টি-টোয়েন্টি সিরিজ
বাংলাদেশকে ২০৯ রানের লক্ষ্য দিল কিউইরা
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বুধবার বাংলাদেশকে ২০৯ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৮ রান করে স্বাগতিক দল। দলের পক্ষে ডেভন কনওয়ে ৪০ বলে ৬৪ এবং গ্লেন ফিলিপস ২৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে সাইফুদ্দিন ও এবাদত দুটি করে এবং শরিফুল একটি উইকেট শিকার করেন।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
এই ম্যাচে সৌম্য সরকারকে বাংলাদেশ একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাঁ-হাতি এই ব্যাটার সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন। তার জন্য মেহেদি হাসান মিরাজকে বিশ্রাম দেয়া হয়েছে।
এছাড়া তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের পরিবর্তে মোহাম্মদ সাইফুদ্দিন ও এবাদত হোসেন একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন।
নিউজিল্যান্ডের একাদশেও তিনটি পরিবর্তন আনা হয়েছে। কেন উইলিয়ামসন, ব্লেয়ার টিকনার এবং মিচেল স্যান্টনারের পরিবর্তে মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট এবং অ্যাডাম মিলনে একাদশে যুক্ত হয়েছেন।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ।
পড়ুন: ত্রিদেশীয় সিরিজ: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে ৩ পরিবর্তন
আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ২০২২: বাংলাদেশ দলের সোয়াট (SWOT) বিশ্লেষণ
২ বছর আগে
মুশফিকের শততম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি শুরু হয়েছে।
এদিকে এ ম্যাচটি বাংলাদেশি উইকেট-রক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম ম্যাচ। এর আগে চোটের কারণে আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে পারেননি তিনি।
মাহমুদউল্লাহ রিয়াদের পর একমাত্র দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার মুশফিক যিনি ১০০ বা এর বেশি ম্যাচ খেলেছেন। এছাড়া ৯৬ ম্যাচ খেলে এ তালিকায় মুশফিকের পরই আছেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আরও পড়ুন: টাইগারদের নতুন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, লিটন দাস (উইকেট-রক্ষক) সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেট-রক্ষক), উসমান গনি, দরবেশ রসুলি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, করিম জানাত, ফজল হক ফারুকী ও শরফুদ্দিন আশরাফ।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে ৬১ রানের জয় পেল বাংলাদেশ
২ বছর আগে
আফগানিস্তানের বিপক্ষে ৬১ রানের জয় পেল বাংলাদেশ
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লিটন দাসের অর্ধশতক ও নাসুম আহমেদের অসাধারণ বোলিং নৈপুণ্যে ভর করে আফগানদের ৬১ রানে হারিয়েছে টাইগাররা। এ জয়ের ফলে সিরিজে ১-০ এতে এগিয়ে গেল স্বাগতিকরা।
বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক বাংলাদেশ।
শুরুটা ভালো করতে না পারলেও লিটন দাসের অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে বাংলাদেশ দল।
টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন লিটন দাস। তিনি ৪৪ বল খেলে দুই ছয় ও চার চারের মারে এ রান করেন। এছাড়া আফিফ হোসেন ২৫ রান এবং মুনিম শাহরিয়ার করেন ১৭ রান।
আরও পড়ুন: প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের হয়ে ফজল হক ফারুকি ও আজমতুল্লাহ ওমরজাই দুটি করে উইকেট নেন। এছাড়া রশিদ খান নেন একটি উইকেট।
বাংলাদেশের দেয়া ১৫৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৭ ওভার চার বলে সব ক’টি উইকেট হারিয়ে মাত্র ৯৪ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন নাজিবুল্লাহ জাদরান। এছাড়া আজমতুল্লাহ ওমরজাই ২০ রান এবং মোহাম্মদ নবী করেন ১৬ রান।
আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজ শুরু বৃহস্পতিবার, আফগানদের হারাতে চায় বাংলাদেশ
টাইগারদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন নাসুম আহমেদ। চার ওভার করে ১০ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। ম্যাচ সেরাও হয়েছেন এই বাঁহাতি স্পিনার।
এছাড়া শরিফুল ইসলাম তিনটি এবং সাকিব আল হাসান দুটি উইকেট নিয়েছেন।
এ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি একই ভেন্যুতে শনিবার অনুষ্ঠিত হবে।
২ বছর আগে
টি-টোয়েন্টি সিরিজ শুরু বৃহস্পতিবার, আফগানদের হারাতে চায় বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এবার বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও আফগানদের হারাতে চায় টাইগাররা।
বৃস্পতিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি হবে এবং দ্বিতীয় ও শেষ ম্যাচটি একই ভেন্যুতে শনিবার হবে।
