সম্প্রতি সিলেট এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নেমেছে সর্বস্তরের মানুষ।
সংবাদমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম বলেন, ‘অত্যন্ত দুঃখজনক যে আমাদের বোনদের সারাদেশে নির্যাতন করা হচ্ছে। প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য দয়া করে নারীদের সম্মান করুন।’
মুশফিক এর আগে তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্টে চলমান সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এক ভিডিও বার্তায় বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দেই।’
বাংলাদেশ টেস্ট অধিনায়ক ও টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক বলেন, ‘আসুন আমরা নিজেদের মানুষ হিসেবে প্রমাণ করি এবং কীভাবে নারীদের সম্মান করতে হয় তা শিখি।’
ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম ইকবালও নারীদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আমরা আমাদের পরিবারের নারী সদস্যদের সম্পর্কে চিন্তাভাবনা করি এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসি।’
বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার সবাইকে সত্যিকারের মানুষ হওয়ার জন্য নারীর প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন।
তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে বর্তমান আইনটি সংশোধন করে যথাযথ আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র সম্প্রতি জানিয়েছে, এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে কমপক্ষে ৯৭৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে।
তাদের দাবি, এই ঘটনায় বেশিরভাগ ভুক্তভোগীরা এখনও ন্যায়বিচার পাননি।