জয়
ট্রাম্পের হুমকি: গ্রিনল্যান্ডে অবিশ্বাস্য জয় পেল ডেমোক্র্যাটিট পার্টি
গ্রিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে অবিশ্বাস্য জয় পেয়েছে অঞ্চলটির মধ্য-ডানপন্থি ডেমোক্র্যাটিট পার্টি। এমন এক সময় এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যখন বিশ্বের সবচেয়ে বড় এই দ্বীপটিকে ‘যে করেই হোক’ নিয়ন্ত্রণে নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জন করেছে নালেরাখ পার্টি। দুই দলই ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডের স্বাধীনতা চাইলেও মতভিন্নতা রয়েছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এমন খবর দিয়েছে।
পার্লামেন্টে সবচেয়ে বড় দল ইনুইট আতাকাতিগিটের (আইএ) স্থলাভিষিক্ত হবে বিজয়ী ডেমোক্র্যাটিট পার্টি। গ্রিনল্যান্ডের সম্প্রচারমাধ্যম কেএনআর টিভি জানিয়েছে, ডেমোক্র্যাটিট পার্টি এবার ৩০ শতাংশ ভোট পেয়েছে। অথচ চার বছর আগে তাদের এই ভোটের সংখ্যা ছিল ৯ শতাংশ।
আরও পড়ুন: ট্রাম্পের মোকাবিলায় কানাডা কাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিচ্ছে?
বিপরীতে নালেরাখ পেয়েছে ২৫ শতাংশ ভোট। ২০২১ সালের নির্বাচনে তাদের ভোট ছিল ১২ শতাংশ। অর্থাৎ নালেরাখ দলের ভোট বেড়ে দ্বিগুণ হয়েছে। মার্কিন সহযোগিতার ক্ষেত্রে এই দলটির মনোভাব উদার।
ডেনমার্ক থেকে স্বাধীনতার জন্য আকস্মিক ভোটেও সমর্থন জানিয়েছে তারা। স্বাধীনতার প্রশ্নে নালেরাখের মনোভাব আগ্রাসী হলেও ডেমোক্র্যাটিটরা আরও মাঝারি গতিতে এগোতে চাচ্ছে।
ডেমোক্র্যাটিট এমন সব দলের ওপর বিজয় অর্জন করেছে, যারা বহু বছর ধরে অঞ্চলটি শাসন করে আসছে। এতে বোঝা যাচ্ছে, সেখানকার স্বাস্থ্যসেবা, শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক নীতির ওপরই বেশি জোর দিচ্ছেন বাসিন্দাদের অনেকে।
ডেমোক্র্যাটিট দলের নেতা জেনস-ফ্রেডেরিক নেইলসেন (৩৩) বলেন, ‘আমি মনে করি, গ্রিনল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে এটি একটি ঐতিহাসিক বিজয়।’
নিজেদের ‘সোশ্যাল লিবারেল’ বলে পরিচয় দেন তিনি। স্বাধীনতার দাবি করলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে চাচ্ছেন সাবেক এই ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন।
দেশের রাজনীতির ভবিষ্যৎ গতি নির্ধারণে এখন তিনি অন্য দলগুলোর সঙ্গে বৈঠক করবেন বলে দ্য ডেনিশ ব্রোডকাস্টিং কর্পোরেশন ডিআর জানিয়েছে। নেইলসেন বলেন, ‘নির্বাচনে এতো ভালো ফল করবো, তা আমাদের কল্পনারও বাইরে ছিল। আমি খুবই খুশি।’
বাইরের দেশ যখন গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে, তখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। গেল ফেব্রুয়ারিতে আগাম ভোটের ডাক দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুৎসি বোওরব এয়েদে। তিনিও এই কঠিন সময়ে সবার ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন।
আরও পড়ুন: গবেষণায় ট্রাম্পের তহবিল বন্ধের প্রতিবাদে বিজ্ঞানীদের বিক্ষোভ
তার দল ইনুইট আতাকাতিগিট ২১ শতাংশ ভোট পেয়েছে এবারের নির্বাচনে। গতবারের চেয়ে তাদের ভোট এবার উল্লেখযোগ্যহারে কমেছে। ২০২১ সালের নির্বাচনে দলটির ভোট ছিল ৩৬ শতাংশ।
