হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। রবিবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে ওমানের রাজধানী মাস্কাটে টাইগারদের ৬ রানে হারিয়ে দারুণ শুরু করেছে স্কটল্যান্ড।
স্কটিশদের দেয়া ১৪১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে পেরেছে বাংলাদেশ। দলের হয়ে মুশফিকুর রহিম সর্বোচ্চ ৩৬ বলে ৩৮, মাহমুদউল্লাহ ২২ বলে ২৩ এবং সাকিব ২৮ বলে ২০ রান করেন। বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হেরে বড় এক ধাক্কাই খেলো বাংলাদেশ।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। এবারের আসরে এটি ছিল বাংলাদেশ ও স্কটল্যান্ড দলের প্রথম ম্যাচ।
পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশকে ১৪১ রানের টার্গেট দিলো স্কটল্যান্ড
বাংলাদেশের হয়ে ১৯ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মেহেদী হাসান। এছাড়া সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান নেন দুটি করে উইকেট। স্কটল্যান্ডের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন ক্রিস গ্রিভস। তিনি চারটি চার ও দুটি ছয়ে এ রান সংগ্রহ করেন।
প্রথম রাউন্ডের পরের ম্যাচে ১৯ ও ২১ অক্টোবর যথাক্রমে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: স্কটল্যান্ড ২০ ওভারে ১৪০/৯ (ক্রিস গ্রীভস ৪৫, জর্জ মুন্সি ২৯, মার্ক ওয়াট ২২), মেহেদী হাসান ৩/১৯, সাকিব ২/১৭, মুস্তাফিজুর ২/৩২)
বাংলাদেশ ২০ ওভারে ১৩৪/৭ (মুশফিক ৩৮, মাহমদুউল্লাহ ২৩, সাকিব ২০), হুইল ৩/২৪, গ্রীভস ২/১৯
ফল: স্কল্যান্ড ৬ উইকেটে জয়ী
পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ বাংলাদেশ-স্কটল্যান্ড মুখোমুখি