চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে স্বাগতিক বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে শনিবার দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১৪৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
আবিদ আলী ৯৩ রান এবং অভিষেক ম্যাচে ৫২ রান করে অপরাজিত আছেন আবদুল্লাহ শফিক। টেস্টে চতুর্থ সেঞ্চুরি করতে আবিদ আলীর প্রয়োজন আর সাত রান।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ ছয় উইকেট হারিয়েছে ৭৭ রান যোগ করে। পরবর্তী সেশনে ব্যাট করতে নেমে প্রথম দিন দ্বিতীয় সেশনে বাংলাদেশ যা করেছে পাকিস্তানও তাই করেছে। তবে পাকিস্তানের কোনো উইকেট পড়েনি।
বাংলাদেশ দুই পেস বোলার ও দুই স্পিন বোলারের সমন্বয়ে বোলিং অ্যাটাক সাজিয়েছে। এছাড়া অধিনায়ক মোমিনুল নিজেকে পঞ্চম বোলার হিসেবে ব্যবহার করেছেন।
ম্যাচে ফিরতে তৃতীয় দিনে যত দ্রুত সম্ভব পাকিস্তানের সব উইকেট শিকার করতে হবে বাংলাদেশকে।
এর আগে শুক্রবার প্রথম দিন শেষে চার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৫৩ রান। ১১৩ রান করে লিটন দাস ও ৮২ রান করে মুশফিকুর রহিম অপরাজিত থাকেন।
আরও পড়ুন: চট্টগ্রাম টেস্ট: প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩৩০