এ বছর টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে ১৬টি দেশের ৪৫টি ম্যাচের টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। চলতি মাসের ১৭ অক্টোবর ওমান-পাপুয়া নিউ গিনির ম্যাচ দিয়ে শুরু হয় টি-২০ বিশ্বকাপ ২০২১। ২০ ওভারের বিশ্বকাপের এই সপ্তম আসর চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। আইসিসি টি-২০ খেলা দলগুলোর র্যাংকিংয়ের মাধ্যমে বিশ্বকাপ টুর্নামেন্টের গ্রুপগুলো তৈরি করেছে। বরাবরের মত এবারো বাংলাদেশের কিছু সম্প্রচার মাধ্যম দর্শকদের জন্য খেলাগুলো সরাসরি দেখার সুযোগ করে দিয়েছে। চলুন, দেখে নিই কীভাবে বাংলাদেশ থেকে সরাসরি টি-২০ বিশ্বকাপ ২০২১ খেলাগুলো উপভোগ করা যাবে।
এক নজরে টি-২০ বিশ্বকাপ ২০২১
টি-২০ ম্যাচগুলোর জন্য ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ও শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম এই চারটি মাঠ নির্ধারণ করা হয়েছে।
সম্পূর্ণ টুর্নামেন্টকে ভাগ করা হয়েছে দুটি রাউন্ডে। এক. বাছাই রাউন্ড ও দুই. সুপার ১২ রাউন্ড।
বাছাই রাউন্ডে বাংলাদেশসহ ৮টি দল দুটি গ্রুপে সমান বিভক্ত হয়ে প্রতিযোগিতা করছে। বাছাই পর্ব থেকে উত্তীর্ণ চারটি দেশ যোগ দেবে ইতোমধ্যে সুপার ১২ তে থাকা টি-২০ খেলা শীর্ষ ৮টি দেশের সঙ্গে।
বাছাই রাউন্ডের দলগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও আছে স্বাগতিক দেশ ওমান, ২০১৪ টি-২০ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নামিবিয়া।
আর সুপার ১২ তে থাকা ৮টি দেশের মধ্যে দুইবার টি-২০ বিশ্বকাপ জয়ী ও বর্তমান টি-২০ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও থাকছে, প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ী ভারত, ২০১০ টি-২০ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড, ২০০৯ টি-২০ বিশ্বকাপ জয়ী পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান।