নারীর প্রতি সহিংসতা
আমরা এখনো পুরুষতান্ত্রিক সংস্কৃতিই লালন করে চলেছি: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, নারীর প্রতি সহিংসতা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন, জনস্বাস্থ্য ঝুঁকি এবং টেকসই উন্নয়নের পথে বড় বাধা।
তিনি বলেন, ‘এই সমস্যা ব্যাপক এবং দিনে দিনে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। যৌন হয়রানি ও নিপীড়ন থেকে শুরু করে হত্যাকাণ্ড – নারীর প্রতি সহিংসতা নানাভাবে ঘটছে। কিন্তু, এই সমস্যার মূলে রয়েছে কাঠামোগত অবিচার, যা গড়ে উঠেছে যুগ যুগ ধরে চলে আসা পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে।’
২৫ নভেম্বর নারীর প্রতি সহিংসতা নির্মূলে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, ‘আমরা এখনো পুরুষতান্ত্রিক সংস্কৃতিই লালন করে চলেছি, যা নারীদের মর্যাদা ও অধিকার প্রত্যাখ্যান করে তাদের আরও ঝুঁকিতে ফেলছে।’
আরও পড়ুন: সহিংসতা ও অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকতে বাংলাদেশের সব পক্ষের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
মহাসচিব বলেন, ‘আমাদের সবাইকেই মূল্য দিতে হচ্ছে: আমাদের সমাজে শান্তি নেই, অর্থনৈতিক সমৃদ্ধি আশাব্যঞ্জক নয়, আমাদের বিশ্বটা তুলনামূলক কম ন্যায়সঙ্গত। কিন্তু নতুন এক বিশ্বব্যবস্থা গড়ে তোলা সম্ভব।’
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ’।
বিশ্বজুড়ে নারীর অধিকার রক্ষাকে আরও সুসংহত করতে উপযোগী আইন ও নীতি প্রণয়নে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীর প্রতি অন্যায় প্রতিরোধ ও অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে বিনিয়োগ জোরদার করতে হবে।
জাতিসংঘের প্রধান বলেন, বিশ্বের সর্বত্র ভূক্তভোগীর কথা শুনুন এবং দোষীদের দায়মুক্তির সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন। নারী অধিকারকর্মীদের পক্ষে দাড়ান এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে নারী নেতৃত্বের পক্ষে কথা বলুন।
তিনি বলেন, আসুন, আমরা একসঙ্গে নারীর পক্ষে দাড়াই, তাদের জন্য কথা বলি। আসুন আমরা এমন এক বিশ্ব গড়ে তুলি, যাতে যে কোনো জায়গায় নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতার বিপক্ষে অবস্থান নেওয়া যায়।
আরও পড়ুন: গাজার বাসিন্দাদের স্থানান্তর অত্যন্ত বিপজ্জনক: জাতিসংঘ মহাসচিব
পর্যটনশিল্পকে অবশ্যই নিরাপদ করতে হবে: জাতিসংঘ মহাসচিব
১ বছর আগে
নারীর প্রতি সহিংসতা বাড়ছে: এমএসএফের প্রতিবেদন
দেশে মার্চে নারী ও শিশুদের ওপর প্রায় ৩৯৭টি মতো সহিংসতার ঘটনা ঘটেছে যা আগের মাসের তুলনায় বেশি।
বৃহস্পতিবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) তাদের মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানায়। এছাড়া ফেব্রুয়ারিতে সারাদেশে এ ধরনের ঘটনার সংখ্যা ছিল ৩৬৫টি।
আরও পড়ুন: ধর্ষণ ও নারী নির্যাতনের ব্যাপারে সরকার কঠোর: স্বরাষ্ট্রমন্ত্রী
গণমাধ্যমের প্রতিবেদন ও এমএসএফের সংগৃহীত তথ্য অনুযায়ী, ধর্ষণ, হত্যা ও পারিবারিক সহিংসতার মতো ঘটনার সংখ্যা আগের মাসের তুলনায় বেড়েছে। এটি খুবই উদ্বেগজনক বলে এমএসএফের প্রতিবেদনে বলা হয়েছে।
নারী ও শিশু নির্যাতনের ঘটনার মধ্যে ৬৯টি ধর্ষণের ঘটনা, ২৩টি সংঘবদ্ধ ধর্ষণ, তিনটি ধর্ষণের পর হত্যা ও ছয়টি শারীরিক প্রতিবন্ধী শিশু ও কিশোরী ধর্ষণের ঘটনা ঘটেছে।
৬৯টি ধর্ষণের ঘটনার মধ্যে ৫৩ জন শিশু ও কিশোরী ধষর্ণের শিকার হয়েছে এবং ২৩টি সংঘবদ্ধ ধর্ষণের শিকারের মধ্যে সাত জন কিশোরী রয়েছে।
