টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়েছে।
একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। সোম্য সরকারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ছয় রানে পরাজিত হয় বাংলাদেশ। এতে বিশ্বকাপের সুপার ১২তে যাওয়ার পথটা বেশ কঠিন হয়ে উঠে বাংলাদেশের জন্য।
বিশ্বকাপের সুপার ১২তে থাকতে হলে বাংলাদেশকে প্রথম রাউন্ডের শেষ দুই ম্যাচ জিততেই হবে। আর বাংলাদেশ যদি আজকে হেরে যায় সেক্ষেত্রে বিশ্বকাপের পরবর্তী ধাপে যেতে অন্যদের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে টাইগারদের।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: ওমানের বিপক্ষে টাইগার একাদশে পরিবর্তন আসতে পারে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: মঙ্গলবার ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশকে ১৪১ রানের টার্গেট দিলো স্কটল্যান্ড