এবার বড় ধরনের বিজয় প্রত্যাশা করেছিল ইনুইট আতাকাতিগিট, তারপরেই থাকার কথা ছিল সুইমুটের। সাম্প্রতিক বছরগুলোতে গ্রিনল্যান্ডের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে এই দুই দল। সুইমুট ভোট পেয়েছে ১৪ শতাংশ।
বিজয়ী ডেমোক্র্যাটিট পার্টিকে অভিনন্দন জানিয়েছেন ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পৌলসেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আসা বড় ধরনের চাপে থাকতে হবে অঞ্চলটির ভবিষ্যৎ সরকারকে।
৪৯ দিন আগে
নওগাঁ প্রেসক্লাবের আহ্বায়ক বুলবুল, সদস্য সচিব জয়
নওগাঁ প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রেসক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিকের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে ডেইলি ইন্ডাস্ট্রির নাছিমুল হক বুলবুলকে আহ্বায়ক করা হয়েছে। একইসঙ্গে ইউএনবির আসাদুর রহমান জয়কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মাই টিভি ও ভোরের কাগজের মো. আবু বকর সিদ্দিক ও ডিবিসি নিউজের এ কে সাজুকে সদস্য করা হয়েছে।
আবু বকর সিদ্দিক জানান, প্রেসক্লাবে অনিয়মসহ বিতর্কিত কার্যক্রমের কারণে সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। পেশাদার কিছু সাংবাদিকরা প্রেসক্লাবের বাইরে থেকে দায়িত্ব পালন করছেন। এ নিয়ে প্রশাসনসহ সব মহল অসন্তোষ প্রকাশ করায় সার্বিক বিষয়ে বিবেচনা করে নওগাঁ প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, আজ (বুধবার) থেকে আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া নতুন আহ্বায়ক কমিটিকে সহযোগিতা করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।
১০৬ দিন আগে
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: জায়েদ খান-জয়-সাজু খাদেমসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২০১৫ সালে নির্বাচনি প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও অভিনেতা সাজু খাদেমসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালতে বাদী হয়ে মামলার আবেদন করেন শিল্পী আসিফ ইমাম।
আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
আরও পড়ুন: বরিশালে সাবেক প্রতিমন্ত্রী, মেয়রসহ ১১০০ জনের বিরুদ্ধে মামলা
মামলার অপর আসামিরা হলেন- শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবের হোসেন চৌধুরী, মজিবুর রহমান নিক্সন চৌধুরী, সাইদ খোকন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ, আবু আহম্মেদ মন্নাফী, মতিঝিল জোনের তৎকালীন এডিসি মেহেদী হাসান, একে এম মমিনুল হক সাঈদ ও মোস্তফা জামান পপি।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনি প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালায় আসামিরা। এসময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করে তারা। খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন। আওয়ামী লীগের ১৪ দলীয় জোট এবং এর অঙ্গ সংগঠনসমূহের ২০০-৩০০ জন নেতাকর্মী দেশি অস্ত্র হাতে নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়।
আরও পড়ুন: রাজশাহীতে শিক্ষার্থী হত্যা মামলায় লিটনসহ ৪২ জনের নামে মামলা
চট্টগ্রামে থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনায় মামলা, আসামি ৪০ হাজার