আরও পড়ুন: নারী নির্যাতন থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধ হতে হবে: তোফায়েল
এছাড়া ৩৬ জন শিশু ও কিশোরীসহ প্রায় ৯৬ জন নারী আত্মহত্যা করেছেন। মার্চ মাসে আটটি রহস্যজনক মৃত্যুসহ প্রায় ৮১টি হত্যার ঘটনা ঘটেছে এবং এর মধ্যে ২৭ জন শিশু ও কিশোরী রয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিশোধ, পারিবারিক কলহ, যৌতুক, প্রেমঘটিত কারণে এই সব হত্যার ঘটনা ঘটেছে।
২ বছর আগে
বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জোন্টা ক্লাবের ১৬ দিনের প্রচারণা
জোন্টা ক্লাব অব গ্রেটার ঢাকা বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী অ্যাডভোকেসি কার্যক্রম বিকাশের লক্ষ্যে ১৬ দিনের প্রচারণা কার্যক্রম শুরু করেছে। এই কর্মসূচি গত ২৫ নভেম্বর শুরু হয়েছে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
নারীর প্রতি সহিংসতা বন্ধে লিঙ্গ-ভিত্তিক মনোভাব ও আচরণ পরিবর্তনের লক্ষ্যে আইন প্রণয়ন ও বাস্তবায়নকে প্রভাবিত করার জন্য এই কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্র সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচি চলাকালে রেডিও অনুষ্ঠান প্রচার হবে।
কুড়িগ্রামে ক্লাবের সহযোগী সংগঠন ‘আশার আলো পাঠশালা’র ছাত্রছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ বন্ধে র্যালি, শুক্রবার ক্লাবের ফ্ল্যাগশিপ পার্টনার ‘স্পোরশো’র দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে পাঠচক্র, রিকশাচালকদের নিয়ে ৭ ডিসেম্বর বারিধারায় সমাবেশ এবং ৯ ডিসেম্বর গুলশান পার্কে ঢাকার দুই বিশিষ্ট চিত্রশিল্পীর লাইভ পেইন্টিং সেশনসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাঠচক্রে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জোন্টা ক্লাবের স্পনসর করা ব্রেইল বইয়ের মাধ্যমে ‘গুড টাচ-ব্যাড টাচ’ সম্পর্কে শেখানো হবে।
এ প্রসংগে জোন্টা ক্লাব অব গ্রেটার ঢাকার সভাপতি ডা. সিমিন এম আখতার বলেন, জোন্টা ক্লাবের সদস্যরা বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে অ্যাডভোকেসির মাধ্যমে জনসচেতনতা বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে।
ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট, উদ্যোক্তা ও শিল্প অনুরাগী তেহমিনা এনায়েত নারীর ক্ষমতায়নের একজন দৃঢ় প্রবক্তা। তিনি জোন্টার স্লোগান ‘বাল্যবিবাহ বন্ধ করুন’ এবং ‘নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতাকে না বলুন’-এ আন্তরিকভাবে বিশ্বাসী। তিনি বলেন, ক্লাবের এসব অ্যাডভোকেসি প্রোগ্রাম নারী ও মেয়ে শিশুদের জন্য কাজ করতে আরও বেশি শক্তি যোগাবে এবং জোন্টার ১০০ বছরের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
আরও পড়ুন: পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী
৩ বছর আগে
নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় সম্মিলিত প্রয়াস প্রয়োজন: স্পিকার
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমগ্র বিশ্ব কোভিড-১৯ মহামারির কারণে একটি নতুন বৈশ্বিক বাস্তবতার মুখোমুখি। প্রতিটি ক্ষেত্র বিশেষ করে নারী ও শিশুদের ক্ষেত্রে বহুমুখী চ্যালেঞ্জ সৃষ্টি করেছে এই মহামারি। লকডাউন পরিস্থিতি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা, ব্যবসা-বাণিজ্যের স্থবিরতা, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, নারীস্বাস্থ্য ও নারীর মানসিক স্বাস্থ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। কোভিড-১৯ পরবর্তী নেতিবাচক প্রভাব ও নারী সহিংসতা মোকাবিলায় সামাজিক ও বৈশ্বিক সম্মিলিত প্রয়াস প্রয়োজন।
