নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ম্যাচে সৌম্য সরকারকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে।। বাঁ-হাতি এই ব্যাটার সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন। তার জন্য মেহেদি হাসান মিরাজকে বিশ্রাম দেয়া হয়েছে।
এছাড়া তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের পরিবর্তে মোহাম্মদ সাইফুদ্দিন ও এবাদত হোসেন একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন।
নিউজিল্যান্ডের একাদশেও তিনটি পরিবর্তন আনা হয়েছে। কেন উইলিয়ামসন, ব্লেয়ার টিকনার এবং মিচেল স্যান্টনারের পরিবর্তে মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট এবং অ্যাডাম মিলনে একাদশে যুক্ত হয়েছেন।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, ইয়াসির আলী, মোহাম্মদ সাইফুদ্দিন, এবাদত হোসেন, শরিফুল ইসলাম
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ইশ সোধি, অ্যাডাম মিলনে, টিম সাউদি (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট
পড়ুন: নারী এশিয়া কাপ: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, ছিটকে গেল বাংলাদেশ
২০২২ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ আয়োজক ৭ শহর ভ্রমণ
আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ২০২২: বাংলাদেশ দলের সোয়াট (SWOT) বিশ্লেষণ