২৪৮ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী আশরাফুল রহমান ইজাজকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবী জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
জয়কে ঢাকা ও নেত্রকোনা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি কলেজপাড়া এলাকার কলেজ শিক্ষক দম্পতি ইয়াকুব আলী ও রোকেয়া বেগমের একমাত্র ছেলে।
আরও পড়ুন: লালমনিরহাটে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
হাসান আল ফারাবী জয় গ্রেপ্তারে পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার দায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন।
শনিবার (৮ জুন) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
পুলিশ সুপার বলেন, শুক্রবার ভোরে নেত্রকোণার আটপাড়ার কুতুবপুর গ্রাম থেকে জয়কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া স্বীকারোক্তি মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাটপাড়ার একটি ঝোঁপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।
জয়ের জবানবন্দির বরাত দিয়ে তিনি জানান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি জালাল হোসেন খোকা এবং হাসান আল ফারাবী জয় খুবই ঘনিষ্ঠ। নিহত আশরাফুর রহমান ইজাজও তাদের সঙ্গে চলাফেরা করত। কলেজপাড়া এলাকায় এককভাবে প্রভাব বিস্তার করত খোকা ও জয়। তবে নিহত ইজাজ কিছু কিছু সিদ্ধান্তের বিরোধিতা করত। এ বিরোধ চরম আকার ধারণ করে।
ইজাজ ও তার সঙ্গে চলাফেরা করা কয়েকজনকে চরম শিক্ষা দেওয়ার পরিকল্পনা অনুযায়ী গত ২ জুন শহরের আরেকজনের কাছ থেকে খোকা গুলি করা অস্ত্রটি সংগ্রহ করে জয়কে দেয় এবং এজাজকে মারার সুযোগ খুঁজতে থাকে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাচনের দিন ৫ জুন সন্ধ্যা সোয়া ৬টায় নির্বাচন শেষে কলেজ পাড়া এলাকায় বিজয় উল্লাস করার জন্য ২০/২৫ জন লোক জড়ো হয় এবং সেখানে খোকা, জয় ও ইজাজও ছিল।
খোকার সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে ইজাজের তর্ক বির্তকের মাঝেই জয় তার কোমর থেকে পিস্তল বের করে ইজাজকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল বিল্লাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গাইবান্ধায় ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২
৩২৬ দিন আগে
প্যারিস জয় করে কি ফাইনালে যেতে পারবে ডর্টমুন্ড
রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্যারিসের মাঠে খেলতে নামছে ১৯৯৬-৯৭ মৌসুমের চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড। জিগনাল ইদুনায় নিজেদের সমর্থকদের সঙ্গে নিয়ে ১ গোলে এগিয়ে থেকে রাতে পিএসজির বিপক্ষে মাঠে নামছে এদিন তেরজিকের শিষ্যরা। তবে পিএসজির দুর্দান্ত আক্রমণভাগ সামলে শেষ পর্যন্ত তারা ফাইনালে উঠতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়ে যায়।
এ সংশয়ের কারণের বেশিরভাগটা ডর্টমুন্ড নিজেরাই। চলতি মৌসুমে লিগে তাদের পারফরম্যান্স একেবারেই যাচ্ছেতাই। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট পরিবর্তন হওয়াতে পঞ্চম দল হিসেবে ইউরোপ সেরার এই আসরে জায়গা করে নিয়েছে তারা। তা না হলে ইউরোপা লিগে অবনমন হতো ডর্টমুন্ডের।
আরও পড়ুন: এবার লোপেতেগির দিকে নজর বায়ার্নের