স্পিকার বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে 'থার্ড ইউরেশিয়ান উইমেন্স ফোরাম' অনুষ্ঠানের উদ্বোধনী দিনে 'উইমেন: এ গ্লোবাল মিশন ইন এ নিউ রিয়েলিটি' শীর্ষক আলোচনা সভায় প্যানেলিস্ট হিসেবে যোগদান করে এসব কথা বলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ান ফেডারেশনের স্পিকার ভেলেন্টিনা মাতভিয়েনকো অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বাংলাদেশ জাতীয় সংসদ থেকে প্রতিনিধিদলের অংশগ্রহণের সুযোগ প্রদান করায় এসময় আয়োজকরা ধন্যবাদ জানান স্পিকার।
তিনি বলেন, ঘরে বসে ভার্চুয়ালি কাজ করার পাশাপাশি সংসার ও সন্তানের পরিচর্যা করতে গিয়ে নারীদের দ্বিমুখী সমস্যার সম্মুখীন হতে হয়েছে। নারীর সক্ষমতাকে কাজে লাগিয়ে আরও সমতা ও সাম্যের ভিত্তিতে ভবিষ্যত বিনির্মাণে জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ত করতে হবে। তথ্য-প্রযুক্তিভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি সম্ভব। কর্মক্ষেত্রে তাদের সমান বেতন নিশ্চিতকরণে জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবসম্পদ ও নারীদের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। নারীদের অর্থনৈতিক সক্ষমতা অর্জনে গৃহীত পদক্ষেগুলোর যথাযথ বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য ঋণ ব্যবস্থা, দরিদ্র নারীদের জন্য সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচিসহ আরও কর্মসূচি নেয়া হয়েছে।
রাশিয়ান ফেডারেশনের স্পিকার ভেলেন্টিনা মাতভিয়েনকো ও ডেপুটি প্রাইম মিনিস্টার আব্রামসেনকো ভিক্টোরিয়া অনুষ্ঠানে কী-প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে ভাইস রেক্টর মারিয়া আফোনিনা, মোজাম্বিক এসেম্বলির প্রেসিডেন্ট এসপেরানকা লরিন্ডা ফ্রান্সিসকো বায়াস, আজারবাইজানের স্পিকার সাহিবা গাফারোভা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম ঘেব্রিসাস, রাশিয়ান ফেডারেশনের শ্রম ও সামাজিক নিরাপত্তামন্ত্রী এন্টন কোটিয়াকভ, গেবনিজ রিপাবলিকের সিনেট প্রেসিডেন্ট লুসি মাইলবো অবসন প্রমুখ প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেন।
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, আবিদা আনজুম মিতা এমপি ও খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পরিবেশ ও জলবায়ু সহনশীল পুনরুদ্ধার পরিকল্পনা প্রণয়ন জরুরি : স্পিকার
রোমের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ
প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবনের ইতিহাস নবীনদের মাঝে ছড়াতে হবে: স্পিকার
৩ বছর আগে
নারীর প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত পদক্ষেপ জরুরি: বক্তারা
জোন্টা ইন্টারন্যাশনাল ও বৃহত্তর ঢাকার জোন্টা ক্লাবের ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার আয়োজিত এক ওয়েবিনারে নারীর প্রতি সহিংসতা বন্ধে লিঙ্গভিত্তিক দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তনে সমন্বিত পদক্ষেপ নেয়া জরুরি বলে জানিয়েছেন বক্তারা।
৪ বছর আগে
নারীর প্রতি সহিংসতা: ন্যায়বিচারের দাবিতে সরব ক্রিকেটাররা
নারীদের প্রতি সহিংসতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা ন্যায়বিচার নিশ্চিত করতে এবং নারীদের প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
৪ বছর আগে
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল দেশ
ধর্ষণ, যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতার ক্রমবর্ধমান ঘটনাগুলোর বিরুদ্ধে মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে।
৪ বছর আগে