বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবী যথাক্রমে ৪৬ ও ৪১ রান করে ১৬০ রানে দলকে এগিয়ে নেয়।
অপরপক্ষে ডানহাতি পেসার তাসকিন আহমেদ আফগানিস্তানের বিপক্ষে তিনটি উইকেট নিয়ে ভালো পারফর্ম করেছেন।
ব্রিসবেনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা। হযরত জাজাই ও রহমানুল্লাহ গুরবাজ উদ্বোধনী জুটিতে মাত্র ১৯ রান সংগ্রহ করেন।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রস্তুতি ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
তবে তৃতীয় নম্বরে মাঠে নেমে ইব্রাহিম এক অবিচল ইনিংস খেলেন এবং নবীও বড় অঙ্কের রান সংগ্রহে অবদান রাখেন।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৩টি এবং সাকিব আল হাসান ও হাসান মাহমুদ ২টি করে উইকেট নেন।
এই ম্যাচের পর ১৯ অক্টোবর একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারাল স্কটল্যান্ড