অন্যদিকে, প্রথম লেগে ঘরের মাঠে ৩-২ গোলে হেরেও বার্সেলোনার মাঠে গিয়ে দক্ষতা, গতি ও কৌশলে ন্যু ক্যাম্প থেকে ৪-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে ওঠে লুইস এনরিকের পিএসজি।
সেমিতেও প্রথম লেগে ১-০ গোলে হেরে পার্ক দে প্রান্সে ম্যাচ শুরু করবে তারা। এ দিন এমবাপ্পে-দেম্বেলেরা ডর্টমুন্ডের ‘ইয়েলো ওয়াল’ ভেঙে ফিরে আসার আরেকটি গাঁথা রচনা করতে পারেন কি না তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
আজকের ম্যাচের কৌশল নিয়ে আলোচনা করতে গেলে লুইস এনরিকের দলের কথাই আগে বলতে হয়। বার্সেলোনাকে ২০১৪-১৫ মৌসুমে ট্রেবল জেতানো এ কোচের খেলোয়াড়ি দর্শন সম্পর্কে সবারই জানা। পজেশনাল ফুটবলের আদর্শ এ কোচের দলকে তাই জয়ের পাল্লায় কিছুটা ভারী করে রাখতে হয়।
সেক্ষেত্রে ভিতিনিয়া, জাইরে এমেরি, মার্কো আসেনসিও, ম্যানুয়েল উগার্তে ও ফ্যাবিয়ান রুইজদের কারণে মাঝমাঠ নিয়ে খানিকটা স্বস্তিতেই থাকবেন এনরিকে। মাঝমাঠের নিয়ন্ত্রণ রাখতে পারলে উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে ও ব্র্যাডলি বারকোলারা যে কী ভয়ংকর হয়ে উঠতে পারেন, তা আর নতুন করে বলে দিতে হয় না।
তাছাড়া লুকা এরনান্দেস ইনজুরিতে ছিটকে গেলেও জিয়ানলুইজি দোন্নারুমার সামনে আশরাফ হাকিমি, মারকিনিয়োস ও নুনো মেন্দেসের মতো রক্ষণভাগও পিএসজি সমর্থকদের দুশ্চিন্তা কমাতে ভূমিকা রাখবে।
আবার কাউন্টার অ্যাটাক হোক কিংবা লং শট, সব ধরনের আক্রমণের সামর্থ্যই রয়েছে প্যারিসের দলটির। তার ওপর আবার নিজেদের ঘরের মাঠে ‘আল্ট্রা’র সামনে যে প্রাণশক্তি নিয়ে খেলবে পিএসজি, এগুলোই ম্যাচের ভাগ্য তাদের পক্ষে গড়ার জন্য যথেষ্ট।
তবে শক্তি, কৌশল, পরিবেশ- সব পিএসজির পক্ষে থাকলে দলগত খেলায় ডর্টমুন্ডকে পিছিয়ে রাখার সুযোগ নেই। প্রথম লেগে তুলনামূলক ভালো পারফর্ম করেও ডর্টমুন্ডের টিম ওয়ার্কের কাছে বারবার হতাশ হয়েছেন এমবাপ্পেরা।
ওই ম্যাচে মাট হুমেলসের নেতৃত্বে ইয়ান মাটসেন, নিকলাস জুলেরা যে সামর্থ্যের প্রমাণ দেখিয়েছেন, তাতে আজও পিএসজির আক্রমণভাগ নিষ্ক্রিয় হয়ে পড়লে ম্যাচ শেষে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রথম লেগে ১৪টি শট নিয়েও গোলের দেখা পায়নি পিএসজি।
আরও পড়ুন: প্যালেসের মাঠে ধরাশায়ী ইউনাইটেড
আবার মাঝমাঠে এমরে চান, মার্সেল জাবিৎসারদের মতো অভিজ্ঞ অস্ত্র রয়েছে তেরজিকের হাতে। তাদের সঙ্গে বাড়তি পাওনা হিসেবে আছেন জেডন স্যানচো। গত ম্যাচের পুরোটা আলোই কেড়ে নিয়েছিলেন তিনি। সেদিন ম্যাচজুড়ে তিনি কী না করেছেন! গোলটাই কেবল পাননি। ওই ম্যাচে মোট ১৩টি সফল ড্রিবল করেন স্যানচো, ২০১৫ সালে নেইমারের (১৫) পর যা সর্বোচ্চ।
ধারণা করা হচ্ছে, আজকেও তাকে মাঝমাঠে খানিকটা স্বাধীনতা দেবেন কোচ। সেক্ষেত্রে মাঝমাঠে ৪ জন খেলাতে পারেন তেরজিক। আবার এনরিকের পজেশনাল ফুটবলের কারণে মূল লড়াইটা হবে মাঝমাঠেই। তাই বল দখলের লড়াইয়ে সমানে সমান টক্কর দিতে পারলে ওপরে থাকা ইউলিয়ান ব্রান্ডট ও স্যানচোর পায়ে বল বেশি যাওয়ার সম্ভাবনা বাড়বে। আর তাতে কারিম আদেয়ামি ও নিকলাস ফুলক্রুগরা গোলকিপারের ঠিকমতো পরীক্ষা নিতে পারবেন।
চরম বৈরী পরিবেশে স্নায়ু ধরে রেখে নিজেদের কতটা মেলে ধরতে পারবেন মার্কো রয়েসরা, তার ওপরই নির্ভর করবে ম্যাচে তাদের ভাগ্য। অন্যদিকে, মাঠের সব সুবিধা নিতে যদি ব্যর্থও হন, তারপরও শুধু কদাচিৎ আসা সুযোগগুলো কাজে লাগিয়ে ফল পাল্টে দেওয়ার সামর্থ্য রাখেন এমবাপ্পে-দেম্বেলেরা।
