শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
মোস্তাফিজুর রহমানের সঙ্গে ১০ম উইকেটে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত প্রচেষ্টায় বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করে।
আরও পড়ুন: প্রথম ওয়ানডেতে ধীরগতির ওভার রেট, ভারতকে গুনতে হল জরিমানা
হাসান মাহমুদের জায়গায় নাসুম আহমেদকে এনে বাংলাদেশ তাদের একাদশ সাজিয়েছে। অন্যদিকে ভারত দুটি পরিবর্তন করেছে- শাহবাজ আহমেদ ও কুলদীপ সেনের জায়গায় উমরান মালিক ও অক্ষর প্যাটেলকে অন্তর্ভুক্ত করেছে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।