্যায়ে ১১.২ ওভার পর্যন্ত ৮১ রানে দুই উইকেট ছিল ওমানের। এরপরই নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১২৭ রান করে স্বাগতিকরা।
বাংলাদেশের মুস্তাফিজ ৩৬ রানে চার, সাকিব ২৮ রানে তিন এবং শেখ মেহেদী ১৪ রানে একটি উইকেট দখল করেন।
এই জয়ের ফলে বিশ্বকাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। ১৭ অক্টোবর প্রথম ম্যাচে তারা স্কটল্যান্ডের কাছে ছয় উইকেটে হেরেছিল। ২১ অক্টোবর একই মাঠে টাইগাররা পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে। অপরদিকে বাংলাদেশের সাথে হারলেও আগের ম্যাচে পাপুয়া নিউগিনিকে বড় ব্যবধানে হারিয়েছিল ওমান। পরের ম্যাচে ওমান স্কটল্যান্ডের মুখোমুখি হবে। মূল পর্বে খেলতে হলে পরের ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে, একই সাথে স্কটল্যান্ড স্বাগতিক ওমানকে হারাতে হবে।
পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: ওমানের বিপক্ষে টাইগার একাদশে পরিবর্তন আসতে পারে