ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান অনিশ্চিত বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
এ সিরিজের জন্য ক্রিকেট বোর্ডের ঘোষিত ওয়ানডে স্কোয়াডে সাকিব রয়েছেন।
নাজমুল বলেন, ‘ও ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে আমি এটা জানতাম। সে আমার সঙ্গে এটি নিয়ে আলোচনা করেনি। তবে অন্যদের সঙ্গে আলোচনা করেছে।’
আরও পড়ুন: টেস্টে ক্যারিবীয়দের কাছে ১০ উইকেটে হার বাংলাদেশের
ওয়ানডে সিরিজ চলাকালীন ছুটি নেয়ার বিষয়ে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে সাকিব কথা বলেছে বলেও জানান তিনি।
নাজমুল বলেন, ‘সাকিব বোর্ডের সঙ্গে এ বিষয়ে কথা বলেনি। আমি শিগগিরই ওর সঙ্গে কথা বলব এবং সে আসলে কী চায় তা জানতে পারব। এখন পর্যন্ত সে আনুষ্ঠানিকভাবে বোর্ডের সঙ্গে কথা বলেনি। তবে আপনারা এখন পর্যন্ত এটাকে অফিসিয়াল হিসেবে নিতে পারেন।’
আরও পড়ুন: টেস্ট ম্যাচ কি এই যুগের বাতিল খাম?
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। এ কারণেই হইতো এই সিরিজ এড়িয়ে যেতে চাইছেন এই অলরাউন্ডার।
ওয়ানডে সিরিজের আগে দুই দলই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।