এই সিরিজের আগে ক্রিকেটের এই সংস্করণে বাংলাদেশ ও আফগানিস্তান ছয় বার মুখোমুখি হয়েছে। আর বাংলাদেশ জয় পায় মাত্র দুটিতে। এছাড়া গত বছর ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১টি হারে টাইগাররা।
বুধবার বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ গণমাধ্যমে বলেছেন, ‘আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মানসিকতা নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলব। ব্যাটারদের ভয়হীনভাবে খেলতে হবে এবং বোলারদেরও আক্রমণাত্মক হতে হবে। আমাদের একমাত্র লক্ষ্য ভালো খেলা।’
আরও পড়ুন: বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু বুধবার
ওমান ও সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি হয়ে যাওয়া বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ। এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড টপকাতে পারলেও পরের রাউন্ডে কোনো ম্যাচই জিততে পারেনি তারা।
আরেকটি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, তারা এখনই এত দূর দেখছেন না। এর পরিবর্তে লক্ষ্য এখন বর্তমানের সিরিজের দিকে।
বাংলাদেশ সম্ভবত মুনিম শাহরিয়ারকে দলে ডাক দিতে পারে। মুনিম বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মাহমুদউল্লাহ বলেন, ‘মুনিমের কালকে (বৃহস্পতিবার) খেলার সম্ভবনা আছে। তবে এখন আমি এটা নিশ্চিত করতে পারছি না। ব্যাটিং অর্ডার নিয়ে ম্যাচের দিন আমরা পরিকল্পনা করবো।’
আরও পড়ুন: তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল আফগানিস্তান
মোহাম্মদ নাইমের কাল খেলার ভালো সম্ভবনা রয়েছে বলেও জানিয়েছন টাইগার অধিনায়ক। এছাড়া ইয়াসির আলীকেও টি-টোয়েন্টি স্কোয়াডে রেখেছে বাংলাদেশ।
বাংলাদেশ বর্তমানে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ৯ এবং আফগানিস্তান আট নম্বর অবস্থানে রয়েছে।
২ বছর আগে
পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সব ক’টি ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিক বাংলাদেশ।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন মোহাম্মদ নাঈম। ৫০ বল খেলে দুই চার ও দুই ছয়ের মারে তিনি এ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও হাইদার আলী পাকিস্তানকে জয়ের অনেকটাই কাছে নিয়ে যান। তবে জয়ের জন্য পাকিস্তানকে শেষ বল পর্যন্ত খেলতে হয়।
শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ৮ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ শেষ ওভার করতে এসে তিন উইকেট নিয়েও দলের পরাজয় ঠেকাতে পারেননি। রুদ্ধশ্বাস এ ম্যাচে পাকিস্তান জয় পায় পাঁচ উইকেটে।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন হায়দার আলী। এছাড়া মোহাম্মদ রিজওয়ান করেন ৪০ রান। বাংলাদেশেরে হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মাহমুদউল্লাহ।
এর আগে ২-০ তে এগিয়ে থেকে সিরিজ জিতে নেয় বাবর আজমের দল।
আরও পড়ুন: তৃতীয় টি-টোয়েন্টি: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
শেষ টি-টোয়েন্টির দলে কামরুল-ইমন
২ বছর আগে
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ হারায় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছে স্বাগতিক বাংলাদেশ।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ৪০ রান ও আফিফ হোসেন ২০ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ফখর জামানের সপ্তম টি-টোয়েন্টি ফিফটি পাকিস্তানকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ফখর জামানের অপরাজিত ৫৭ রানে ভর করে ১১ বল বাকি থাকতেই আট উইকেটে জয় নিশ্চিত করে বাবর আজমের দল।
৫১ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন ফখর এবং ম্যাচ সেরা প্লেয়ারও হন তিনি। এছাড়া মোহাম্মদ রিজওয়ান করেন ৩৯ রান।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম।
এ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ সোমবার দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে ১০৮ রানে থামল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট করছে বাংলাদেশ
২ বছর আগে
পাকিস্তানের বিপক্ষে ১০৮ রানে থামল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনের ব্যাটে ভর করে ১০০ রান পার হতে পেরেছে স্বাগতিক বাংলাদেশ।
শনিবার দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে ১০৮ রানে থামে টাইগাররা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৩৪ বল খেলে পাঁচ চারের মারে তিনি এ রান সংগ্রহ করেন। এছাড়া ২১ বল খেলে একটি করে চার ও ছয়ের মারে ২০ রান করেন আফিফ হোসেন। আফিফ হোসেনের ছয়টিই এ ইনিংসে বাংলাদেশের একমাত্র ওভার বাউন্ডারি।
