করোনাভাইরাস মহামারির কারণে এবছর মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর পুরস্কার দেয়া হচ্ছে না।
১৯৫৬ সালের পর থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসেছিলো ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।
ফুটবল নৈপূণ্যের জন্য প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন স্ট্যানলি ম্যাথিউজ। এর পর থেকে প্রতিবছর তারকার ফুটবলারদের মধ্যে থেকে কে এ পুরস্কার জিতছেন সে নিয়ে সার বছর জুড়েই চলে বিশ্লেষণ।
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ২০১৯ সালে সর্বশেষ ব্যালন ডি’অরসহ রেকর্ড ৬ বার এ পুরস্কার জিতেছেন। আর তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার এ পুরস্কার জিতেছেন।
নারীদের ফুটবল খেলায় উৎসাহ দিতে ২০১৮ সাল থেকে তাদেরকেও এ পুরস্কার দেয়া শুরুর করে এ সাময়িকীটি। সেটিও এবার স্থগিত করা হয়েছে।
ফ্রান্স ফুটবল সাময়িকীর সম্পাদক পাসকাল ফের টেলিফোনে সংবাদ সংস্থা এপিকে জানান, এবারের বছরটিকে আমরা অন্যান্য সময়ের সাথে মিলাতে পারছি না। এ সিদ্ধান্তটি আমরা হালকাভাবে নিতে পারছি না। তবে, আমাদেরকে বুঝতে হবে যে ব্যালন ডি’অর বিজয়ী সকলে হতে পারে না। আমাদেরকে যা ভাবাচ্ছে তা হলো, এ পরিস্থিতে এ পুরস্কার দেয়া হলে আমরা সত্যিকারভাবে মূল্যায়ন করতে পারবো না। কেননা মহামারির সময়ে খেলার বিভিন্ন নিয়ম পরিবর্তনের ফলে পুরস্কারটিতে প্রভাব ফেলতে পারে।