টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলতে সক্ষম হয়েছে আফগানিস্তান। শুক্রবার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করে করেন গুলবদিন নায়েব ও মোহাম্মদ নবী। এছাড়া পাকিস্তানের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নেন ইমাদ ওয়াসিম।
এর আগে বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা দারুণভাবে শুরু করেছে পাকিস্তান। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে রয়েছে দলটি।
এছাড়া আফগানিস্তানও সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে। এক ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে তারা।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডে সাথে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