এছাড়া প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও ব্যর্থ হয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমদুউল্লাহ। ১৫ বল খেলে এক চারের মারে ১২ রান করেন তিনি।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ দুইটি করে উইকেট শিকার করেছেন শাহীন শাহ আফ্রিদি ও সাদাব খান। এছাড়া একটি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজ।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট করছে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে সিরিজে টিকে থাকতে জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
২ বছর আগে
বাংলাদেশকে ৪ উইকেটে হারাল পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে চার উইকেটে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামা টাইগারদের দেয়া ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৯ ওভার দুই বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাবর আজমের দল।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করে করেন খুশদিল শাহ ও ফখর জামান। খুশদিল শাহ ৩৫ বল খেলে তিন চার ও এক ছয়ে এবং ফখর জামান ৩৬ বল খেলে চার চারের মারে এই রান তুলেন। এছাড়া পাকিস্তানের হয়ে ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন সাদাব খান।
এদিকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন তাসকিন আহমেদ। চার ওভার করে ৩১ রান দিয়ে তিনি এ উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, মেহদী হাসান ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন আফিফ হোসেন। ৩৪ বল খেলে দুইটি করে চার ও ছয় মেরে তিনি এ রান করেন। এছাড়া মেহেদী হাসান ৩০ ও নুরুল হাসান ২৮ রান করেন।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন হাসান আলী। চার ওভার করে ২২ রান দিয়ে এ উইকেট শিকার করেন তিনি। এছাড়া মোহাম্মদ ওয়াসিম দুইটি এবং মোহাম্মদ নওয়াজ ও সাদাব খান একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: পাকিস্তানকে ১২৮ রানের টার্গেট দিল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ
২ বছর আগে
পাকিস্তানকে ১২৮ রানের টার্গেট দিল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১২৭ রান সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে এই রান তুলতে সক্ষম হয় মাহমুদউল্লাহর দল।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন আফিফ হোসেন। ৩৪ বল খেলে দুইটি করে চার ও ছয় মেরে তিনি এ রান করেন। এছাড়া মেহেদী হাসান ৩০ ও নুরুল হাসান ২৮ রান করেন।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন হাসান আলী। চার ওভার করে ২২ রান দিয়ে এ উইকেট শিকার করেন তিনি। এছাড়া মোহাম্মদ ওয়াসিম দুইটি এবং মোহাম্মদ নওয়াজ ও সাদাব খান একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ
লাইভ স্ট্রিমিং: বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১
২ বছর আগে
মুশফিককে বাদ দিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা
মুশফিকুর রহিমকে বিশ্রামে রেখে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিকালে বিসিবি এ দল ঘোষণা করে।
মুশফিকুর রহিমের পরিবর্তে দলে ডাক পেয়েছেন অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর হোসেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্ম করা লিটন দাস ও সোম্য সরকারকেও বাদ দেয়া হয়েছে। এছাড়া ডানহাতি পেসার রুবেল আহমেদকেও দলে রাখা হয়নি।
ইনজুরির কারণে সাকিব আল হাসান ও সাইফ উদ্দিনও খেলতে পারবেন না।
এদিকে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন সাইফ হাসান, ইয়াসির আলী, শহিদুল ইসলাম ও আকবর আলী। তবে তাদের মধ্যে সাইফ জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন।
রাজধানীর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৯, ২০ ও ২২ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে।
এবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মোট ধারণ ক্ষমতার ৫০ শতাংশ দর্শক সশরীরে খেলা দেখতে পারবেন। তবে টিকেট বিক্রির বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি বিসিবি।
এছাড়া টি-টোয়েন্টি সিরিজের পর উভয় দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।
বাংলাদেশ স্কোয়াড: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শামীম হোসেন, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ শহিদুল ইসলাম ও আকবর আলী (উইকেটরক্ষক)।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়
ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল
শনিবার ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল
২ বছর আগে