বাগেরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন তিনি। বৃহস্পতিবার বিকালে বাগেরহাট শহরের দড়াটানা এলাকায় নিজ বাড়ির সামনে অসহায় দুস্থদের হাতে নিজেই কম্বল তুলে দেন।
আরও পড়ুন: নারীর প্রতি সহিংসতা: ন্যায়বিচরের দাবিতে সবর ক্রিকেটাররা
সংশ্লিষ্টরা জানান, রুবেলের বাড়ির সামনে স্লিপ হাতে নিয়ে এলাকার দুস্থ শীতার্ত নারীরা হাজির হন। এরপর একে একে সবাইকে কম্বল বিতরণ করা হয়। এবার প্রায় ১২০০ কম্বল বিতরণ করা হবে।
কম্বল বিতরণ শেষে রুবেল হোসেন বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় অসহায় দুস্থ মানুষ শীতে কষ্ট পাচ্ছে। মানবিকতার কথা চিন্তা করে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি। অসহায় মানুষের বাড়িবাড়ি গিয়ে হাতে হাতে কম্বল তুলে দিচ্ছি। মানুষের সামান্য সহযোগিতা পেলে শীতার্ত মানুষ অনেক উপকৃত হবে।’
আরও পড়ুন: করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে ১০ ক্রিকেটার
সমাজের বিত্তবানদের অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ক্রিকেটার রুবেল হোসেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম অতিথি হিসেবে এ সময় উপিস্থিত থেকে কম্বল বিতরণ এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন।