অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন আর নেই। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে তার ম্যানেজমেন্ট সংস্থা জানিয়েছে।
শেন ওয়ার্নকে সর্বকালের সেরা লেগ স্পিনার হিসেবে বিবেচনা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা জানিয়েছে, সাবেক অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারকে থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে অচেতন অবস্থায় পাওয়া গেছে। চিকিৎসারা তাঁকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও আর ফেরানো যায়নি।
এক বিবৃতিতে বলা হয়, ‘পরিবার এ সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।’
ওয়ার্ন ১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ১৯৪ ওয়ানডেতে তিনি ২৯৩ উইকেট নিয়েছেন।
শেন ওয়ার্ন তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ১৯৯২ সালে। আর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ম্যাচ খেলেছেন ২০০৭ সালে। তবে ২০১৩ সালে সব ফরম্যাট থেকে অবসর নেয়া পর্যন্ত তিনি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যান।