সবকিছুর ওপরে ম্যাচের কলকাঠি নাড়বেন ডাগআউটে থাকা দুই কোচ। রসদে ভরপুর দলের সঙ্গে এনরিকের কৌশলকে ভিন্ন কৌশল দিয়েই মাত করতে হবে তেরজিকের। তা না হলে বিশ্লেষকদের ধারণা সত্যি করে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে যাবে পিএসজি।
সম্ভাব্য একাদশ
পিএসজি: দোন্নারুমা, হাকিমি, মার্কিনিয়োস, বেরালদো, নুনো মেন্দেস, ভিতিনিয়া, উগার্তে, ফ্যাবিয়ান রুইজ, দেম্বেলে, এমবাপ্পে, বারকোলা। (৪-৩-৩)
ডর্টমুন্ড: কোবেল, মাটসেন, জুলে, হুমেলস, ভল্ফ, চান, জাবিৎসার, আদেয়ামি, ব্রান্ডট, স্যানচো, ফুলক্রুগ। (৪-২-৩-১)
প্রেডিকশন: পিএসজি ৩-১ ডর্টমুন্ড।
আরও পড়ুন: শেষ লগ্নেও মায়া ছড়িয়ে চলেছেন মেসি রোনালদো
৩৫৮ দিন আগে
আবারও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা হলেন জয়
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা (বিনা বেতনে) হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন সজীব ওয়াজেদ জয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস ইউএনবিকে জানান, রবিবার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকীর সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটের সব আসনেই জয়ী হবে আওয়ামী লীগ: মোমেন
এর আগে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়। এরপর ২০২৩ সালের ২৯ নভেম্বর জাতীয় নির্বাচন সামনে রেখে পদত্যাগ করেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রীর আরও ছয়জন উপদেষ্টা নিয়োগের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। ২০২৪ সালের ১১ জানুয়ারি শেখ হাসিনার ৩৭ সদস্যের মন্ত্রিসভা গঠনের দিন তাদের নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুন: নির্বাচনে জয়ে শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন
তারা হলেন- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
কামাল আবদুল নাসের ছাড়া বাকি পাঁচজনও তার আগের মেয়াদে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন।
আরও পড়ুন: নির্বাচন শান্তিপূর্ণ হলেও কম ভোটে জয় আ.লীগের
৪৬৫ দিন আগে
ভোট দিলেন মমতাজ, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী
সিংগাইরের জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের (সিংগাইর, হরিরামপুর উপজেলা ও সদরের তিনটি ইউনিয়ন) প্রার্থী মমতাজ বেগম।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে তিনি ভোট দেন। এসময় তার নাতনি মধু সঙ্গে ছিলেন।
আরও পড়ুন: মমতাজ চক্ষু হাসপাতালে পিপিই দিলেন গাজীপুরের মেয়র
ভোট শেষে সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
এই আসনটিতে মমতাজ ছাড়াও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত চারজন স্বতন্ত্র প্রার্থীসহ ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনে ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯ জন ভোটার।
আরও পড়ুন: গানে গানে মানবপাচার প্রতিরোধের ডাক দিলেন মমতাজ
২৭ মে কক্সবাজারে মানবপাচার বিরোধী কনসার্টে গাইবেন মমতাজ
৪৭৯ দিন আগে
বাংলাদেশের বিপক্ষে কমান্ডিং জয় পেল নিউ জিল্যান্ড
