আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এবার বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও আফগানদের হারাতে চায় টাইগাররা।
বৃস্পতিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি হবে এবং দ্বিতীয় ও শেষ ম্যাচটি একই ভেন্যুতে শনিবার হবে।
এই সিরিজের আগে ক্রিকেটের এই সংস্করণে বাংলাদেশ ও আফগানিস্তান ছয় বার মুখোমুখি হয়েছে। আর বাংলাদেশ জয় পায় মাত্র দুটিতে। এছাড়া গত বছর ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১টি হারে টাইগাররা।
বুধবার বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ গণমাধ্যমে বলেছেন, ‘আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মানসিকতা নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলব। ব্যাটারদের ভয়হীনভাবে খেলতে হবে এবং বোলারদেরও আক্রমণাত্মক হতে হবে। আমাদের একমাত্র লক্ষ্য ভালো খেলা।’
আরও পড়ুন: বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু বুধবার
ওমান ও সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি হয়ে যাওয়া বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ। এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড টপকাতে পারলেও পরের রাউন্ডে কোনো ম্যাচই জিততে পারেনি তারা।
আরেকটি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, তারা এখনই এত দূর দেখছেন না। এর পরিবর্তে লক্ষ্য এখন বর্তমানের সিরিজের দিকে।
বাংলাদেশ সম্ভবত মুনিম শাহরিয়ারকে দলে ডাক দিতে পারে। মুনিম বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মাহমুদউল্লাহ বলেন, ‘মুনিমের কালকে (বৃহস্পতিবার) খেলার সম্ভবনা আছে। তবে এখন আমি এটা নিশ্চিত করতে পারছি না। ব্যাটিং অর্ডার নিয়ে ম্যাচের দিন আমরা পরিকল্পনা করবো।’
আরও পড়ুন: তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল আফগানিস্তান
মোহাম্মদ নাইমের কাল খেলার ভালো সম্ভবনা রয়েছে বলেও জানিয়েছন টাইগার অধিনায়ক। এছাড়া ইয়াসির আলীকেও টি-টোয়েন্টি স্কোয়াডে রেখেছে বাংলাদেশ।
বাংলাদেশ বর্তমানে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ৯ এবং আফগানিস্তান আট নম্বর অবস্থানে রয়েছে।