মুস্তাফিজ এবং মাশরাফি বিন মুর্তজার অসাধারণ বোলিং নৈপুণ্যের কারণে টস জিতে আগে ব্যাট করতে নামা ক্যারিবীয়রা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান করতে পেরেছে।
ফাইনাল নিশ্চিত করতে মাশরাফি বাহিনীর সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৪৮ রানের।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শাই হোপ করেন সর্বোচ্চ ৮৭ রান। এছাড়া জেসন হোল্ডারের ব্যাট থেকে আসে ৬২ রান।
মুস্তাফিজ ৯ ওভারে ৪৩ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন। মাশরাফি ১০ ওভারে ৬০ রান দিয়ে নেন ৩ উইকেট। বল হাতে সবচেয়ে মিতব্যায়ীতার পরিচয় দেন সাকিব আল হাসান। ১০ ওভারে ২৭ রানের বিনিময়ে পান ১ উইকেট। আরেক স্পিনার মিরাজ ১০ ওভারে ৪১ রান খরচায় পান ১ উইকেট।
বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামা আবু জায়েদ চৌধুরী রাহি ৯ ওভারে ৫৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। অন্যদিকে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়।
ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের মধ্যে দুটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে উইন্ডিজের সাথে জিততে পারলে বর্তমানে দুই নম্বরে থাকা বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হবে।
সূচি অনুযায়ী, আগামী বুধবার শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ এবং সিরিজের শীর্ষ দুই দল ১৭ মে ফাইনালে মুখোমুখি হবে।