শনিবার চ্যালেঞ্জিং মিরপুর স্টেডিয়ামে ২৫৪ রানের দুর্দান্ত স্কোর নিয়ে ৮৬ রানের ব্যবধানে বাংলাদেশ দলকে ১৬৮ রানে গুটিয়ে দিয়ে একটি কমান্ডিং জয় নিশ্চিত করে নিউ জিল্যান্ড।
এই জয়ের ফলে আগামী ২৬ সেপ্টেম্বরের একটি ম্যাচ বাকি থাকতে নিউ জিল্যান্ড এখন সিরিজে ১-০ তে এগিয়ে আছে।
নিউ জিল্যান্ডের ২৫৪ রানের জবাবে লিটন দাস দ্রুত আউট হয়ে যাওয়ায় বাংলাদেশ প্রথম ঝুঁকিতে পড়ে। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক ১৬ বলে মাত্র ৬ রান করেন।
তানজিদ হাসান, সৌম্য সরকার, এবং তৌহিদ হৃদয়ের দ্রুত ধারাবাহিকভাবে পতন হয়। তাদের মধ্যে তানজিদ ১৬ রান নিয়ে একটি আশাব্যঞ্জক শুরু করেছিলেন, কিন্তু এটি ধরে রাখতে পারেননি। দুই বছর পর ওডিআই প্লেয়িং ইলেভেনে ফিরে আসা সৌম্য শূন্য রানে বিদায় নেওয়ার আগে মাত্র দুটি বল মোকাবিলা করেন। আর মাত্র ৪ রানে পতনের মুখে পড়েন তৌহিদ।
বাংলাদেশ ১০০ রান ছুঁইতেই তাদের অর্ধেক উইকেট হারিয়ে ফেলে। তারা নিউ জিল্যান্ডের দেওয়া রানের লক্ষ্যকে স্পর্শ করার কোন উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করতে ব্যর্থ হয়।
আরও পড়ুন: আইসিসির দুর্নীতির অভিযোগে ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ নাসির হোসেন
ইনজুরি কাটিয়ে ফিরে আসা তামিম ৪৪ রান করেন, আর ফর্মে না থাকার কারণে মাঠের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৪৯ রান।
নিউ জিল্যান্ডের হয়ে ইশ সোধি তার ১০ ওভারে ৩৯ রান দিয়ে ধরাশায়ী করেন ছয়টি উইকেট। যা তাকে দিনের অসাধারণ পারফরমার হিসেবে আবির্ভূত হতে সাহায্য করে। এমনকি যা তার ওডিআই ক্যারিয়ারে সেরা পরিসংখ্যান।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের দ্রুত ক্রমবর্ধমান ডেলিভারির সৌজন্যে উইল ইয়াংকে দ্রুত আউট করেন তারা। লিটন দাস উইকেটের পিছনে একটি নিয়মিত ক্যাচ পান।
নিউ জিল্যান্ড দলকে ৩৬ রানের মাথায় রেখে ফিন অ্যালেন এবং চ্যাড বোয়েসকে পরে দ্রুত পর্যায়ক্রমে ফেরত পাঠানো হয়।
যাইহোক, সেই অবস্থা থেকে, হেনরি নিকোলস এবং উইকেটরক্ষক-ব্যাটার টম ব্লান্ডেল ১১১ বলে ৯৫ রানের একটি স্থিতিশীল জুটি গড়েন। যা দলের একটি নড়বড়ে শুরুর পরে স্থিতিশীল পর্যায়ে নিয়ে তুলে আনে।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ে বাংলাদেশ
অভিষেক হওয়া খালেদ আহমেদের দ্বারা স্ট্যান্ডটি শেষ পর্যন্ত ব্যাহত হয়, যিনি ৪৯ রান করা নিকোলসকের পতন ঘটান। তবুও, ব্লান্ডেল তার দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখে ৬৬ বলে ৬৮ রান সংগ্রহ করেন।
তবুও, লেট অর্ডার ব্যাটাররাই নিউ জিল্যান্ডকে ২৫০ রানের স্কোরে পৌঁছিয়ে দেন।
হাসান মাহমুদের সুইফ্ট অ্যাকশনের কারণে নন-স্ট্রাইকার প্রান্তে ১৮ রানে রানআউটে জড়িত ইশ সোধি ৩৯ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।
ঘটনাগুলোর একটি নাটকীয় মোড়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস এবং বোলার হাসান মাহমুদ তাকে ব্যাটিংয়ে ফিরে আসার জন্য পুনঃস্থাপন করেছিলেন। এমনকি একটি টিভি রিপ্লেতে প্রাথমিকভাবে আউট বলে বিবেচিত হওয়ার পরেও যে ইঙ্গিত করে যে ইশ ক্রিজের বাইরে ছিলেন যখন হাসান বল ডেলিভারি করার সময় বেইল বাতিল করেছিলেন।
