শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, এই সিরিজের ৩টি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৬ সেপ্টেম্বর।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে ২ দলের জন্যই গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
বিশ্বকাপের পর ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আবারও আসবে নিউজিল্যান্ড। টেস্ট সিরিজের বিস্তারিত সূচি পরে জানানো হবে।
আরও পড়ুন: ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক সাকিব
মাহমুদউল্লাহ’র আন্তর্জাতিক ক্যারিয়ার কি শেষ?
১ বছর আগে
বিপিএল ২০২৩: জয় দিয়ে সিলেট স্ট্রাইকার্সের যাত্রা শুরু
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
ম্যাচটি দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগেই খেলা শুরু হয়।
টসে জিতে চট্টগ্রামকে প্রথমে ব্যাট করতে পাঠায় সিলেট।
হতাশাজনক পারফর্মেন্সের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় চট্টগ্রামের। মেহেদী মারুফ ৩ ওভারে মাত্র ১১ রান করে আউট হন এবং আফগান ক্রিকেটার দারভিশ রাসুলি চতুর্থ ওভারে মাত্র ৩ রানে আউট হন।
আল-আমিনও মাত্র ১৮ রানে গুটিয়ে যান। অধিনায়ক শুভাগত হোমের পারফর্মেন্স চট্টগ্রামের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয়।
তবে আফিফ হোসেন ২৩ বলে ৩ চারের সাহায্যে ২৫ রান করে ইনিংসটিকে ট্র্যাকে ফিরিয়ে আনেন। ৭ রানে আউট হওয়ায় বড় স্কোর করতে পারেননি উনমুক্ত চাঁদ। মৃত্যুঞ্জয় চৌধুরী এর সঙ্গে ৩ রান যোগ করেন এবং আউট হওয়ার আগে নিহাদুজ্জামান ৮ রান করেন। মালিন্দা পুষ্পকুমারা ও মেহেদী হাসান রানা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এবং যথাক্রমে ৬ ও ২ রান যোগ করেন।
২০ ওভার শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৯ উইকেট হারিয়ে ৮৯ রান করে।
আরও পড়ুন: দুর্বল ব্যবস্থাপনার অভিযোগের মধ্যেই বিপিএল শুরু শুক্রবার
সিলেটের হয়ে রেজাউর রহমান রাজা চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে চার উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের শুরুটা শুরুটা ভালো ছিল। নাজমুল হোসেন শান্ত ৪১ বলে ৪৩ রান করেন।
কলিন অ্যাকারম্যান ১ রানে আউট হয়ে গেলেও জাকির হাসান ২১ বলে ২৭ রান করেন। মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত থাকায় সিলেট স্ট্রাইকার্স ১২.৩ ওভারে তাদের লক্ষ্যে পৌঁছে যায়।
বিপিএলের এই সংস্করণে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে আট মাস বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আরও পড়ুন: বিপিএল ২০২৩: প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু
আমি বিপিএলের সিইও হলে প্রয়োজনীয় পরিবর্তন আনতে সময় লাগত ১-২ মাস: সাকিব
১ বছর আগে
দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
মোস্তাফিজুর রহমানের সঙ্গে ১০ম উইকেটে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত প্রচেষ্টায় বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করে।
আরও পড়ুন: প্রথম ওয়ানডেতে ধীরগতির ওভার রেট, ভারতকে গুনতে হল জরিমানা
হাসান মাহমুদের জায়গায় নাসুম আহমেদকে এনে বাংলাদেশ তাদের একাদশ সাজিয়েছে। অন্যদিকে ভারত দুটি পরিবর্তন করেছে- শাহবাজ আহমেদ ও কুলদীপ সেনের জায়গায় উমরান মালিক ও অক্ষর প্যাটেলকে অন্তর্ভুক্ত করেছে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন টাইগারদের চোখে
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও অনিশ্চিত তাসকিন
২ বছর আগে
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট করছে বাংলাদেশ
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে চার উইকেটে জিতেছে পাকিস্তান। তাই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ গুটিয়ে নেওয়ার সুযোগ এসেছে দ্বিতীয় ম্যাচে।
বিপরীতে বাংলাদেশের জন্য এই ম্যাচটি সিরিজ বাঁচিয়ে রাখার লড়াই। আর সে জন্য এই ম্যাচে জয় ছাড়া উপায় নেই টাইগারদের।
বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে পাকিস্তান হাসান আলীকে বিশ্রাম দিয়ে একাদশে নিয়েছে শাহীন আফ্রিদিকে। প্রথম টি-টোয়েন্টিতে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন হাসান।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে সিরিজে টিকে থাকতে জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
সোমবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান (ডব্লিউ), আমিনুল ইসলাম, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, শাদাব খান, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে হারায় টপ অর্ডার ব্যাটারদের দুষলেন মাহমুদউল্লাহ
৩ বছর আগে
টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে রাচিন রবীন্দ্র ও কোল ম্যাকনির।
অন্যদিকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এই সিরিজেও নেই। বাঁহাতি ওপেনার কিছুদিন ধরে হাঁটুর ইনজুরিতে রয়েছেন। তবে মুশফিকুর রহিম এবং লিটন দাস সিরিজে ফিরেছেন।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দশটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। সবগুলোই তারা হেরেছে। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হেরেছে।
আরও পড়ুন: টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম
চিকিৎসক আমাকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন: পাপন
এই সিরিজে নিউজিল্যান্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই। আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা কোনো খেলোয়াড়কে দেশটির ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরে অন্তর্ভুক্ত করেনি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান
নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডাল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাকনি, ডগ ব্রাসওয়েল, আজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার এবং জ্যাকব ডাফি
৩ বছর আগে
অস্ট্রেলিয়াকে আবার হারাল বাংলাদেশ
অস্ট্রেলিয়াকে আবার হারাল বাংলাদেশ। বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগাররা অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারায়। আফিফ ও নুরুলের ব্যাটিং নৈপুণ্যে এই জয়ের মাধ্যমে টানা দুই ম্যাচ অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ।
প্রথমে ব্যাটিং করে অজিরা ৭ উইকেটে ১২১ রান করে। ১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় টাইগাররা।
শেষ পাঁচ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩২ রান। আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে সহজেই সেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
উনিশতম ওভারের চতুর্থ বলে জশ হ্যাজেলউডকে বাউন্ডারিতে পাঠিয়ে জয় নিশ্চিত করেন আফিফ। বাহাতি এই ব্যাটসম্যান ৩৭ রানে আর নুরুল ২২ রানে অপরাজিত ছিলেন।
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। দুই দলই একাদশ অপরিবর্তিত রেখেছিল। ম্যাচ সেরা হয়েছেন আফিফ।
মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ ২৩ রানে জয়লাভ করে। এটি ছিল অজিদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়।
বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ চার উইকেট নিয়ে টাইগারদের ঐতিহাসিক জয়ে অবদান রাখেন। এই সিরিজের আগে বাংলাদেশ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট চারটি ম্যাচ খেলেছিল এবং সবগুলোতেই হেরেছে।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নূরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জয় টাইগারদের
জিম্বাবুয়েকে উড়িয়ে দিল টাইগাররা
৩ বছর আগে
সিরিজ জিতল বাংলাদেশ
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ১০৩ রানের বিশাল ব্যধানে হারিয়ে সিরিজ জিতে নিল স্বাগতিক বাংলাদেশ।
টাইগারদের দেয়া ২৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে লঙ্কানরা ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে।
এর ফলে তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল টাইগাররা।
এর আগে রবিবার প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জয় পায় বাংলাদেশ।
মঙ্গলবার দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীমের অসাধারণ এক সেঞ্চুরিতে ২৪৭ রানের লক্ষ্য দিয়েছিল টাইগাররা।
এই ফরম্যাটে এটি মুশফিকের অষ্টম সেঞ্চুরি। তামিম ইকবাল (১৩) ও সাকিব আল হাসান (৯) এর পরে ওয়ানডেতে টাইগারদের হয়ে তিনি এখন তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান।
আরও পড়ুন: মুশফিকের সেঞ্চুরিতে টাইগারদের সংগ্রহ ২৪৬
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন দেশের দুই সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
এরপর ৩৪ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার লিটন কুমার। মোহাম্মদ মিঠুনের পরিবর্তে ব্যাটিংয়ে নেমে ১২ বলে ১০ রান করে আউট মোসাদ্দেক হোসেন সৈকত।
দলীয় ৭৪ রানে চার ব্যাটসম্যান আউট হওয়ার পর হাল ধরেন মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
পঞ্চম উইকেটে তারা ৮৭ রান যোগ করেন। কিন্তু মাহমুদউল্লাহ ফিরে গেলে আফিফ হোসেন (১০) ও মেহেদী হাসান মিরাজরাও (০) সুবিধা করতে পারেন নি।
আরও পড়ুন: বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে করোনার থাবা
প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জিতল টাইগাররা
শেষ পর্যন্ত মুশফিকের ১২৫ (১২৬) রানের ইনিংসে ভর করে ৪৮.১ ওভারে সব উইকেটে হারিয়ে ২৪৬ রানের লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।
দুই দলের মধ্যকার তৃতীয় ও শেষ ম্যাচটি ২৮ মে একই মাঠে হবার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা
এদিকে, এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩ বছর আগে
মুশফিকের সেঞ্চুরিতে টাইগারদের সংগ্রহ ২৪৬
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীমের অসাধারণ এক সেঞ্চুরিতে ২৪৭ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।
এই ফরম্যাটে এটি মুশফিকের অষ্টম সেঞ্চুরি। তামিম ইকবাল (১৩) ও সাকিব আল হাসান (৯) এর পরে ওয়ানডেতে টাইগারদের হয়ে তিনি এখন তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন দেশের দুই সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
আরও পড়ুন: প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জিতল টাইগাররা
এরপর ৩৪ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার লিটন কুমার। মোহাম্মদ মিঠুনের পরিবর্তে ব্যাটিংয়ে নেমে ১২ বলে ১০ রান করে আউট মোসাদ্দেক হোসেন সৈকত।
দলীয় ৭৪ রানে চার ব্যাটসম্যান আউট হওয়ার পর হাল ধরেন মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
পঞ্চম উইকেটে তারা ৮৭ রান যোগ করেন। কিন্তু মাহমুদউল্লাহ ফিরে গেলে আফিফ হোসেন (১০) ও মেহেদী হাসান মিরাজ (০) সুবিধা করতে পারেন নি।
শেষ পর্যন্ত মুশফিকের ১২৫ (১২৬) রানের ইনিংসে ভর করে ৪৮.১ ওভারে সব উইকেটে হারিয়ে ২৪৬ রানের লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৩ রান করেছে লঙ্কানরা।
৩ বছর আগে
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু ২৪ নভেম্বর
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ দলের টি-টোয়েন্টি কাপ শুরু হবে আগামী ২৪ নভেম্বর থেকে।
৪ বছর আগে
একবছর পর ‘হোম অব ক্রিকেটে’ সাকিব
এক বছরেরও বেশি সময় পর সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
৪ বছর আগে