আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচেও নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট দল।
সোমবার বেলা ১১টায় চট্টগ্রামে এ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে প্রথম ম্যাচে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত জুটিতে ভর করে চার উইকেটে জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচেও লিটন দাস ও মুশফিকুর রহিমের দারুণ জুটিতে ভর করে আফগানদের বিপক্ষে ৮৮ রানের জয় এবং এক ম্যাচে হাতে রেখে সিরিজ নিশ্চিত করে নেয় টাইগাররা।
আরও পড়ুন: লিটন-মুশফিক জুটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের
একই সঙ্গে পর পর দুই জয়ে ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের পয়েন্টে টেবিলের শীর্ষে উঠে যায় তামিমের দল। আর তৃতীয় ম্যাচে জয়ে টাইগারদের শীর্ষ অবস্থান আরও পাকা হবে।
তৃতীয় ম্যাচ সামনে রেখে মেহেদী হাসান গণমাধ্যমে বলেন, ‘সিরিজ জেতার চেয়েও ১০ পয়েন্ট বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপ খেলবে। তাই সিরিজের শেষ ম্যাচে আমরা আরও ১০ পয়েন্ট নিশ্চিত করতে পারলে সেটি আমাদের সহায়তা করবে।’
রবিবার দলের ঐচ্ছিক অনুশীলনে কম খেলোয়াড়ই অংশ নেয় যা ইঙ্গিত দেয় প্রথম দুই ম্যাচ জয়ে টাইগাররা বেশ প্রফুল্ল। তবে মেহেদী বললেন, প্রথম ম্যাচের মতোই জয়ের জন্য তারা মুখিয়ে আছেন।