অভিষেক হওয়া পেসার খালেদ ৬০ রানে তিন উইকেট নিয়ে মুগ্ধ। ডানহাতি স্পিনার মাহেদী হাসানও বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন, আর বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান পান দু’টি উইকেট।
আরও পড়ুন: দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের চ্যালেঞ্জিং টার্গেট দিল নিউ জিল্যান্ড
৫৮৫ দিন আগে
১১ বছর পর এশিয়া কাপে ভারতকে হারিয়েছে বাংলাদেশ
১১ বছর পর এশিয়া কাপে ভারতের বিপক্ষে ছয় রানের ব্যবধানে একটি উল্লেখযোগ্য জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ২০১২ সালে ঘরের মাঠে তাদের মুখোমুখি হওয়ার পর এশিয়া কাপে ভারতের বিপক্ষে এটি টাইগারদের প্রথম জয়।
শুভমান গিল ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে সেঞ্চুরি করেছিলেন। তবে তার প্রচেষ্টা সফল হয়নি। বাংলাদেশি বোলাররা সফলভাবে স্কোরটি রক্ষা করে।
তাদের কিছু শীর্ষ খেলোয়াড় না থাকলেও শক্তির দিক থেকে উভয় দলই সমান অবস্থানে ছিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে জয় পায় বাংলাদেশ।
এশিয়া কাপ এখন পর্যন্ত বাংলাদেশের জন্য একটি অবিস্মরণীয় ঘটনা। তবে শেষ ম্যাচে তাদের শেষ জয় তাদের অভিযানে স্মরণীয় করার ছোঁয়া যোগ করেছে।
ম্যাচের গুরুত্বপূর্ণ শেষ ওভারে ১২ রান রক্ষণের চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশ। প্রথম তিন বলে কোনো রান না দিয়ে অসাধারণ পারফরমেন্স দেখান নবাগত পেসার তানজিম হাসান।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ সেঞ্চুরির দিনে বিরাট কোহলির ৫ রেকর্ড
এরপর, মোহাম্মদ শামি চতুর্থ ডেলিভারিতে গুরুত্বপূর্ণ চারটি আঘাত করতে সক্ষম হন। পঞ্চম বলে উত্তেজনা বেড়ে যায় যখন শামি এবং প্রসিধ কৃষ্ণ একটি ঝুঁকিপূর্ণ দুটি রান করার চেষ্টা করেন যা শেষ পর্যন্ত অপ্রয়োজনীয় রানআউটের ফলে বাংলাদেশের জয় নিশ্চিত করে।
ম্যাচ শেষে তানজিম হাসান বলেন, ‘রোহিত ভাইয়ের প্রথম উইকেটটি স্বপ্নের উইকেট।’ ‘আমার খুব ভালো লাগছে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সমালোচনামূলক মুহুর্তগুলোর মুখোমুখি হয়েছিল, তবে মোট ২৬৫ রান তুলতে সক্ষম হয়েছিল।
সাকিব আল হাসান ৮৫ বলে ৮০রানের একটি সংমিশ্রিত ইনিংস প্রদর্শন করেছিলেন।
অষ্টম অবস্থানে আসা নাসুম আহমেদ ৪৪ রানের মূল্যবান অবদান রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যা টাইগারদের ২৬০ রানের থ্রেশহোল্ডের বাইরে ঠেলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৌহিদ হৃদয়ও একটি হাফ সেঞ্চুরি করে উল্লেখযোগ্য প্রভাব ফেলেন। তবে, লিটন দাসের ফর্মের বর্ধিত মন্দা দলের জন্য উদ্বেগ বাড়িয়েছে।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে এশিয়া কাপ মিশনের স্মরণীয় সমাপ্তি চায় টাইগাররা
শার্দুল ঠাকুর ভারতের পক্ষে সেরা বোলার ছিলেন, তিনটি উইকেট নেন এবং শামি স্ক্যাল্পড নেন দুটি।
জবাবে ভারত তাদের অধিনায়ক রোহিত শর্মাকে দ্রুত হারায় তানজিমের কাছে। অভিষিক্ত তিলক ভার্মা এবং ইশান কিষাণকেও দ্রুত ক্রিসের বাইরে পাঠানো হয়েছে। তবে শুভমান উইকেটের অপর প্রান্তে দৃঢ় ছিলেন দলকে মোট রানের লক্ষ্যে পৌঁছতে। অক্ষর প্যাটেল ৪২ রান করেছিলেন, কিন্তু এটি ভারতের পক্ষে ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না।
৪৯তম ওভারে মুস্তাফিজুর রহমান শার্দুল ঠাকুর ও অক্ষর প্যাটেলের উইকেট নিয়ে শেষ ওভারে তানজিমের কাজ সহজ করে দেন। গুরুত্বপূর্ণ মুহূর্তে তিন উইকেট তুলে নেন মুস্তাফিজুর।
