জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ না খেলেই আজ দেশের উদ্দেশে রওনা দেবেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়, পারিবারিক কারণে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ।
সফরে যাওয়ার আগে মুশফিকুর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন।
আরও পড়ুন: ১৭ মাস পর টেস্ট জয় বাংলাদেশের
তবে মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, মুশফিকুর জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজেও অংশ নেবেন। জৈব সুরক্ষাবলয় থেকে বেরিয়ে দেশে ফিরলে অস্ট্রেলিয়া সিরিজের আগে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। এতে সময় মতো অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলের সঙ্গে জৈব সুরক্ষাবলয়ে থাকতে পারবেন না তিনি।
অস্ট্রেলিয়া দলের চাহিদা অনুযায়ী বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়ারকে সিরিজের আগে কমপক্ষে ১৪ দিনের জন্য জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয়ের পরে বাংলাদেশ এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে। ১৬, ১৮ এবং ২০ জুলাই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
সফরে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই। সিরিজের সব ম্যাচই হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে।