হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিং আর লিটন দাসের দাপুটে সেঞ্চুরির ওপর ভর করে জিম্বাবুয়েকে সহজেই হারিয়ে দিয়েছে বাংলাদেশ।
শুক্রবার ১৫৫ রানের বিশাল ব্যবধানে স্বাগতিকদের হারিয়ে সিরিজে নিজেদের এগিয়ে রাখলো টাইগাররা ।
আরও পড়ুনঃ ১৭ মাস পর টেস্ট জয় বাংলাদেশের
ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে লিটনের সেঞ্চুরির ওপর ভর করে ২৭৬ রান করে বাংলাদেশ।
লিটন দাস ১১০ বলে নিজের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি করে ১০২ রানের মাথায় ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান।
২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩ রানে দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। শুরুর ধাক্কা সামলে রেজিস চকব্বা এবং ব্র্যান্ডন টেইলর যথাক্রমে ৫৪ এবং ২৪ করে দলের হাল ধরার চেষ্টা করলেও সাকিবের দুর্দান্ত বোলিংয়ে পরাস্ত হন তাঁরা।
১৬ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ১২১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
আরও পড়ুনঃ পারিবারিক কারণে দেশে ফিরছেন মুশফিক
সাকিব ৩০ রানে ৫ উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন এবং শরিফুল ইসলাম একটি করে উইকেট পান।
সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ জুলাইয়ের ১৮ এবং ২০ তারিখে অনুষ্ঠিত হতে পারে।