বাংলাদেশ অধিনায়ক সাকিব বলেন, ‘আমার সাকিবকে (তানজিম) কৃতিত্ব দেওয়া উচিত।‘আমি মনে করি আমরা খুব ভালো দল পেয়েছি (বিশ্বকাপের জন্য। অনেক ইনজুরি এবং খেলোয়াড় আসা এবং বাইরে যাওয়া এই এশিয়া কাপে কোনো কাজে আসেনি।’
আরও পড়ুন: এশিয়া কাপ: শেষ ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ
৫৯৩ দিন আগে
চট্টগ্রাম-১০ উপনির্বাচন: জয়ের ব্যাপারে আশাবাদী মহিউদ্দিন বাচ্চু
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু।
রবিবার (৩০ জুলাই) নগরীর নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে জামায়াত-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ১০, আটক ২১
ভোট দিয়ে মহিউদ্দিন বাচ্চু বলেন, বিগত নির্বাচনগুলোর মতো এ নির্বাচনেও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।
তিনি আরও বলেন, ভোটারদের লম্বা লাইন দেখে বোঝা যাচ্ছে ভোটার উপস্থিতি বেশ ভালো।
মহিউদ্দিন বাচ্চু বলেন, ভোটারদের কেন্দ্রে আনতে তার দলের নেতা-কর্মীরা অতীতের মতো এ নির্বাচনেও কাজ করেছে।
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা কাজ করছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমি কখনোই শঙ্কা প্রকাশ করিনি, আমি মনে করছি- শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে।
এর আগে সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।
এ উপনির্বাচনে প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙল), তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)।
আরও পড়ুন: চট্টগ্রাম-১০ উপনির্বাচন: ভোটগ্রহণ চলছে, সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে ইসি
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা দিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এই আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। আশা করছি শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, ১৫৬টি কেন্দ্রে ১ হাজার ৫৬৩টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে ইতোমধ্যে বাইক চলাচলসহ অন্য যন্ত্রচালিত যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে সাধারণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশের তিন জন, আনসারের দুইজন সদস্য থাকবে।
এছাড়া অস্ত্র ছাড়া লাঠি হাতে আনসারের থাকবে ১০ জন সদস্য এবং একজন গ্রাম পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের একজন ও গ্রাম পুলিশের দুইজন অতিরিক্ত সদস্য নিয়োজিত করা হয়েছে। আবার পুলিশের আটটি মোবাইল টিম ও চারটি মোবাইল স্ট্রাইকিং টিম, র্যাবের চার টিম ও চার প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে ভোটের এলাকায়।
নির্বাচনী অপরাধ আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত ও সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনায় ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুইজন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
গত ২ জুন এই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৫০০ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে মামলা
৬৪০ দিন আগে